SMDN Tutorial

Made Learning Easy with Quality Materials.

Breaking

Tuesday, June 30, 2020

June 30, 2020

মাধ্যমিকের ফলাফল ঘোষণা করা হচ্ছে 3 জুলাই , বাতিল হলো বাকি পরীক্ষাগুলো

ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সচিব এক বিজ্ঞপ্তিতে জানান যে নতুন সিলেবাস মাধ্যমিক পরীক্ষা 2020 এর ফলাফল ঘোষণা করা হবে আগামী 3 জুলাই শুক্রবার সকাল 9 ঘটিকায় ।মাধ্যমিক এর পুরাতন সিলেবাসের তিনটা পরীক্ষা বাকি রয়ে ছিল সেই পরীক্ষা গুলি আর হচ্ছে না মধ্যশিক্ষা পর্ষদ থেকে সেই পরীক্ষা বাতিল ঘোষণা করা হয়েছে ।শুধু মাধ্যমিক নয় মাদ্রাসা আলিম পরীক্ষা এবং উচ্চমাধ্যমিকের বাকি পরীক্ষাগুলো না নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ । দেশের ও রাজ্যের করুণা পরিস্থিতি, 26 জুন 2020 এর সুপ্রিম কোর্টের রায় এবং পরীক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার কথা ভেবেই ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ এমন সিদ্ধান্ত গ্রহণ করেছেন ।
মাধ্যমিকের ফলাফল ঘোষণা করা হচ্ছে 3 জুলাই এবং বাকি পরীক্ষাগুলি এর ফলাফল জুলাই মাসের মধ্যেই ঘোষণা করা হবে । বাতিল হওয়া পরীক্ষাগুলির মূল্যায়ন পদ্ধতি আগামী কয়েকদিনের মধ্যে পরিষদের পক্ষ থেকে ঘোষণা করা হবে ।
মাধ্যমিক পরীক্ষার ফলাফল সকাল 9 টায় ঘোষণা করা হবে পর্ষদের মিলনায়তনে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এবং 9:45 থেকে শিক্ষার্থীরা ওয়েবসাইটের মাধ্যমে এবং এসএমএসের মাধ্যমে প্রভিশনাল রেজাল্ট দেখতে পারবেন ।
যেসব ওয়েবসাইট থেকে রেজাল্ট দেখা যাবে সেগুলো হলোঃ 
www.tripura.nic.in (ওয়েবসাইটে সমস্যা আছে)

শিক্ষার্থীরা SMS করেও রেজাল্ট জানতে পারেন । শুধুমাত্র নতুন সিলেবাস মাধ্যমিক পরীক্ষার ফলাফল জানতে হলে টাইপ করুন TBSE10 তারপর স্পেস দিয়ে রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বার টাইপ করে 7738299899 এই নম্বরে এসএমএস পাঠাতে হবে , তাহলে সঙ্গে সঙ্গে রিপ্লাই আসবে আপনার রেজাল্ট ।মনে রাখবেন রেজিস্ট্রেশন নাম্বার এবং রোল নাম্বার এর মধ্যে কোন স্পেস থাকবে না।
 উদাহরণস্বরূপ কোন শিক্ষার্থীর যদি রেজিস্ট্রেশন নাম্বার হয় 27514 এবং রোল নাম্বার হয় 29137 তবে এসএমএস করবে এইভাবে:
TBSE10 2751729137
তারপর সেটা পাঠিয়ে দেবে 7738299899 এই নাম্বারে ।

স্টাডি সংক্রান্ত সমস্ত ধরনের লেটেস্ট নিউজ পাবার জন্য আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Monday, June 29, 2020

June 29, 2020

একটু খেলো, একটু পড়ো , শিক্ষক- শি‌‌ক্ষিকা ও অভিভাবকদের প্রতি একটি খোলা আবেদন ।

প্রধানশিক্ষক/ ভা:প্রা: প্রধানশিক্ষক/ সহকারী শিক্ষক- শি‌‌ক্ষিকা ও অভিভাবকদের প্রতি একটি খোলা আবেদন :
_________________________
একটু খেলো, একটু পড়ো
        *******************
             সবাই অবগত আছেন যে, COVID-19 বর্তমান বিশ্বে ত্রাস সৃষ্টি করেছে। এই ভয়াবহ পরিস্থিতিতে সারা দেশের সাথে আমাদের পার্বত্য ত্রিপুরা রাজ্যের সব স্কুল- কলেজগুলিও গত মার্চ মাস থেকে বন্ধ হয়ে আছে। তাই ছাত্র- ছাত্রীরা বিদ্যালয়ে আসা- যাওয়া, লেখা- পড়া ও খেলা ধূলা করতে পারছে না। শিক্ষাগুরুদের সাথে শিক্ষার্থীদের দীর্ঘদিন ধরে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে আছে। যার নেতিবাচক প্রভাব পড়ছে আমাদের প্রিয় ছাত্র ছাত্রীদের মধ্যে। এই রূপ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য, ছাত্র - ছাত্রীদের মানসিক অবস্থার কথা চিন্তা করে তাদের স্বাভাবিক ছন্দে ফেরানোর জন্য  আমাদের রাজ্য সরকার তথা শিক্ষা দপ্তর বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছেন। এর মধ্যে  রয়েছে : 
 
 ১) রাজ্যের প্রখ্যাত শিক্ষকদের Video Recording  ক্লাস
২) YouTube চ্যানেলের মাধ্যমে ক্লাস। 
৩) বিভিন্ন T.V চ্যানেলে সম্প্রচারিত LIVE Class ইত্যাদি।
        এছাড়াও শিক্ষার্থীদের পড়ার প্রতি ঘুমন্ত আগ্রহটাকে জাগিয়ে তুলতে , পড়ার প্রতি তাদের উৎসাহ বাড়াতে, তারা যাতে ঘরে বসে পড়তে পারে, শিখতে পারে, সিলেবাসটা এগিয়ে রাখতে পারে সেদিকে লক্ষ্য রেখে ছাত্র - ছাত্রীদের স্বার্থে  রাজ্যের প্রাথমিক শিক্ষা দপ্তর নতুন দিশা প্রকল্পের আওতায় বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছেন। এরই অঙ্গ হিসেবে সম্প্রতি চালু হয়েছে "একটু খেলো, একটু পড়ো"।
        এই প্রকল্প হলো ছাত্র- শিক্ষক ও অভিভাবকদের মধ্যে  সুসম্পর্ক গড়ে তোলার একটি উত্তম প্রয়াস। এর মাধ্যমে রাজ্যের প্রাথমিক স্তরের ছাত্র - ছাত্রীদের মোবাইল ম্যাসেজের মাধ্যমে প্রতিদিন শিক্ষা দানের ব্যবস্থা রয়েছে। করোনা মহামারীর  আতঙ্কে ভীত - সন্ত্রস্ত পরিবেশ থেকে ছেলে- মেয়েদের বের করে এনে লেখাপড়ায় আকৃষ্ট করা একটা বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবেলার  জন্য একটু খেলা, একটু  মজা বা আনন্দের মাধ্যমে শিক্ষা  দানের জন্য বিভিন্ন Fun - cum- learning Video  তৈরী করা হয়েছে এবং এই গুলো  WhatsApp Groups  - এ পোষ্ট করা হচ্ছে। এর মাধ্যমে ছেলে মেয়েদের কাছে প্রতিদিন একটি করে শিক্ষামূলক কাজ দেওয়া হবে। এই কাজের মধ্য দিয়ে তারা ভাষা, গণিত ও বিজ্ঞান শিখতে পারবে। এই কাজে তারা তাদের পরিবারের অন্য সদস্যদের এবং পাড়া প্রতিবেশীদেরও  যুক্ত করতে পারবে। যাদের বাড়িতে T.V ও মোবাইল নেই, তাদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারেন স্থানীয় পঞ্চায়েত সদস্য, সমাজকর্মী ও গ্রামের বিশিষ্ট ব্যক্তিবর্গ। এতে সবার মধ্যে একটা মধুর সম্পর্ক , শিক্ষামূলক সদর্থক যোগসূত্র রচিত হবে । এর মাধ্যমে শিক্ষা ব্যবস্থায় একটু গতি বাড়বে বলে আশা করি।
 এখানে উল্লেখ করা যায় যে, বাড়িতে বসে পড়াশোনা চালিয়ে যাওয়ার  জন্য ইতিমধ্যেই ছাত্র- ছাত্রীদের সমগ্র শিক্ষা প্রকল্পের  আওতায় পাঠ্যপুস্তক  সরবরাহ করা হয়েছে । অপুষ্টিজনিত কারণে লেখাপড়া যাতে বিঘ্নিত না হয় তার জন্য Mid- day- Meals প্রকল্পে ছাত্র- ছাত্রীদের (১ম থেকে  ৮ম শ্রেণী) বা তাদের মা/ বাবার ব্যাঙ্ক অ্যাকাউন্ট - এ নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করা হয়েছে।  
         শিক্ষা দপ্তরের এই মহতী প্রয়াস সফল করতে  প্রতিটি জেলার J.B, S.B, High &  H.S Schools - এর প্রধান শিক্ষক / ভা: প্রা: প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক- শি‌‌ক্ষিকাদের দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রদত্ত নির্দেশাবলী পুঙ্খানুপুঙ্খ রূপে অনুসরণ ও বাস্তবায়ন করার জন্য সচেষ্ট হতে হবে। মনে রাখতে হবে, কিছু কিছু ক্ষেত্রে আমাদের অবস্থান হয়তো ভালো আছে। কিন্তু অনেক ‌ক্ষেত্রেই  আমাদের আরো অনেক ভালো করার সুযোগ রয়েছে এবং এর প্রয়োজনও আছে। আশার কথা হলো, করোনা মহামারীর আবহে ছেলে - মেয়েদের আশার আলো দেখাতে সহকর্মীরা উদার মনের পরিচয় দিচ্ছেন। জেলা স্তরেও YouTube Channel ও Facebook page - এর মাধ্যমে শিক্ষার্থীদের জন্য বিদ্যালয় শিক্ষকদের Video Recording Class প্রচারিত হচ্ছে এবং  Local Cable TV Channels - এর মাধ্যমে  online  Live Class  সম্প্রচারিত হচ্ছে। এই ক্ষেত্রে Local  Cable Channel - এর কর্তৃপক্ষরা যথেষ্ট উদারতা দেখিয়েছেন। তাদের সাধুবাদ জানাত হয় ।
          এই শিক্ষা প্রকল্পটিকে  প্রতিটি জেলায় সার্থকভাবে রূপায়নের জন্য BRC Coordinators এবং CRC Coordinators সহ  KRP, BRP , CRP ও Lead KRP( A.C ) -দেরও  ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অনুসারে নির্ধারিত সময়ের মধ্যে নির্ধারিত কাজগুলো করতে হবে।
         এই কাজ  প্রতিটি বিদ্যালয়ে সঠিকভাবে বাস্তবায়নের জন্য নিয়মিত পর্যবেক্ষণ , পর্যালোচনা, তদারকি ও উপযুক্ত সহায়তা প্রদান করার জন্য বিদ্যালয় পরিদর্শকদের সদা সচেষ্ট হতে হবে।
      সর্বোপরি, শিক্ষা দপ্তরের এই মহতী প্রয়াসে প্রয়োজনীয় সাহায্য সহযোগিতা করার জন্য SMC - র সকল সদস্য, অভিভাবক মণ্ডলী ,সমাজকর্মী ও সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গের সহযোগিতা বিনীতভাবে কাম্য।  
          আসুন, আমরা সবাই মিলে এক সাথে কাজ করি। ত্রিপুরার শিক্ষার্থীদের জন্য সদর্থক  ভূমিকা পালন করি। একটু খেলো, একটু পড়ো  প্রকল্পটিকে সফল করি।



শিক্ষা সংক্রান্ত সমস্ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেইজ লাইক করুন ।
June 29, 2020

26_06_2020 Online Classes Video

#26_06_2020 
Online Classes Video Links 👇

Classes 4,5
চতুর্থ ও পঞ্চম শ্রেণীর গণিত অনলাইন ক্লাসে আজকে ভাগ কিভাবে করতে হয় সেটা শেখানো হয়েছে ভাগ এর এটা ছিল দ্বিতীয় ক্লাস প্রথম ক্লাস টি 25 জুনের পোস্টে পাবেন এবং পরবর্তী ক্লাসটি 27 জুনের পোস্টে পাবেন ।

Class 6
ষষ্ঠ শ্রেণির গণিত অনেক আছে আজকে বীজগণিত একাদশ অধ্যায় পৃষ্ঠা সংখ্যা 276 এর অংক সমাধান করা হয়েছে । ক্লাস করেছেন শিক্ষক ননীগোপাল দেবনাথ । প্রথমে একটি মজার গল্প বললেন তারপর গণিত এর দিকে এগুলেন । আপনারা সেই মজার গল্প শুনতে পারেন, অংক গুলো করে নিতে পারেন

Class 7
সপ্তম শ্রেণীর ভূগোল অনলাইন ক্লাসে আজকে বায়ুচাপ অধ্যায়টি আলোচনা করা হয়েছে । বায়ুচাপ, বায়ুর চাপ মাপক যন্ত্রের নাম কি ? বায়ুর চাপ বাড়লে কি হয় ? বায়ুর চাপ কমলে কি হয় ? ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে ।

Class 8
অষ্টম শ্রেণীর অনলাইন কাছে আজকেই বিজ্ঞান এর একটি অধ্যায় চাপ ও বল বা ফোর্স এন্ড প্রেসার বা Force and Pressure   অধ্যায়টি আলোচনা করা হয়েছে বিজ্ঞানের গুরুত্বপূর্ণ অধ্যায় অষ্টম শ্রেণি নবম এবং দশম শ্রেণীতে কিভাবে প্রয়োজনীয় নিচের লিংকে ক্লিক করে দেখে নিন এবং গুরুত্বপূর্ণ অধ্যায় থেকে শিখতে হবে শিখে নিন ।

Class 9
নবম শ্রেণীর গণিত অনলাইন ক্লাসে আজকে জ্যামিতি এর একটি অধ্যায় রেখা ও কোণ  এর অনুশীলনী 6.2 পড়ানো হয়েছে । গাণিতিক সমস্যার সমাধান করে দিয়েছেন শিক্ষক মিঠুন দেবনাথ।  নতুন সিলেবাস এর অন্তর্গত গণিতের এই অধ্যায়টি নিচের লিংকে ক্লিক করে দেখে নিন ।

Class 10
দশম শ্রেণীর পদার্থবিদ্যা অনলাইন ক্লাসে আজকে আলো অধ্যায়টি আলোচনা করা হয়েছে । আলোচনা করেছেন শিক্ষক ননীগোপাল দেবনাথ । দৃষ্টি নিউজ চ্যানেলে প্রচার করা হয়েছিল । নতুন সিলেবাসের অন্তর্গত সেটি দেখে নিন ।

Class 12
দ্বাদশ শ্রেণির পদার্থবিজ্ঞান অনলাইন ক্লাসে আজকে Magnetic Effect of Fields বা তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া পদ্ধতি আলোচনা করা হয়েছে নতুন সিলেবাস এর অন্তর্গত পদার্থবিজ্ঞানের গুরত্বপূর্ন অধ্যায়টি নিচের লিংকে ক্লিক করে দেখে নিন ।

এভাবে প্রতিদিনের অনলাইন ক্লাসের লাইভ আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ।

 ছাত্র-ছাত্রীরা শিক্ষার ক্ষেত্রে আরও একধাপ যাতে এগিয়ে যেতে পারে, সেই উদ্দেশ্যে শিক্ষা সংক্রান্ত সমস্ত ধরনের আপডেট পেতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন ।

Sunday, June 28, 2020

June 28, 2020

25_06_2020 Online Classes Video

#25_06_2020
 Online Classes Video Links 👇

Classes 1,2,3
প্রথম দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর বেসিক ইংরেজী অনলাইন ক্লাসে আজকে Letter, Sentence, Word Formation দেখানো হয়েছে পোস্টটি করেছেন শিক্ষিকা বিনা দেবী হরিজন । নিচের লিংকে ক্লিক করে আপনি চাইলে দেখে নিতে পারেন ।

Classes 4,5
চতুর্থ শ্রেণীর গণিত অনলাইন ক্লাসে আজকে ভাগ কিভাবে করতে হয় সেটা শেখানো হয়েছে । এটা হচ্ছে ভাগ এর প্রথম ক্লাস,  ভাগ এর দ্বিতীয় ক্লাস পাবেন 26 জুনের পোস্টে।

Class 6
ষষ্ঠ শ্রেণির অনলাইন ক্লাসে আজকে ইতিহাস প্রথম অধ্যায় আলোচনা করা হয়েছে কি, কেন ,কখন ও কিভাবে অধ্যায় আলোচনা করেছেন শর্মিষ্ঠা রায় এর পরবর্তী অংশ আপনারা পাবেন 27 জুন এর পোস্টে । ক্লাস সম্প্রচার করা হয়েছিল নিউজ আইকন টিভি চ্যানেলে ।

Class 7
সপ্তম শ্রেণীর সমাজবিদ্যা অনলাইন ক্লাসে আজকে ভূগোল পড়ানো হয়েছে । ভূগোলের জল অধ্যায়টি বিশেষভাবে আলোচনা করা হয়েছে । সেই আলোচনাটি নিচের লিংকে ক্লিক করে আপনি দেখে নিতে পারেন ।

Class 8
অষ্টম শ্রেণীর গণিত অনলাইন ক্লাসে আজকে রৈখিক সমীকরণ গঠন এবং তার সমাধান কিভাবে করতে হয় তা আলোচনা করা হয়েছে । রৈখিক সমীকরণ গঠন নিয়ে আগেও একটা ক্লাস রয়েছে যেটি 24 জুনের পোস্টে পাবেন । এই ক্লাসটি দেখার আগে শিক্ষার্থীদের আগের ক্লাসটি দেখে নেওয়া উচিত ।

Class 10
দশম শ্রেণির ইংরেজি অনলাইন ক্লাসের আজকে The Trees কবিতাটি পড়ানো হয়েছে । পড়িয়েছেন শিক্ষিকা শবনম দেব । Pb24 এর এক্সট্রা ক্লাসে সেটা দেখানো হয়েছিল । নতুন সিলেবাস এর অন্তর্গত এই অধ্যায়টি দেখে নিন ।

Class 12
দ্বাদশ শ্রেণীর কলা বিভাগের রাষ্ট্রবিজ্ঞান অনলাইন ক্লাসে আজকে ঠান্ডা যুদ্ধের যুগ আলোচনা করা হয়েছে । ক্লাস করিয়েছেন শিক্ষক কৃৃষ্ণজিত পাল । নতুন সিলেবাস এর অন্তর্গত এই অধ্যায়টি প্রচার করা হয়েছিল হেডলাইনস ত্রিপুরা নিউজ চ্যানেল ।


প্রতিদিনের অনলাইন ক্লাসের আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ।

Saturday, June 27, 2020

June 27, 2020

24_06_2020 Online Classes Video

#24_06_2020 
Online Classes Video Links 👇


Classes 4,5
চতুর্থ শ্রেণীর গণিত অনলাইন ক্লাসে আজকে ভগ্নাংশ ও ভগ্নাংশের যোগ, বিয়োগ ইত্যাদি আলোচনা করা হয়েছে ।ভগ্নাংশ নিয়ে আলোচনা এটা ছিল দ্বিতীয় অংশ , আগে একটা ক্লাস রয়েছে যেটা আগের দিনের লিঙ্কগুলোতে পেয়ে যাবেন ।

Class 6
ষষ্ঠ শ্রেণির অনলাইন ক্লাসে আজকে বিজ্ঞান তন্তু থেকে কাপড় তৃতীয় অধ্যায়ে আলোচনা করা হয়েছে আপনারা সেখান থেকে জানতে পারবেন কাপড় কি কিভাবে কাপড় তৈরি করা হয় কি কি বস্তু থেকে কাপড় তৈরি করা হয় কাপড়ের ধরন কি কি ইত্যাদি বিষয়গুলিকাজ করিয়েছেন শিক্ষিকা অপর্ণা গাঙ্গুলী নিউজ আইকন টিভি চ্যানেলে প্রচার করা হয়েছিল ।

Class 7
সপ্তম শ্রেণির ইংরেজি অনলাইন ক্লাসে আজকে The Rebel কবিতাটি আলোচনা করা হয়েছে আলোচনা করেছেন শিক্ষিকা অন্যা বণিক ।

Class 8
অষ্টম শ্রেণীর গণিত অনলাইন কাছে আছে বীজগণিতের অংশ রৈখিক সমীকরণ গঠন কিভাবে করতে হয় তা শেখানো হয়েছে আজকে প্রথম পাট আলোচনা করা হয়েছে 25 জুন এর পোস্টে এর দ্বিতীয় পাঠ পাবেন ।

Class 9
নবম শ্রেণীর গণিত অনলাইন ক্লাসে আজকে জ্যামিতি এর একটি অধ্যায় রেখা ও কোণ  এর অনুশীলনী 6.1 পড়ানো হয়েছে । গাণিতিক সমস্যার সমাধান করে দিয়েছেন শিক্ষক মিঠুন দেবনাথ।  নতুন সিলেবাস এর অন্তর্গত গণিতের এই অধ্যায়টি নিচের লিংকে ক্লিক করে দেখে নিন ।

CLASS 10
Subject : Science ( Chemistry)
Second Chapter 
Acids,Bases and Salts
Part : 7
Teacher: Sanghita Bhattacharjee
দশম শ্রেণী 
বিষয় : বিজ্ঞান (রসায়ন) 
দ্বিতীয় অধ্যায়। 
অম্ল,ক্ষারক ও লবন
ভাগ:৭
শিক্ষিকা : সংহিতা ভট্টাচার্য্য।

Class 12
দ্বাদশ শ্রেণির বাংলা অনলাইন ক্লাসে আজকে বাহুবল ও বাক্যবল এই অধ্যায়টি আলোচনা করা হয়েছে । নতুন SCERT সিলেবাস এর অন্তর্গত এই ক্লাসটি নিচের লিংকে ক্লিক করে আপনি দেখে নিতে পারেন ।

Wednesday, June 24, 2020

June 24, 2020

23_06_2020 Online Classes Video

#23_06_2020 
Online Classes Video Links 👇

Classes 1,2,3
প্রথম দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির ইংরেজি ক্লাস করেছেন শিক্ষিকা বিনা দেবী হরিজন।প্রাথমিক শিক্ষার্থীদের বেসিক ইংরেজি নিয়ে আলোচনা করা হয়েছে ।

Classes 4,5
চতুর্থ পঞ্চম শ্রেণির গণিত অনলাইন ক্লাসে আজকে জ্যামিতিক আকৃতির প্রাথমিক ধারণা অধ্যায়টি আলোচনা করা হয়েছে ।আলোচনা করেছেন শিক্ষক ননীগোপাল দেবনাথ ।

Class 6
ষষ্ঠ শ্রেণির বিজ্ঞান ক্লাস আজকে বিজ্ঞানের প্রথম অধ্যায় খাদ্য কোথা থেকে আসে সেটা আলোচনা করা হয়েছে ।আলোচনা করেছেন শিক্ষক সোমনাথ ভৌমিক । নিউজ আইকন চ্যানেলে প্রচার করা হয়েছিল।

ষষ্ঠ শ্রেণির গণিত অনলাইন কাছে আজকে পরিমিতি , ক্ষেত্রফল নির্ণয় করা পদ্ধতি আলোচনা করা হয়েছে এবং অনুশীলনীর সমস্যার সমাধান করা হয়েছে  । ক্লাস করেছেন শিক্ষক ননীগোপাল দেবনাথ ।নিউজ আইকন চ্যানেলে ক্লাসটি প্রচার করা হয়েছিল।

Class 7
সপ্তম শ্রেণীর গণিত এর আজকের সরল সমীকরণ এবং সমীকরণের সমাধান পদ্ধতি আলোচনা করা হয়েছে ।

Class 8
অষ্টম শ্রেণীর গণিত অনলাইন কাছে আজকে রৈখিক সমীকরণ গঠন ও তার সমাধান বিষয়টি আলোচনা করা হয়েছে ।

Class 9
নবম শ্রেণীর গণিত অনলাইন ক্লাস আজকে জ্যামিতির একটি অধ্যায় রেখা ও কোন  অনুুুুশীলনী ৬.১ আলোচনা  করা হয়েছে । এই অধ্যায়ের যে  বিষয়গুলো প্রাথমিকভাবে শেখা দরকার, সেই জিনিসগুলোকে আলোচনা করা হয়েছে । যেমন সূক্ষকোণ, স্থূলকোণ, সন্নিহিত কোণ বিপ্রতীপ কোণ, প্রবৃদ্ধ কোণ ইত্যাদি ।

Class 10
দশম শ্রেণীর বাংলা  আজকে সমাস নিয়ে আলোচনা করা হয়েছে । সমাস নিয়ে আলোচনায় এটা  হচ্ছে তৃতীয় পাঠ, আগে দুটো পাঠ রয়েছে যেগুলো আগের দিনের ভিডিওটি দেখলেই পেয়ে যাবেন ।

Class 12
দ্বাদশ শ্রেণীর অনলাইন ক্লাসে আজকে বাংলা বিষয়ে আলোচনা করা হয়েছে । যুদ্ধ কেনো কবিতা নিয়ে আজকের এই আলোচনা টি দেখে নিন ।


প্রতিদিনের অনলাইন ক্লাস এর আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ।
June 24, 2020

22_06_2020 Online Classes Video

#22_06_2020 
Online Classes Video Links 👇


Classes 4,5
চতুর্থ ও পঞ্চম শ্রেণীর অনলাইন গণিত ক্লাস আজকের নামতা কিভাবে শিখতে হয় সেটা বুঝিয়ে দেয়া হয়েছে।

Class 6
ষষ্ঠ শ্রেণির ইংরেজি আমার ক্লাসে আজকে A Table of two Birds অধ্যায়টি পড়ানো হয়েছে গুরুত্বপূর্ণ সেটা নিচের লিংকে ক্লিক করে আপনি দেখে নিতে পারেন এবং সেখান থেকে শিখতে হবে সেগুলো শিখে নিতে পারেন ।

Class 7
সপ্তম শ্রেণি অনলাইন ক্লাস আজকে সমাজ বিদ্যার একটি অংশ ভূগোল পড়ানো হয়েছে ভূগোলর মধ্যে বায়ু অধ্যায়টি বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে ।

Class 8
অষ্টম শ্রেণীর বিজ্ঞান ক্লাসে আজকে ফসল উৎপাদন ও তার ব্যবস্থাপনা বিষয়টি আলোচনা করা হয়েছে বিজ্ঞানের মধ্যে জীববিজ্ঞানের অংশ এটি ।

Class 10
দশম শ্রেণির ইংরেজি অনলাইন ক্লাসে আজকে Foot Print without Feet  অধ্যায়টি পড়ানো হয়েছে নতুন সিলেবাস এর অন্তর্গত গুরুত্বপূর্ণ অধ্যায়টি নিচের লিংকে ক্লিক করে দেখে নিন ।

Class 12
দ্বাদশ শ্রেণির পদার্থবিজ্ঞান অনলাইন ক্লাসে আজকে মানব চক্ষু (Optical Instrument and Human Eye) নিয়ে বিস্তারিত ভাবে আলোচনা করেছেন শিক্ষক ননীগোপাল দেবনাথ । ক্লাসটি প্রচার করা হয়েছিল PB 24 টিভি চ্যানেলে।

এবার  লাইভ  আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব  করুন 

Tuesday, June 23, 2020

June 23, 2020

21_06_2020 Online Classes Video

#21_06_2020 
Online Classes Video Links 👇

Classes 1,2,3
প্রথম দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর অনলাইন ইংরেজি ক্লাসে আজকে ইংরেজি ব্যাকরণের প্রাথমিক ধারণা নিয়ে আলোচনা করা হয়েছে,  যেটা শিক্ষার্থীদের অবশ্যই জানা উচিত ভালোভাবে ইংরেজি জানার জন্য ।

Class 4,5
চতুর্থ ও পঞ্চম শ্রেণীর গণিত অনলাইন ক্লাসে আজকে ভাগ এর পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়েছে ।

Class 6
ষষ্ঠ শ্রেণির গণিত অন্যের কাছে আজকে জ্যামিতির প্রাথমিক ধারণা বিষয়টি আলোচনা করা হয়েছে বিভিন্ন জ্যামিতিক চিত্র এবং তাদের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।


Class 7
সপ্তম শ্রেণীর গণিত অলিম্পিয়াডের আজকে বিভিন্ন বীজগাণিতিক রাশির মধ্যে তুলনা অধ্যায়টি আলোচনা করা হয়েছে। 

Class 8
অষ্টম শ্রেণীর গণিত অনলাইন ক্লাসে আজকে মূলদ সংখ্যা দ্বিতীয় ভাগ আলোচনা করা হয়েছে । মূলদ সংখ্যা নিয়ে আগেে একটি ক্লাস  ছিল, তারপরে আলোচনাটা আজকে দিয়ে দিচ্ছি । আগের আলোচনাটা আগের দিনের লিংক গুলো দেখলে পেয়ে যাবেন , এই ধারণাটা শুধু অষ্টম শ্রেণীর জন্য নয়, নবম এবং দশম শ্রেণীতে প্রয়োজন রয়েছে ।

Class 9
নবম শ্রেণির বাংলা অনলাইন ক্লাসে আজকে বাংলা ব্যাকরণ আলোচনা করা হয়েছে । বিশেষ করে উপসর্গ ও অনুসর্গ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে ।আজকে বাংলা ব্যাকরণ এর গুরুত্বপূর্ণ অংশ নবম শ্রেণি , দশম শ্রেণী ও মাধ্যমিকের জন্য অত্যন্ত প্রয়োজনীয় ।

Clas 10
দশম শ্রেণীর বাংলা অনলাইন ক্লাস আজকে বাংলা ব্যাকরণ আলোচনা করা হয়েছে । সমাস নিয়ে আগের একটা আলোচনা ছিল, আজকে দ্বিতীয় আলোচনা । আগের দিনের ভিডিওতে দেখতে পাবেন পার্ট ১,  আজকের  সমাস পার্ট ২ আলোচনা দেখে নিন ।

Class 12
দ্বাদশ শ্রেণির বাংলা অনলাইন ক্লাসে আজকে অন্নদাদিদি কবিতাটি পড়ানো হয়েছে ।


প্রতিদিনের অনলাইন ক্লাসের আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ।


Regards
SMDN Tutorial
June 23, 2020

20_06_2020 Online Classes Video

#20_06_2020 
Online Classes Video Links 👇

Classes 4,5
চতুর্থ ও পঞ্চম শ্রেণির ইংরেজি অনলাইন ক্লাসে Parts of Speech- Part 2 আলোচনা করা হয়েছে । প্রথম পার্ট আগেই দেয়া হয়েছিল, আগের দিনের ক্লাসগুলোতে প্রথম পার্ট পেয়ে যাবেন । আজকে আমরা দ্বিতীয় পাঠ দিয়ে দিচ্ছি, ব্যাকরণ এর এই গুরুত্বপূর্ণ অংশটি নিচের লিংকে ক্লিক করে আপনি দেখে নিতে পারেন।

Class 6
ষষ্ঠ শ্রেণির অনলাইন ক্লাসে আজকে বিজ্ঞানের আলো, ছায়া ও প্রতিফলন বা Light, Shadow and Reflection  অধ্যায়টি আলোচনা করা হয়েছে ।


Class 7
সপ্তম শ্রেণীর জন্য ক্লাসে আজকে Bringing up Kari অধ্যায়টি আলোচনা করা হয়েছে । নিচে দেওয়া লিংকে ক্লিক করে আপনি দেখতে পারেন ।


Class 8
অষ্টম শ্রেণির বিজ্ঞান অনলাইন ক্লাসে আজকে রসায়নবিদ্যার একটি অংশ ধাতু ও অধাতু অধ্যায়ে আলোচনা করা হয়েছে । ধাতু  ও অধাতুর বৈশিষ্ট্য , ধাতুর ও অধাতুর ব্যবহার ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা দেখে নিন।


Class 10
দশম শ্রেণির ইংরেজি মানে ক্লাসে আজকে A Letter to God অধ্যায়টি পড়ানো হয়েছে । পাঠদান করেছেন শিক্ষিকা শবনম দেব । নতুন সিলেবাস এর অন্তর্গত সেই গুরুত্বপূর্ণ অধ্যায়টি দেখে নিন এবং সেখান থেকে প্রয়োজনীয় জিনিস গুলো শিখে নিন ।


Class 12
দ্বাদশ শ্রেণির ইংরেজি অনলাইন ক্লাসে আজকে Deep Water  অধ্যায়টি পড়ানো হয়েছে গুরুত্বপূর্ণ সেটি নিচের লিংকে ক্লিক করে দেখে নিন ।

প্রতিদিনের অনলাইন কাজের আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব  করুন ।

Regards
SMDN Tutorial

Sunday, June 21, 2020

June 21, 2020

19_06_2020 Online Classes Video

#19_06_2020

All Available online Classes Video Links 👇

Classes 1,2,3
প্রথম দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির বেসিক ইংরেজি অনলাইন ক্লাসে আজকে The Rainy Day বা বৃষ্টির দিন টপিকটি কে নিয়ে আলোচনা করা হয়েছে ।

Classes 4,5
চতুর্থ ও পঞ্চম শ্রেণির ইংরেজি অনলাইন ক্লাসে আজকে Was, Were এর ব্যবহার  নিয়ে আলোচনা করা হয়েছে ব্যাকরণের এই গুরুত্বপূর্ণ অংশ শিক্ষার্থীদের পরবর্তী শ্রেণীতেও প্রয়োজন রয়েছে নিচের লিংকে ক্লিক করে সেই আলোচনাটি দেখে নিতে পারেন ।

Class 7
সপ্তম শ্রেণির ইংরেজি অনলাইন ক্লাসে আজকে The Desert অধ্যায়টি সুন্দরভাবে আলোচনা করা হয়েছে । সেই আলোচনাটি নিচের লিংকে ক্লিক করে আপনি এখনি দখে নিতে পারেন

Class 8
অষ্টম শ্রেণীর বিজ্ঞান অনেপ্লাসে আজকে কৃত্রিম তন্তু ও প্লাস্টিক বা  Synthetic Fiber and Plastic অধ্যায়টি আলোচনা করা হয়েছে ।

Class 10
দশম শ্রেণির বিজ্ঞান অনলাইন ক্লাসে আজকে রসায়নবিদ্যা পড়ানো হয়েছে , রাসায়নিক বিক্রিয়া ও তার ধরন নিয়ে আলোচনা করা হয়েছে। আলোচনা করেছেন শিক্ষক বিশ্বজিৎ চৌধুরী ।

Class 12
দ্বাদশ শ্রেণীর ভূগোল অনলাইন কাছে আজকের মানব ভূগোলের মূল তথ্য বিষয়টি নিয়ে বিস্তারিত ভাবে আলোচনা করা হয়েছে ।

দ্বাদশ শ্রেণীর বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য একাউন্টান্সি এর একটি ক্লাস রয়েছে সেখানে পার্টনারশিপ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে ।

প্রতিদিনের অনলাইন কাছের আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ।

Regards
SMDN Tutorial

Saturday, June 20, 2020

June 20, 2020

18_06_2020 Online Classes Video

#18_06_2020
All Available online Classes  

Classes 1,2,3
প্রথম দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর অনলাইন ক্লাসে আজকে বেসিক ইংলিশ নিয়ে আলোচনা করা হয়েছে আলোচনা করেছেন শিক্ষিকা বিনা দিবি হরিজন' সেটা অবশ্যই শিক্ষার্থীদের দেখে নেওয়া উচিত ।

Classes 4,5
চতুর্থ ও পঞ্চম শ্রেণীর গণিত ক্লাসে আজকে উৎপাদক ও উৎপাদকে বিশ্লেষণ নিয়ে বিস্তারিত ভাবে আলোচনা করা হয়েছে । শুধুমাত্র চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর জন্য নয় উৎপাদক এর ধারণা পরবর্তী ক্লাস গুলোতে খুবই গুরুত্বপূর্ণ । নিচের লিংকে ক্লিক করে উৎপাদকের সেই ক্লাস দেখে নিতে পারেন।

Class 6
ষষ্ঠ শ্রেণির ইংরেজি অনলাইন ক্লাসে আজকে আলোচনা করা হয়েছে A House A Home অধ্যায়টি । নিচের লিংকে ক্লিক করে সেই ভিডিওটি দেখুন।

Class 7
সপ্তম শ্রেণির ইংরেজি অনলাইন ক্লাসে আজকে ইংরেজি ব্যাকরণের অংশ Subject-Verb Agreement আলোচনা করা হয়েছে । পাঠ দান করেছেন শিক্ষিকা বিনা দেবী হরিজন । গুরুত্বপূর্ণ এই অংশটি শুধুমাত্র সপ্তম শ্রেণীর জন্য নয় ,পরবর্তীতেও খুবই প্রয়োজনীয়।  নিচের লিংকে ক্লিক করে দেখে নিন।

Class 8
অষ্টম শ্রেণির বিজ্ঞান অনলাইনে ক্লাসে আজকে আলোচনা করা হয়েছে আণুবীক্ষণিক জীব বন্ধু ও শত্রু  বা Micro Organism Friend and Foe ।জীববিজ্ঞানের অধ্যায়টি দেখতে নিচের লিংকে ক্লিক করুন ।

Class 9
নবম শ্রেণির ইংরেজি অনলাইন ক্লাসে আজকে আলোচনা করা হয়েছে The Road not Taken অধ্যায়টি । আলোচনা করেছেন শিক্ষিকা শবনম দেব । নতুন সিলেবাস এর অন্তর্গত সেই ক্লাস টি নিচের লিিংকে ক্লিক করে করে দেখে নিন।

Class 10
দশম শ্রেণীর বাংলা অনলাইন ক্লাসে আজকে বাংলা সিলেবাস নিয়ে আলোচনা করা হয়েছে তৎসঙ্গে বাংলা ব্যাকরণের সন্ধি নিয়ে আলোচনা করা হয়েছে ।

Class 12
দ্বাদশ এর মনোবিজ্ঞান ক্লাস টি করিয়েছেন ডক্টর শুভাশিস মোদক । self-regulation নিয়ে আলোচনা করা হয়েছে । pb24 এক্সট্রা ক্লাস এখানে তুলে ধরা হলো ।

দ্বাদশ এর বাংলা অনলাইন ক্লাসে আজকে বাংলা ব্যাকরণ এর সমাস পড়ানো হয়েছে । ব্যাকরণের গুরুত্বপূর্ণ ক্লাস নিচে লিংকে ক্লিক করে আপনি দেখে নিতে পারেন ।


প্রতিদিনের ক্লাসের ভিডিও আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ।
June 20, 2020

17_06_2020 Online Classes Video

#17_06_2020 
All Available online Classes Video

Classes 4,5
গণিত অনলাইন ক্লাসে আজকে ভগ্নাংশ নিয়ে আলোচনা করা হয়েছে, সেটা বিগত দিনের আলোচনা করা হয়েছিল ।প্রথম অংশ সেখানে পাবেন, আজকে দ্বিতীয় অংশ এখানে তুলে ধরা হলো ।

Class 6
ষষ্ঠ শ্রেণির গণিত অধ্যায় ক্লাস দশম অধ্যায় পরিমিতি নিয়ে আলোচনা করা হয়েছে । পরিমিতির সূত্র গুলি জেনে নিন এবং তার মাধ্যমে কিভাবে সমাধান করতে হয় সেটা দেখে নিন।

 বিজ্ঞান অনলাইন ক্লাসে উদ্ভিদ কে জানুন এই বিষয়টি আলোচনা করা হয়েছে । সুন্দরভাবে উদ্ভিদের বিভিন্ন অংশ প্রদর্শনের মাধ্যমে বুঝিয়ে দেয়া হয়েছে ।সেই ক্লাসটা নিচের লিংকে ক্লিক করে দেখে নিন ।

Class 7
সপ্তম শ্রেণির ইংরেজি অনলাইন ক্লাসে আজ Three Questions অধ্যায়টির আলোচনা করা হয়েছে । পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সেই অধ্যায়টি আলোচনা দেখে নিন এবং সেখান থেকে কি কি জিনিস শিখতে হবে সেটা শিখে নিন।

Class 8
অষ্টম শ্রেণির বিজ্ঞান কাছে আজকে আলোক বা Light অধ্যায় নিয়ে আলোচনা করা হয়েছে ।

Class 9
নবম শ্রেণির ইংরেজি অনলাইন ক্লাসে আজকে The Lost Child অধ্যায়টি আলোচনা করা হয়েছে । আলোচনা করেছেন শিক্ষিকা বিনীতা চক্রবর্তী । নতুন সিলেবাস এর অন্তর্গত নিচের লিংকে ক্লিক করে দেখে নিন ।

Class 10
দশম শ্রেণির ইংরেজি অনলাইন ক্লাসে আজ  আলোচনা করা হয়েছে From the Diary of Anne Frank . নতুন সিলেবাস এর অন্তর্গত সে ক্লাসটি করেছেন শিক্ষিকা শবনম দেব । নিচের লিংকে ক্লিক করে দেখে নিন।

Class 12
দ্বাদশ শ্রেণির বাংলা অনলাইন ক্লাসে আজ আগামী কবিতাটি নিয়ে আলোচনা করা হয়েছে । সেই আলোচনা টি দেখে নিন ।
June 20, 2020

16_06_2020 Online Classes Video

#16_06_2020 
Online Classes Video Links 👇

Classes 4,5
চতুর্থ ও পঞ্চম শ্রেণির ইংরেজি অনলাইন ক্লাসে আজকে  পার্টস অফ স্পিচ _Parts of Speech নিয়ে আলোচনা করা হয়েছে । ব্যাকরণের এই গুরুত্বপূর্ণ অংশ সকল শিক্ষার্থীদের জানা উচিত । নিচের লিংকে ক্লিক করে দেখে নিন ।

চতুর্থ ও পঞ্চম শ্রেণীর গণিত অনলাইন কাছে আজকে ভগ্নাংশ নিয়ে বিস্তারিত ভাবে আলোচনা করা হয়েছে । দুটি অংশে বিষয়ে আলোচনা করা হয়েছে । আজকে প্রথম অংশ পাচ্ছেন, আগামীদিনের ক্লাসে দ্বিতীয় অংশ পেয়ে যাবেন । নিচে লিঙ্ক ক্লিক করে সেই আলোচনা টা দেখে নিন

Class 6
আজকে ষষ্ঠ শ্রেণির ইংরেজি অনলাইন ক্লাস করিয়েছেন শিক্ষিকা অলকানন্দা ভট্টাচার্যী । ক্লাসটি উপভোগ করুন নিচের লিঙ্কে ক্লিক করে।
#Alakananda Bhattacharjee

Class 7
সপ্তম শ্রেণির ইংরেজি অনলাইন ক্লাসে আজকে The Tiny Teacher অধ্যায়টি আলোচনা করা হয়েছে তোমাদের পিরিয়ডিক পরীক্ষায় ওই অধ্যায়টি থাকবে শিক্ষার্থীরা সে অধ্যায়টি আলোচনা দেখে সেখান থেকে প্রয়োজনীয় প্রশ্ন ও তার উত্তর শিখে নিতে পারেন ।

Class 8
অষ্টম শ্রেণীর গণিত অনলাইন ক্লাসে আজকে মূলদ সংখ্যা ,অমূলদ সংখ্যা ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়েছে । ক্লাসটি প্রচার করা হয়েছিল নিউজ ভ্যানগার্ড চ্যানেলে । নিচের লিংকে ক্লিক করে দেখে নিতে পারেন ।

Class 10
দশম শ্রেণীর ভূগোল অনলাইন ক্লাসে আজ খনিজ নিয়ে আলোচনা করা হয়েছে । আজ আলোচনা করেছেন শিক্ষিকা পায়েল নাথ । আওয়াজ ত্রিপুরা চ্যানেলে প্রচার করা হয়েছিল । সেই ক্লাস টি নিচের লিংকে ক্লিক করে দেখে নিন ।

Class 12
 রসায়নবিদ্যা অনলাইন ক্লাসে আজকে অস্বাভাবিক সংখ্যাগত ধর্ম নিয়ে আলোচনা করা হয়েছে । আলোচনা করেছেন শিক্ষক ধ্রুব সিনহা । গুরুত্বপূর্ণ অংশ নিচের লিঙ্কে গিয়ে দেখে নিন ।

বিগত দিনে ভূগোল এর World Population Part 1 আলোচনা করা হয়েছে । আজ World Population Part 2 আলোচনা করা হলো । নিচের লিঙ্ক থেকে ফাইলটি ওপেন করে দেখুন ।


প্রতিদিনের লাইভ ক্লাস এর আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইব করুন ।

Friday, June 19, 2020

June 19, 2020

15_06_2020 Online Classes Video

#15_06_2020 
Online Classes Video Links 👇

Class 12 
দ্বাদশ শ্রেণীর কলা বিভাগের ক্লাসে আজকে রাষ্ট্রবিজ্ঞান আলোচনা করা হয়েছে নতুন সিলেবাস এর অন্তর্গত তৃতীয় অধ্যায় আজকে আলোচনা করা হয়েছে ।কলা বিভাগের ছাত্রছাত্রীরা সে ক্লাস টি নিচের লিংকে ক্লিক করে দেখে নিতে পারেন ।

ভূগোল বিশ্বের জনসংখ্যা প্রথম অংশ নিয়ে আলোচনা করা হয়েছে । পুরো আলোচনাটি দুটি অংশে সম্পন্ন করা হয়েছে । পরের অংশ আগামী দিনের ক্লাসে পেয়ে যাবেন ।
World Population Part 1

Class 10
দশম শ্রেণীর বাংলা অনলাইন ক্লাসে আজকে অন্নপূর্ণা ও ঈশ্বরী পাটনী কবিতাটির বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে । মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই অধ্যায় দেখে নিন।

Class 9
নবম শ্রেণির বিজ্ঞান অনলাইন ক্লাসে আজকে রসায়নবিদ্যা অংশের অনু পরমানু তাদের সংকেত চিহ্ন ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়েছে । গুরুত্বপূর্ণ অধ্যায়টি নিচের লিংকে ক্লিক করে দেখে নিন ।

Class 8
অষ্টম শ্রেণীর গণিত অনলাইন ক্লাসে আজকে মূলদ সংখ্যা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় । এই অধ্যায়টি শুধুমাত্র অষ্টম শ্রেণী নয়, নবম এবং দশম শ্রেণীতেও রয়েছে । গুরুত্বপূর্ণ এই অধ্যায়টি এক্ষনি দেখে নিন।

Class 7
সপ্তম শ্রেণির ইংরেজি অনলাইন ক্লাসে আজকে Tense আলোচনা করা হয়েছে । আলোচনা করেছেন শিক্ষিকা বিনা দেবী হরিজন । গুরুত্বপূর্ণ বিষয়টি নিচের লিংকে ক্লিক করে দেখে নিন ।

Class 6
ষষ্ঠ শ্রেণির বিজ্ঞান অনলাইন ক্লাসে আজকে জীববিদ্যা অংশের খাদ্যের উপাদান অধ্যায়টি আলোচনা করা হয়েছে  । আলোচনা করেছেন শিক্ষিকা সোমা চক্রবর্তী । সেই আলোচনা ট দেখে নিন ।

Class 4,5
চতুর্থ ও পঞ্চম শ্রেণীর গণিত অনলাইন ক্লাসে আজকে গুণ করার পদ্ধতি আলোচনা করা হয়েছে । মাল্টিপ্লিকেশন টেবিল ব্যবহার করে কিভাবে যেকোনো দুটি সংখ্যার গুণফল নির্ণয় করা যায় সেটি বুঝিয়ে দেওয়া হয়েছে ।


প্রতিদিনের অনলাইন ক্লাস এর আপডেট পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন ।

Regards
SMDN Tutorial 

Wednesday, June 17, 2020

June 17, 2020

14_06_2020 Online Classes Video

#14_06_2020 
Online Classes Video Links 👇

Class 12
দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান অনলাইন ক্লাস টি প্রচার করা হয়েছিল pb24 নিউজ চ্যানেলে । এখানে তুলে ধরা হলো সেই ক্লাসটি ।


Class 10
দশম শ্রেণির রসায়ন বিদ্যা অনলাইন ক্লাসে আজকে এসিড ক্ষার ও লবণ অধ্যায়টি পড়ানো হয়েছে । পড়িয়েছেন শিক্ষক ধ্রুব সিনহা । নিচের লিংকে ক্লিক করে দেখে নিতে পারেন ।

Class 9
নবম শ্রেণির ইংরেজি অনলাইন ক্লাসে আজকে Road Not Taken অধ্যায়টি পড়নো হয়েছে । পড়িয়েছেন শিক্ষিকা শবনম দেব।
Class IX English 
Poem : Road Not Taken
Teacher: Swabnam Deb

নবম শ্রেণির রসায়ন বিদ্যা অন লাইন ক্লাসে আজকে আমাদের চারপাশের পদার্থসমূহ অধ্যায়টি পড়ানো হয়েছে ।পড়িয়েছেন শিক্ষক তন্ময় লোধ্ l

Class 8
অষ্টম শ্রেণির ইংরেজি অনলাইন ক্লাসে আজকে পড়ানো হয়েছে  Children's at Work. এই অধ্যায় নিয়ে আরো দুটো ক্লাস রয়েছে সেগুলো আগের দিনগুলোতে দেখে নিতে পারবেন । পাঠ দান করেছেন শিক্ষিকা বিনা দেবী হরিজন'।

Class 6
ষষ্ঠ শ্রেণির গণিত অনলাইন ক্লাসে পরিমিতি শেখানো হয়েছে এবং কিভাবে হাতে গুনে গুনে ৯ এর নামতা তৈরি করা যায় । সেটা  শিক্ষক ননীগোপাল দেবনাথ সুন্দরভাবে করে দেখিয়েছেন।


Classes 4,5
চতুর্থ শ্রেণীর গণিত অনলাইন ক্লাসের ভগ্নাংশ নিয়ে বিস্তারিত ভাবে আলোচনা করা হয়েছে । সেটা চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর জন্যই প্রযোজ্য ।


অনলাইন ক্লাসে রেগুলার আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
Regards
SMDN Tutorial

Monday, June 15, 2020

June 15, 2020

বার্ষিক পরীক্ষা 2020 এর ফলাফল ঘোষণার সিদ্ধান্ত

বিগত শিক্ষাবর্ষ থেকে নতুন সেশন এপ্রিল থেকে মার্চ অবদি পড়াশোনা হয় এবং মার্চ মাসের 31 তারিখে ফলাফল ঘোষণা করার সিদ্ধান্ত নেয়া হয়েছিল । কিন্তু লকডাউন এর কারণে পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়নি । বর্তমানে রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে জুন মাসেই পরীক্ষার ফলাফল ঘোষণা করবে, যদিও বর্তমানে বিদ্যালয় বন্ধ রয়েছে । জুন মাসের 16 তারিখে একাদশ শ্রেণির পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে ।  জুন মাসের 18 তারিখে নবম শ্রেণির পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে ।অনেকেই ভাবছেন পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে অনলাইনের মাধ্যমে ।কিন্তু অনলাইনে পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে না, রিপোর্ট কার্ড প্রদান করা হবে বিদ্যালয় থেকে, তবে শিক্ষার্থী-অভিভাবকরা বিদ্যালয় থেকে সেগুলো সংগ্রহ করতে হবে । নবম শ্রেণীর ক্ষেত্রে প্রথমবার নতুন সিলেবাসে শিক্ষার্থীরা সেন্ট্রালাইসড প্রশ্নপত্রের মাধ্যমে পরীক্ষায় বসে, সেজন্য তাদের কাট অফ মার্ক অনেকটা কমানো হয় এবং বুস্টার মার্ক দিয়ে উত্তীর্ণ করার ব্যবস্থা করা হয় । 
এতেও যারা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন না তাদের পুনরায় বছর বাঁচাও পরীক্ষায় বসার সুযোগ দেয়া হবে । সেই পরীক্ষাটি হবে বিদ্যালয় খোলার এক মাসের মধ্যে । তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর ফলাফল ঘোষণা করা হবে 19 জুন 2020 । ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর ফলাফল ঘোষণা করা হবে 20 জুন 2020 । প্রথম ও দ্বিতীয় শ্রেণীর ফলাফল ঘোষণা করা হবে 25 জুন 2020 তারিখে ।
বিশদ বিবরণের জন্য এই ভিডিওটি দেখুন

Sunday, June 14, 2020

June 14, 2020

13_06_2020 online Classes Video Links

#13_06_2020 
All available Online Classes Video

Class 4
চতুর্থ শ্রেণীর পরিবেশ বিজ্ঞান উন্নয়ন ক্লাসে আজকে পড়ানো হয়েছে পরিবেশের উপাদান : জীবজগৎ অধ্যায়টি ।


Class 6
ষষ্ঠ শ্রেণির গণিত অনলাইন ক্লাসে আজ ক্ষেত্রফল নির্ণয় করা শেখানো হয় । Topic- Area of irregular and regular shape. পাঠদান করিয়েছেন শিক্ষক ননীগোপাল দেবনাথ । ক্লাসটি দৃষ্টি নিউজ চ্যানেলে প্রচার করা হয়েছিল । সেই ক্লাস টি নিচের লিংকে দেয়া রয়েছে দেখে নিতে পারেন

Class 7
সপ্তম শ্রেণির ইংরেজি অনলাইন ক্লাসে আজ পড়ানো হয়েছে  Gopal and the Hilsa fish অধ্যায়টি । পাঠদান করিয়েছেন শিক্ষিকা অন্যা বণিক । ক্লাসটি PB-24 টিভি চ্যানেলে প্রচার করা হয়েছিল । সেই ক্লাসের ভিডিও লিংক দেয়া রয়েছে ক্লিক করে সেখান থেকে দেখে নিতে পারেন।

Class 8
অষ্টম শ্রেণির বিজ্ঞান অনলাইন ক্লাসে আজ পড়ানো হয়েছে শব্দ অধ্যায়টি । পাঠদান করেছেন শিক্ষক ননীগোপাল দেবনাথ । সেই ক্লাসের ভিডিও লিংক  দেয়া আছে ।


Class 10
দশম শ্রেণি ভূগোল
বিষয়: চিরাচরিত বা প্রচলিত শক্তি সম্পদ
শিক্ষিকা: কোহিনুর দত্ত
বিদ্যালয় শিক্ষা দফতর ও দূরদর্শন কেন্দ্র আগরতলার যৌথ উদ্যোগে এবং সমগ্র শিক্ষা অভিযানের আর্থিক সহায়তায় তৈরি

Class 12
দ্বাদশ শ্রেণির রসায়ন বিদ্যা অনলাইন ক্লাসে  আজকে দ্রবণ  অধ্যায়টি বিস্তারিতভাবেে আলোচনা করাা হয়েছে ।
আলোচনা করেছেন শিক্ষক গৌতম রায় বর্মন । সেই ক্লাস টি নিচে দেয়া রয়েছে।


প্রতিদিনের অনলাইন ক্লাস এর আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।


Regards
SMDN Tutorial



June 14, 2020

12_06_2020 Online Classes Video Links

#12_06_2020

All available Online Classes Video Links 👇

Class 4
চতুর্থ শ্রেণীর ইংরেজি অনলাইন ক্লাসে আজকে পড়ানো হচ্ছে Neha's Alerm Clock অধ্যায়টি  । ক্লাস টি প্রচার করা হয়েছিল Live 24 চ্যানেলে, সেটি দেখতে নিচের লিংকে ক্লিক করুন ।

Class 5
পঞ্চম শ্রেণীর গণিত অনলাইন ক্লাসে আজকে পড়ানো হয়েছে গণিতের আকৃতি ও কোন অধ্যায় টি । ক্লাসটি প্রচার করা হয়েছিল Live 24 চ্যানেলে । নিচের লিংকে ক্লিক করে ক্লাসটি দেখুন ।

Class 7
সপ্তম শ্রেণীর গণিত অনলাইন ক্লাসে সংখ্যা ও সংখ্যা রেখার উপর কিভাবে সংখ্যাগুলো স্থাপন করা যায় সেই বিষয়ে আলোচনা করা হয়েছে । আলোচনা করেছেন শিক্ষক গৌতম সেন ।


Class 8
অষ্টম শ্রেণির ইংরেজি অনলাইন ক্লাসে আজ আপনারা পাবেন Children at work অধ্যায়টি । পড়িয়েছেন শিক্ষিকা বীণা দেবী হরিজন । পুরো এক ঘন্টার ক্লাস রয়েছে , তার মধ্যে প্রথম 40 মিনিট অধ্যায় নিয়ে আলোচনা করা হয়েছে এবং পরের 20 মিনিট শিক্ষার্থীদের ফোন কলের উত্তর দেয়া হয়েছে । সেই ক্লাসটি উপভোগ করতে নিচের লিংকে ক্লিক করুন ।

অষ্টম শ্রেণির পৌর জীবন অনলাইন ক্লাস আজ ভারতের সংবিধান নিয়ে প্রাথমিকভাবে বিস্তারিত আলোচনা করা হয়েছে । ক্লাস টি প্রচার করা হয়েছিল নিউজ ভ্যানগার্ড চ্যানেলে । সে ক্লাস টি দেখতে নিচের লিংকে ক্লিক করুন।

Class 10
দশম শ্রেণি ভূগোল: খনিজ সম্পদ
শিক্ষক: প্রদীপ কুমার দে
বিদ্যালয় শিক্ষা দফতর ও দূরদর্শন কেন্দ্র আগরতলার যৌথ উদ্যোগে এবং সমগ্র শিক্ষা অভিযানের আর্থিক সহায়তায় নির্মিত । সেই ক্লাসটা নিচের লিংকে ক্লিক করে দেখুন ।


Class 12
দ্বাদশ শ্রেণির রসায়ন বিদ্যা অনলাইন ক্লাসে আজকে হাইড্রোকার্বন পড়ানো হচ্ছে । যার মধ্যে এলডিহাইড , কিটোন ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে । ক্লাস দেখতে নিচের লিংকে ক্লিক করুন ।




Friday, June 12, 2020

June 12, 2020

11_06_2020 ONLINE CLASSES VIDEO LINKS

#11_06_2020

 All Available online Classes Video Links 

Class 5
পঞ্চম শ্রেণির ইংরেজি বিষয়ে আজকে ক্লাস করিয়েছেন শিক্ষিকা মৌটুসী সাহা । স্টুডেন্টদের প্রদত্ত হোমওয়ার্ক গুলিকে উনি সমাধান করে দিয়েছেন । সেই ক্লাসটি উপভোগ করতে নিচের লিংকে ক্লিক করুন।

Class 7
সপ্তম শ্রেণীর গণিত অনলাইন ক্লাসে আজকে পরিমিতি অধ্যায়টি পড়ানো হয়েছে । বিভিন্ন বীজগাণিতিক আকৃতির আয়তন ক্ষেত্রফল ইত্যাদি নির্ণয় এবং তাদের সূত্র নিয়ে আলোচনা করেছেন শিক্ষক ননীগোপাল দেবনাথ । নিচের লিংকে ক্লিক করে দেখুন ।

Class 8
অষ্টম শ্রেণির বিজ্ঞান অনলাইন ক্লাসে আজকে পড়ানো হচ্ছে ধাতু-অধাতু অধ্যায়টি । পড়াচ্ছেন শিক্ষিকা গোপা চৌধুরী । ধাতু ও অধাতু কোনগুলি, তাদের বৈশিষ্ট্য , তাদের উদাহরণ ইত্যাদি শিখতে পারবে ।

অষ্টম শ্রেণির ইংরেজি ক্লাস টি করিয়েছেন শিক্ষিকা বিনা দেবী হরিজন । সেই ক্লাস টি নিচের লিংকে ক্লিক করে দেখতে পারেন , যেটি নিউজ ভ্যানগার্ড চ্যানেলে প্রচার করা হয়েছিল ।

Class 12
দ্বাদশ শ্রেণির ইংরেজি অনলাইন ক্লাসে আজকে Lost Spring পড়ানো হয়েছে ।পড়িয়েছেন শিক্ষিকা অলকানন্দা ভট্টাচার্যী । ক্লাসটি আওয়াজ ত্রিপুরা চ্যানেলে প্রচার করা হয়েছিল । নিচের লিংকে ক্লিক করে  ক্লাসটি দেখতে পারেন ।

উচ্চমাধ্যমিকের বাণিজ্য বিভাগের একাউন্টান্সি ক্লাস টি করিয়েছেন শিক্ষক শঙ্খ রাজ গুহ । বাণিজ্য বিভাগের শিক্ষার্থীরা নিচের লিংকে ক্লিক করে ক্লাসটি দেখতে পারেন ।

দ্বাদশ শ্রেণির রসায়ন বিদ্যা অনলাইন ক্লাসে আজকে হাইড্রোকার্বন পড়ানো হচ্ছে । যার মধ্যে এলডিহাইড , কিটোন ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে । ক্লাস দেখতে নিচের লিংকে ক্লিক করুন ।

প্রতিদিনের অনলাইন লাইভ ক্লাস এর আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Regards
SMDN Tutorial

Thursday, June 11, 2020

June 11, 2020

10_06_2020 Online Classes Video Links

#10_06_2020 
All Available Online Classes Video Links 👇

Class 4
চতুর্থ শ্রেণীর গণিত এর লম্বা ও খাটো অধ্যায়টি আলোচনা করা হয়েছে । পুরো এক ঘন্টা ক্লাস রয়েছে, প্রথম 40 মিনিট উল্লিখিত অধ্যায় নিয়ে আলোচনা করা হয়েছে এবং পরের 20 মিনিট ছাত্র-ছাত্রীদের ফোন কলের মাধ্যমে নেয়া সমস্যা নিয়ে আলোচনা করা হয়েছে । সে ক্লাস টি দেখতে নিচের লিংকে ক্লিক করুন ।

 
Class 6
ষষ্ঠ শ্রেণীর ইংলিশ অনলাইন ক্লাস নিয়েছেন শিক্ষিকা অলকানন্দা ভট্টাচার্যী । ক্লাস টি প্রকাশ করা হয়েছিল নিউজ আইকন চ্যানেলে । সে ক্লাসটি উপভোগ করতে নিচের লিংকে ক্লিক করুন ।

Class 7
সপ্তম শ্রেণির ইংরেজি অনলাইন ক্লাসে আজকে পড়ানো হয়েছে  A Gift of Chappals । ক্লাস নিয়েছেন শিক্ষিকা অন্যা বণিক । সেই ক্লাসটি উপভোগ করতে নিচের লিংকে ক্লিক করুন ।

Class 8
কলার খোসায় পা পড়লে পিছলে যায় কেন সেটা দিয়ে শুরু হয়েছে এই চ্যাপ্টার । অষ্টম শ্রেণির বিজ্ঞান এর চ্যাপ্টার ঘর্ষণ বা Friction . নিউজ ভ্যানগার্ড চ্যানেল  ক্লাসটি প্রচার করা হয়েছিল ।
নিচের লিংকে ক্লিক করে পুরো উপভোগ করুন ।

Class 12
দ্বাদশ শ্রেণির ইংরেজি অনলাইন ক্লাসে আজকে কবিতা : My Mother at Sixty Six আলোচনা করা হয়েছে । কবিতাটির রচয়িতা ভারতীয় কবি কমলা দাস । সম্পূর্ণ ক্লাস উপভোগ করতে নিচের লিংকে ক্লিক করুন ।

দ্বাদশ শ্রেণির বাংলা অনলাইন ক্লাসে আজকে বাংলা ব্যাকরণ নিয়ে আলোচনা করা হয়েছে । বিশেষ করে ভাষা, উপভাষা আঞ্চলিক ভাষা ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে । সেই ক্লাস টি দেখুন ।

প্রতিদিনের অনলাইন ক্লাস সম্পর্কিত আপডেটের জন্য আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ।

Regards
June 11, 2020

আগরতলা বিএড কলেজে দুই বছরের বিএড কোর্সের ভর্তি প্রক্রিয়া 2020-2021 শুরু


আগরতলা বিএড কলেজে দুই বছরের বিএড কোর্সের ভর্তি প্রক্রিয়া 2020-2021 শুরু হয়েছে 8 জুন 2020 থেকে । অনলাইন ভর্তি প্রক্রিয়া চলবে 22 জুন 2020 পর্যন্ত । মোট 148 টি  সিট রয়েছে । কলা বিভাগের জন্য 90 টি , বিজ্ঞান বিভাগের জন্য 50 টি ,বাণিজ্য বিভাগের জন্য 8 টি এবং 2 টি আসাম রাইফেল এর জন্য সংরক্ষিত । বয়সের উর্ধ্বসীমা জুলাই 2020 অনুযায়ী 37 বছর । অনলাইন ফর্ম ফিলাপ করার পর সেটি প্রিন্ট করে তার সঙ্গে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ,স্নাতক ও স্নাতকোত্তর সমগ্র মার্কশীট উভয় পাশ জেরক্স করে 26 জুনের মধ্যে বিএড কলেজের অফিসে জমা করতে হবে ।অনলাইন আবেদন করবার সময় রেজিস্ট্রেশন ফিস 100 টাকা জমা করতে হবে ।

বিএড কলেজের ঠিকানা হলো
Institute of Advanced Studies in Education (IASE)
Kunjaban, Agartala, Near Heritage Park.

অনলাইন এডমিশন এর জন্য কলেজের ওয়েবসাইট ভিজিট করুন ।

ভর্তি সংক্রান্ত বিষয় বিস্তারিত দেখুন এই ভিডিওতে ।

বিএড ভর্তির নোটিফিকেশন টি দেখে নিন 👇
স্টাডি সংক্রান্ত সমস্ত ধরনের সাহায্যের জন্য আমাাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন।
June 11, 2020

09_06_2020 Online Classes Video Links

#09_06_2020
All Available Online Classes Video Links 👇

Class 6
ষষ্ঠ শ্রেণির নিউজ আইকন চ্যানেলে যে ইংরেজি ক্লাস করানো হয়েছিল সেটির ভিডিও লিংক এখানে দেয়া হয়েছে । যদি ক্লাসটি আগে না দেখে থাকেন তাহলে এখানে ক্লিক করে দেখে নিতে পারেন ।

নিউজ আইকন জেলে ষষ্ঠ শ্রেণির গণিত যে ক্লাসটি প্রচার করা হয়েছিল সেটি এখানে তুলে ধরা হলো । ছাত্র-ছাত্রীরা নিচের লিংকে ক্লিক করে ক্লাসটি দেখতে পারেন ।

ষষ্ঠ শ্রেণির গণিত এর অনলাইন ক্লাসে আজকে জ্যামিতির প্রাথমিক ধারনা নিয়ে আলোচনা করা হয়েছে । যার মধ্যে বৃত্ত , চোঙ, শঙ্কু ইত্যাদি বিষয়ে বুঝানো হয়েছে ক্লাস টেনের প্রচার করা হয়েছিল ক্লাস করেছেন শিক্ষক ননীগোপাল দেবনাথ ।

Class 7
সপ্তম শ্রেণীর ইতিহাস অনলাইন ক্লাসে আজ পড়ানো হয়েছে বিগত সহস্রাব্দের লক্ষণীয় পরিবর্তন অধ্যায়টি । প্রাচীন যুগ  থেকে মধ্যযুগ পর্যন্ত কি কি ঐতিহাসিক পরিবর্তন হলো, সেটা আলোচনা করা হয়েছে । আলোচনা করেছেন শিক্ষিকা শর্মিষ্ঠা রায় ।


Class 12
দ্বাদশ শ্রেণীর অনলাইনে ক্স এর মধ্যে কলা বিভাগের ক্লাস খুবই কম পাওয়া যায়

প্রতিদিনের অনলাইন ক্লাসের ভিডিও লিংক এবং স্টাডি সংক্রান্ত সমস্ত ধরনের সাহায্যের জন্য আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন ।

Regards 
SMDN Tutorial

Wednesday, June 10, 2020

June 10, 2020

08_06_2020 Online Classes Video Links

#08_06_2020

All Available Online Classes Video Links 👇

Class 5
পঞ্চম শ্রেণীর গণিত ক্লাসে প্রথম অধ্যায় মাছের গল্প আলোচনা করা হয়েছে । লাইভ 24 চ্যানেলে সম্প্রচার করা হয়েছিল । সেই ক্লাসটা উপভোগ করতে নিচের লিংকে ক্লিক করুন ।


Class 6
ষষ্ঠ শ্রেণির গণিত জ্যামিতির প্রাথমিক ধারনা অধ্যায়টি আলোচনা করা হয়েছে । নিউজ আইকন চ্যানেলে সম্প্রচার করা হয়েছিল । উপভোগ করতে নিচের লিংকে ক্লিক করুন ।


Class 7
সপ্তম শ্রেণীর ইংরেজিতে আজকে How the Camel got his Hump পড়ানো হয়েছে । পড়িয়েছেন শিক্ষিকা বিনা দেবী হরিজন । সেই ক্লাসটা দেখতে নিচের লিংকে ক্লিক করুন ।

সপ্তম শ্রেণীর ইতিহাস ক্লাস ট আজকে নিয়েছেন শিক্ষিকা শর্মিষ্ঠা রায় । সে কাজটি উপভোগ করতে নিচের লিংকে ক্লিক করুন ।


Class 8
অষ্টম শ্রেণীর গণিত মূলত সংখ্যা বাস্তব সংখ্যা ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে । ক্লাসটি উপভোগ করতে নিচের লিংকে ক্লিক করুন ।


Class 12
দ্বাদশ শ্রেণির রসায়ন বিদ্যা ক্লাসে আজকে দ্রবণ পদ্ধতি আলোচনা করা হয়েছে ।আলোচনা করেছেন শিক্ষক ধ্রুব সিনহা । ক্লাস টি দেখতে নিচের লিংকে ক্লিক করুন ।

প্রতিদিনের অনলাইন লাইভ ক্লাস এর আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করুন

Regards
June 10, 2020

07_06_2020 Online Classes Video link

#07_06_2020

All Available Online Classes Video Links 👇

Class 4
 নবম এবং দশম শ্রেণির সিলেবাস পরিবর্তন হয়ে গেলেও প্রথম থেকে অষ্টম শ্রেণির সিলেবাস কিন্তু আগের মতোই রয়েছে । চতুর্থ শ্রেণির ইংরেজি ক্লাস টি উপভোগ করুন ।
 

Class 5
পঞ্চম শ্রেণীর গণিত অনলাইন ক্লাস টি দেখতে নিচে দেয়া লিংকে ক্লিক করুন ।


Class 6
ষষ্ঠ শ্রেণির ইংরেজি ক্লাস ফেসবুকের মাধ্যমে দেখে নিন নিচের লিংকে ক্লিক করে ।

ষষ্ঠ শ্রেণির গণিত বিষয়ের অনলাইন ক্লাস ফেসবুক এর মাধ্যমে দেখে নিতে পারবেন যারা টিভিতে নিউজ আইকন চ্যানেলে ক্লাস টি দেখতে পারেন নি ।


Class 7
অনলাইন ক্লাসের আজকের সংযোজনে সপ্তম শ্রেণির ইংরেজি ক্লাস ছাত্র-ছাত্রীরা দেখে নিন নিচের লিংকে ক্লিক করে ।


Class 10
দশম শ্রেণির গণিত বিষয় ক্লাসটি
 নতুন সিলেবাস অনুযায়ী এনসিইআরটি টেক্সট বই থেকে তৈরি করা হয়েছে, ক্লাস টি দেখতে নিচের লিংকে ক্লিক করুন ।


Class 12
দ্বাদশ শ্রেণীর কলা বিভাগের ক্লাস গুলো টিভি চ্যানেলের মাধ্যমে দেখানো হচ্ছে না ।আমাদের ওয়েব পেইজের মাধ্যমে কলা বিভাগের ক্লাস গুলো আপনারা পাবেন ।আজ রাষ্ট্রবিজ্ঞানের একটি ক্লাস দেয়া হলো পরবর্তীতে অন্যান্য ক্লাসগুলো পাবেন ।

প্রতিদিনের অনলাইন ক্লাস এর আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

প্রথম থেকে অষ্টম শ্রেণির আপডেটেড অনলাইন ক্লাসের রুটিন টি দেখে নিন এখানে ক্লিক করে ।

Regards 
SMDN Tutorial

Monday, June 8, 2020

June 08, 2020

06_06_2020 Online Class Video Links

#06_06_2020

All Available online Classes 


Classes 1,2,3

প্রথম , দ্বিতীয় , তৃতীয় শ্রেণীর বেসিক ইংলিশ ক্লাস নিউজ আইকন চ্যানেল থেকে প্রচার করা হয়েছিল সেটির ভিডিও লিংক দেয়া হলো।

প্রথম, দ্বিতীয়, তৃতীয় শ্রেণীর বেসিক গণিত ক্লাস নিচের লিংকে ক্লিক করে দেখুন



Class 8
অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের অনলাইন ক্লাসপ্রতিনিয়ত নিউজ ভ্যানগার্ড চ্যানেলে প্রচার করা হয়।এইখানে বিজ্ঞানের বল ও চাপ অধ্যায়টি আলোচনা করা হয়েছে ।

অষ্টম শ্রেণীর গণিত বিষয়ে আজকে বিভিন্ন বীজগাণিতিক রাশি গুলোর মধ্যে তুলনা অধ্যায়টি আলোচনা করা হয়েছে । আলোচনা করেছেন শিক্ষক গৌতম সেন ।



Class 10
দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ এর অন্তর্গত সন্ধি ও সন্ধি বিচ্ছেদ নিয়ে আলোচনা করা হয়েছে । নিচের লিংকে ক্লিক করে ক্লাসটি দেখুন।

দশম শ্রেণির সিলেবাস এর অন্তর্গত ভারতীয় ইতিহাসের অসহযোগ আন্দোলন ও গান্ধীজীর অবদান নিয়ে আলোচনা করা হয়েছে । রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান এর তত্ত্বাবধানে দূরদর্শন কেন্দ্র আগরতলা এর সহযোগিতায় রেকর্ডকৃত ক্লাসটি উপভোগ করুন

প্রতিদিনের অনলাইন ক্লাস এর আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করুন

Regards 
SMDN Tutorial

Sunday, June 7, 2020

June 07, 2020

05_06_2020 Online Classes Video Links

#05_06_2020

All Available online Classes 


Class  6

ষষ্ঠ শ্রেণির নিউজ আইকন চ্যানেলে যে ইংরেজি ক্লাস টি প্রকাশ করা হয়েছিল সেটির ভিডিও লিংক দেয়া হলো ।

ষষ্ঠ শ্রেণির নিউজ আইকন চ্যানেলে যে গণিত ক্লাস টি করা হয়েছিল সেটির ভিডিও লিংক দেয়া হল ।


Class 8

অষ্টম শ্রেণীর বিজ্ঞান ক্লাস নিউজ ভ্যানগার্ড চ্যানেলে দেখানো হয়েছিল , সেটির ভিডিও লিংক দেয়া হল ।


Class 10

দশম শ্রেণীর বাংলা বিষয়ের অনলাইন ক্লাস দেখুন নিচের লিঙ্কে ক্লিক করে ।

দশম শ্রেণীর নতুন সিলেবাস অনুযায়ী ইংরেজি অনলাইন ক্লাস দেখুন নিচের লিঙ্কে ক্লিক করে ।

অনলাইন ক্লাস এর আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করুন

Regards 
SMDN Tutorial


June 07, 2020

Class 10 History Online Class

দশম শ্রেণী
ইতিহাস 

নিচে অনলাইন ক্লাসের ভিডিও লিঙ্ক দেয়া রয়েছে, সেখানে ক্লিক করে ক্লাস গুলি দেখতে পারেন 👇

ক্রিপস মিশন ব্যর্থ হলে ভারতবাসী হতাশ হলো এবং সর্বত্র এক চাপা উত্তেজনা সৃষ্টি হলো । ব্রিটিশ সরকার ক্ষমতা ত্যাগ করতে অনিচ্ছুক । কংগ্রেস নেতারা বুঝলেন যে জাপানী আক্রমণ প্রতিহত করতে হলে ভারতীয়দের হাতে ক্ষমতা হস্তান্তর করা নিতান্তই দরকার, তাই গান্ধীজীর প্রস্তাব অনুযায়ী ১৯৪২ খ্রিস্টাব্দে ৮ই আগস্ট জাতীয় কংগ্রেস ভারতছাড়ো প্রস্তাব গ্রহণ করল । প্রস্তাবে বলা হয় যে ভারত কে স্বাধীন করা হলো ভারতের প্রধান রাজনৈতিক দলগুলোকে নিয়ে একটি সামরিক সরকার হবে এবং সরকার ভারতের সকল শ্রেণীর গ্রহণযোগ্য একটি শাসনতন্ত্র রচনার করবে ।

শ্রমিকরা কারখানার মালিকের উপর বিরক্ত হয় একজোট হয়ে আন্দোলন শুরু করে ।

ঊনবিংশ শতাব্দীতে বলা হয় নব ভারতের জাতীয়তাবাদের উন্মেষ এর সময়কাল । রাজা রামমোহন রায় ছিলেন নব ভারতের উন্মেষের অগ্রতম পথিকৃৎ ।

ভারতের নৌ সেনারা ইংরেজ সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল সেটাই নৌবিদ্রোহ ।

সাম্প্রতিক ঐতিহাসিক ঘটনা হলো তেলেঙ্গানা আন্দোলন ।

1857 সালের তেইশে জানুয়ারি সুভাষচন্দ্র বসু উড়িষার কটক শহরে জন্মগ্রহণ করেছিলেন । পিতার নাম জানকীনাথ বসু । তিনি সেখানে তখন ওকালতি করতেন ।সুভাষের পিতৃভূমি ছিল 24 পরগনা জেলার কোদালিয়া গ্রামে । কটকে পড়াশুনা সেরে কলকাতায় প্রেসিডেন্সি ও সেন্ট জেভিয়ার্স কলেজে পড়াশোনা করেন । পরে আই সি এস পরীক্ষা দিয়ে দেশে ফিরে চাকরি না করে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস এর অনুগত সহকারী রূপে ভারতীয় স্বাধীনতা সংগ্রামে যোগ দেন । সংগ্রামের আদর্শ ও কর্মপদ্ধতি সম্বন্ধে গান্ধীজীর সঙ্গে মতবিরোধ হয়, তবুও তিনি জাতীয় কংগ্রেসের সভাপতি হন । বহুবার কারাবরণ করেন । পরে ফরওয়ার্ড ব্লক নামে নতুন দল গঠন করেন ।  স্বগৃহে অন্তরীণ থাকা অবস্থায় গোপনে দেশ ছেড়ে জার্মানিতে পলায়ন করেন ও পরে জাপানে প্রবাসী ভারতীয়দের নিয়ে আজাদ হিন্দ ফৌজ গঠন করে ব্রহ্মদেশ সীমান্ত দিয়ে মনিপুর পর্যন্ত অগ্রসর হন ।

শ্রমিক আন্দোলন যখন বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে তখনই তা ট্রেড ইউনিয়ন রূপে মুভমেন্ট শুরু করেন ।

ভারত ক স্বাধীন করার লক্ষ্যে ভারতীয়রা
 ইংরেজ কে অসহযোগিতা করার সিদ্ধান্ত নেয় । কোন ক্ষেত্রে ইংরেজ সরকারকে সহযোগিতা করা হবে না এবং ইহা এক বৃহত্তর আন্দোলনের রূপ নেয় ।



Friday, June 5, 2020

Thursday, June 4, 2020