SMDN Tutorial

Made Learning Easy with Quality Materials.

Breaking

Thursday, September 16, 2021

Assessment Evaluation MCQ Question Answers

অ্যাসেসমেন্ট ও মূল্যায়ন এর উপর MCQ প্রশ্ন এবং তার সঠিক উত্তর আপনারা এখানেই পেয়ে যাবেন যেগুলো শিক্ষক নিয়োগ পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ । Evaluation and Assessment Important MCQ Question and Answers PDF Download.
1. মূল্যায়ন 
A. শিক্ষার্থীকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে 
B. শিক্ষার্থীর সর্বাঙ্গীণ বিকাশ সাধন পরিমাপ করতে সাহায্য করে 
C. শিক্ষার্থীর শিখন যাচাই করে
D. শিক্ষার্থীকে উপরে শ্রেণীতে উত্তরণের সহায়তা করে

2. মূল্যায়নের গুরুত্ব হলো 
A. শিক্ষার্থীর সঠিক বিকাশে সহায়তা করে
B. শিক্ষার্থীর দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করে
C. শিক্ষার্থীর শিখন কে উৎসাহ দেয়
D. উপরের সবগুলি

3. গঠনমূলক মূল্যায়ন কাকে বলে ?
A. কর্ম চলাকালীন মূল্যায়ন 
B. কর্ম শেষের মূল্যায়ন 
C. প্রস্তুতিকালীন মূল্যায়ন 
D. কোনোটিই নয় 

4. অ্যাসেসমেন্ট হলো 
A. পরিমাণগত 
B. গুণগত 
C. পরিমাণগত ও গুণগত উভয়ই
D. কোনোটিই নয়

5. গঠনমূলক মূল্যায়ন কাকে বলে ?
A. পূর্বে যে মূল্যায়ন হয়
B. শিক্ষণ-শিখন চলাকালীন মূল্যায়নকে C. শিখন শেষ করার পর যে মূল্যায়ন
D. কোনোটিই নয়

6.CCE এর সম্পূর্ণ নাম কি ?
A. Continuous and Comprehensive Evaluation
B. Comprehensive and Continuous Evaluation 
C. Cluster and Comprehensive Evaluation 
D. কোনটিই নয়

7. কোন ধরনের অ্যাসেসমেন্টের শিক্ষার্থীরা সক্রিয় ভূমিকা পালন করে থাকে ? 
A. অভ্যন্তরীণ অ্যাসেসমেন্ট 
B. বাহ্যিক অ্যাসেসমেন্ট 
C. স্ব-অ্যাসেসমেন্ট 
D. অন্তিমকালীন অ্যাসেসমেন্ট

 8. কোন ধরনের মূল্যায়নকে ইভালুয়েশন ফর লার্নিং (Evaluation for Learning) বলা হয় ?
A. প্রস্তুতিকালীন মূল্যায়ন 
B. অন্তিমকালীন মূল্যায়ন 
C. স্থান নির্ণায়ক মূল্যায়ন 
D. দুর্বলতা নির্ণায়ক মূল্যায়ন

এমন প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ অ্যাসেসমেন্ট ও মূল্যায়ন সংক্রান্ত  50+ প্রশ্ন সম্বন্ধিত পিডিএফটি নিচের লিংকে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারেন ।
File Type : PDF
Language : Bengali
Total Pages : 7
Size : 940 kb
Content Right : SMDN Tutorial


No comments:

Post a Comment