করোনা মহামারীর জন্য বিদ্যালয়ের পঠন পাঠনে ব্যাঘাত হয়েছে, সেজন্য ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ সিদ্ধান্ত নিয়েছেন দশম শ্রেণির পাঠ্যক্রম কিছুটা কমিয়ে দেওয়ার জন্য । সেই সিদ্ধান্ত অনুযায়ী বিভিন্ন বিষয়ে পাঠ্যক্রম কে কমিয়ে দেয়া হয়েছে এবং নতুন পাঠ্যক্রম প্রকাশ করা হয়েছে । সবগুলো বিষয় এর নতুন পাঠ্যক্রম বা সিলেবাস প্রকাশ করা হয়েছে । নতুন পাঠ্যক্রম যেগুলো ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ প্রকাশ করেছেন সেগুলোর ডাউনলোড লিংক নিচে দেয়া হল। শিক্ষার্থীরা সেগুলো ডাউনলোড করে সেখান থেকে পড়াশোনা করতে পারেন ।তবে মনে রাখবেন পাঠ্যক্রম যেগুলো কমিয়ে দেয়া হয়েছে সেটা শুধুমাত্র 2020-21 শিক্ষাবর্ষের জন্য ।
Download Deleted Syllabus
English Download
Biology Download
Hindi Download
Mathematics Download
গণিত স্ট্যান্ডার্ড সিলেবাস, উচ্চ মাধ্যমিকে যারা গণিত বিষয় নিয়ে পড়াশোনা করতে চান তাদের জন্য
👇👇👇👇
উচ্চ মাধ্যমিক স্তরে যারা গণিত নিয়ে পড়াশোনা করবে না তাদের জন্য দশম শ্রেণীর গণিত সিলেবাস
👇👇👇👇👇
Economics & Geography Download
Science Download
Social Science Download
Sir amader Class 10-er SST syllabus taa upload kore din please(TBSE)
ReplyDeleteCheckout now
DeleteSir, class10 math details chapter, exercise wise upload Kare, Bengali version
ReplyDeleteSir, class10 math details chapter, exercise wise upload Kare, Bengali version
ReplyDeleteWatch this video
Deletehttps://youtu.be/hBdXqSZ5OPY