এতেও যারা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন না তাদের পুনরায় বছর বাঁচাও পরীক্ষায় বসার সুযোগ দেয়া হবে । সেই পরীক্ষাটি হবে বিদ্যালয় খোলার এক মাসের মধ্যে । তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর ফলাফল ঘোষণা করা হবে 19 জুন 2020 । ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর ফলাফল ঘোষণা করা হবে 20 জুন 2020 । প্রথম ও দ্বিতীয় শ্রেণীর ফলাফল ঘোষণা করা হবে 25 জুন 2020 তারিখে ।
বিগত শিক্ষাবর্ষ থেকে নতুন সেশন এপ্রিল থেকে মার্চ অবদি পড়াশোনা হয় এবং মার্চ মাসের 31 তারিখে ফলাফল ঘোষণা করার সিদ্ধান্ত নেয়া হয়েছিল । কিন্তু লকডাউন এর কারণে পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়নি । বর্তমানে রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে জুন মাসেই পরীক্ষার ফলাফল ঘোষণা করবে, যদিও বর্তমানে বিদ্যালয় বন্ধ রয়েছে । জুন মাসের 16 তারিখে একাদশ শ্রেণির পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে । জুন মাসের 18 তারিখে নবম শ্রেণির পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে ।অনেকেই ভাবছেন পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে অনলাইনের মাধ্যমে ।কিন্তু অনলাইনে পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে না, রিপোর্ট কার্ড প্রদান করা হবে বিদ্যালয় থেকে, তবে শিক্ষার্থী-অভিভাবকরা বিদ্যালয় থেকে সেগুলো সংগ্রহ করতে হবে । নবম শ্রেণীর ক্ষেত্রে প্রথমবার নতুন সিলেবাসে শিক্ষার্থীরা সেন্ট্রালাইসড প্রশ্নপত্রের মাধ্যমে পরীক্ষায় বসে, সেজন্য তাদের কাট অফ মার্ক অনেকটা কমানো হয় এবং বুস্টার মার্ক দিয়ে উত্তীর্ণ করার ব্যবস্থা করা হয় ।
No comments:
Post a Comment