SMDN Tutorial

Made Learning Easy with Quality Materials.

Breaking

Monday, September 28, 2020

September 28, 2020

Online College Admission and Fee Payment in Tripura 2020

প্রথম মেধা তালিকায় যারা ভর্তির সুযোগ পেয়েছেন তারা নির্দিষ্ট কলেজে না গিয়ে বাড়ি থেকে অনলাইন মুডে শুধুমাত্র কলেজ ভর্তির ফি প্রদান করে ভর্তি নিশ্চিত করতে পারেন ।

28 সেপ্টেম্বর 2020 বিকাল তিনটা থেকে 2 অক্টোবর 2020 রাত বারোটা পর্যন্ত প্রথম মেধা তালিকার যারা সুযোগ পেয়েছেন তারা ফ্রী প্রধান করে কলেজে ভর্তি হতে পারবেন। কলেজ ভর্তির ফিস নির্ধারিত হয়েছে নিম্নরূপ তার সঙ্গে অনলাইন মুডে ফি প্রধান করতে গেলে কনভেনিয়েন্স চার্জ জিএসটি যোগ করা হবে ।

যারা অনলাইন ফি প্রধান করতে পারবেন না কেবলমাত্র তারা ওই নির্দিষ্ট কলেজে গিয়ে অফলাইনে টাকা জমা করে আসতে পারেন এক্ষেত্রে শুধুমাত্র টাকা জমা করলেই ভর্তি নিশ্চিত হয়ে যাবে কোন ধরনের ডকুমেন্ট জমা করতে হবে না।
PAY ADMISSION FEE

উপরে দেওয়া লিংকে ক্লিক করে সরাসরি আপনি কলেজ ভর্তির জন্য ফি প্রদান করতে পারেন অন্যথায় ডিরেক্টর অফ হাইয়ার এডুকেশন এর ওয়েবসাইট ভিজিট করে আপনি ফি প্রদান করতে পারেন ।
Directorate of Higher Education


যে লিংকে গিয়ে আপনাদের পেমেন্ট করতে হবে সেটা উপরে দিয়ে দেয়া হলো অন্যতায় ভর্তি প্রক্রিয়া শুরু হলে আপনার ফোনে এসএমএস করে সেই লিংকটা https://tinyurl.com/y2sev99b পাঠানো হবে, সেই লিঙ্কে ক্লিক করে আপনি অনায়াসে ভর্তি হতে পারবেন।

>
পেমেন্ট আপনারা ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং, ফোন পে, গুগোল পে, আমাজন পে ইত্যাদি মাধ্যমে করতে পারেন। পেমেন্ট করার পর কনফার্মেশন স্লিপ দেয়া হবে সেটাকে পিডিএফ করে বা স্ক্রিনশট করে সেভ করে রাখবেন পরবর্তীতে ব্যবহার করার জন্য ।আবেদনকারীর মনে এমন প্রশ্ন জাগতে পারে যে অনলাইন ফি সংগ্রহ নিরাপদ? প্রতিষ্ঠান ব্যাংক অ্যাকাউন্টে ফি জমা দেওয়া হয় কখন?
জেনে রাখুন যে অনলাইন ফি সংগ্রহ সম্পূর্ণ নিরাপদ। মাস্টারসফ্টের সাথে সম্পর্কিত সমস্ত পিজি আরবিআই (ভারতীয় রিজার্ভ ব্যাংক) এর নিয়ম অনুসারে কাজ করে, সাধারণত 24 ঘন্টা এর মধ্যে অর্থ জমা হয়, নেটওয়ার্ক সমস্যা / প্রযুক্তিগত সমস্যা / অর্থ প্রদানের ক্ষেত্রে 48 ঘন্টা পর্যন্ত সময় লাগতে পারে।
অনলাইন কলেজ ভর্তির ফি পেমেন্ট প্রক্রিয়া বিশদ জানার জন্য নিচের ভিডিওটি দেখুন।



Sunday, September 27, 2020

September 27, 2020

Mental Ability ANALOGY Reasoning Test for Talent Search Exam 2020

মূলত Analogy Question এর মাধ্যমে দুটি শব্দের মধ্যে অর্থগত এবং ভাবগত মিল বা সম্পর্ক (Relation) বের করতে হয়। প্রশ্নের শব্দ জোড়ার অর্থের সামঞ্জস্যতা অনুযায়ী উত্তর থেকে একই রকম অর্থগত মিল/সম্পর্কের (Relation) শব্দজোড়া বের করতে হবে। Analogy Question এর মাধ্যমে vocabulary ও intelligence পরীক্ষা করা হয়। সেজন্য Analogy solve এর সময় শব্দের অর্থ (vocabulary) ও শব্দদ্বয়ের মধ্যকার সম্পর্ক (Relation) -এ দুইয়ের উপর জোর দিতে হবে।

মনে রাখতে হবে Analogy মুখস্থ নয়, বরং অর্থ বুঝে solve করতে হবে।
Q.1) বাংলাদেশ : ঢাকা :: ভারত : ? 

 a) কলকাতা b) দিল্লী c) আগরতলা  d) ত্রিপুরা

 Answer b) দিল্লী

Q.2) DAM :MAD :: WARD : ?

a) DWAR b) DWOR 
c) DRAW d) DROW

Answer c) DRAW

Q.3) 123 : 4 :: 726 : ?

a) 23 b) 26 c) 14 d) 12

Answer d) 12

বিস্তারিত আলোচনা করা হয়েছে ভিডিও এর মাধ্যমে, আরো বিশদ বুঝতে চাইলে ভিডিওটি দেখুন ।


Q.4) 5 : 30 :: 8 : ?

a) 14 b) 50 c) 69 d) 80

Answer c) 69

প্রতিটি প্রশ্ন ও তার উত্তর নিয়ে আলোচনা নিচের ভিডিও এর মধ্যে পাবেন।

Q.5) মসজিদ : ইসলাম ::  গির্জা : ?

a) হিন্দু b) বৌদ্ধ c) শিখ d) খ্রিষ্টান

Answer d) খ্রিষ্টান


এই ধরনের আরো অনেকগুলো প্রশ্ন ও তার সমাধান ভিডিওটির মধ্যে রয়েছে আপনারা ভিডিও দেখলে এনালজি এর অনেকগুলি প্রশ্নের সমাধান পেয়ে যাবেন ।

Q.6) নিরক্ষর : শিক্ষা :: খরা  : ?

a) কূপ b) বৃষ্টি c) বাঁধ d) নদী

Answer b) বৃষ্টি


Q.7) DE : 10 :: HI : ?
 
a) 17 b) 20 c) 36 d) 46

Answer c) 36



Download PDF




Download Practice Set with anwer Key




Saturday, September 26, 2020

September 26, 2020

TBSE Bachhar Bachao Examination Date and Application form Fillup for 2020

ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ প্রথমবারের মতো বছর বাঁচার পরীক্ষা নিতে যাচ্ছে আগামী অক্টোবর মাসের 12 তারিখ হইতে । বিগত বছরে সাপ্লিমেন্টারি পরীক্ষা ছিল যাতে কোনো পরীক্ষার্থী একটি বিষয়ে অন্য হলে সে পরীক্ষা দিতে পারবে কিন্তু বর্তমানে বছর বাঁচাও পরীক্ষায় সর্বোচ্চ দুটি ভিন্ন হলে সেই পরীক্ষার্থী পুনরায় পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হওয়ার সুযোগ পায় ।
বছর বাঁচাও পরীক্ষাতে কোন ইচ্ছুক প্রার্থীদের চাইলে তার আগে পরীক্ষার জন্য আবেদনপত্র পূরণ করে বিদ্যালয় জমা করতে হবে আবেদনপত্রের নমুনা নিচে ডাউনলোড করার জন্য দেয়া হল সেটা ডাউনলোড করে, সেটা পূরণ করে সঙ্গে এডমিট কার্ড এবং লাস্ট মার্কশিট সহ পরীক্ষার ফি বিদ্যালয়ে জমা করতে হবে আগামী 3 অক্টোবর 2020 এর মধ্যে । বিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষার আবেদন পত্র সমগ্র আগামী 7 অক্টোবর 2020 এর মধ্যে পর্ষদ অফিসে জমা করতে হবে । আগামী 12 অক্টোবর থেকে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক বছর বাচ্চার পরীক্ষা শুরু হবে পরীক্ষার রুটিন নিচে দেয়া হল দেখে নিন ।

বছর বাঁচাও মাধ্যমিক পরীক্ষার সময়সূচী

বছর বাঁচাও উচ্চমাধ্যমিক পরীক্ষার সময়সূচি

বছর বছর পরীক্ষার আবেদনপত্র ডাউনলোড করুন

বছর বাঁচাও পরীক্ষার রুটিন ডাউনলোড করুন
DOWNLOAD


আরো বিশদ বিবরণ এর জন্য নিচে দেওয়া ভিডিওটি দেখুন


Thursday, September 24, 2020

September 24, 2020

TBSE Model Question Paper for Classes 9-12 for the Session 2020-21

ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ থেকে 2020-21 শিক্ষাবর্ষে নতুন সিলেবাস এর অন্তর্গত পরীক্ষাগুলোর জন্য মডেল প্রশ্নপত্র দেয়া হয়েছে ।
ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ এর  অফিসিয়াল ওয়েবসাইটে মডেল পরীক্ষার  নমুনা  প্রশ্নপত্র প্রকাশ করেছেন। মডেল প্রশ্নপত্রটি পরামর্শমূলক ব্লুপ্রিন্টের মতো। পর্ষদ নবম থেকে দ্বাদশ শ্রেণির জন্য মডেল পরীক্ষার প্রশ্নপত্র প্রকাশ করেছেন। এই প্রশ্নপত্রগুলির সাহায্যে পরীক্ষার্থীরা পরীক্ষায় যে ধরনের প্রশ্নগুলি করা হবে সে সম্পর্কে ধারণা পেতে পারেন। নমুনা প্রশ্নপত্রের মূল লক্ষ্য প্রশ্নপত্র সম্পর্কে পরিষ্কারতা আনা। TBSE Model Question হ'ল মক টেস্ট যা বোর্ড কর্তৃক প্রদত্ত সর্বশেষ সিলেবাস, নির্দেশিকা এবং ব্লুপ্রিন্ট অনুযায়ী তৈরি করা হয়েছে। প্রার্থীদের তাদের প্রস্তুতির উদ্দেশ্যে লিঙ্কে নীচে দেওয়া মডেল পেপার ডাউনলোড করার পরামর্শ দেওয়া হচ্ছে।

ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের অন্তর্গত পরীক্ষার্থীরা তাদের প্রস্তুতি অনুযায়ী পরীক্ষা দিতে পারবেন। মক টেস্টের সময় নিম্নলিখিত বিষয়গুলি বিবেচনা করা উচিত-

  • যে প্রশ্নগুলির উত্তর আপনি ভাল জানেন সেগুলি  প্রথমে চেষ্টা করুন।
  • নির্ধারিত সময়ে পুরো পরীক্ষাটি সমাধান করার চেষ্টা করুন।
  • পরীক্ষার সময় নোটগুলি ব্যবহার করার চেষ্টা করবেন না।
  • যদি কোনও প্রতিনিধি পদ্ধতিতে উত্তরটি তৈরি করা সম্ভব হয় তবে চিত্র এবং প্রবাহের চার্টটি ব্যবহার করার চেষ্টা করুন।
  • পরীক্ষা বা মক পরীক্ষার চূড়ান্ত জমা দেওয়ার পরে আপনার উত্তর কীটি পরীক্ষা করুন।


 এই মডেল প্রশ্ন পত্রের গুরুত্ব নীচে দেওয়া হয়েছে -

  • এটি আপনার জ্ঞানকে বাড়িয়ে তুলছে।
  • প্রশ্নপত্র সমাধানের মাধ্যমে আপনি প্রধান পরীক্ষাগুলির ভয়কে কাটিয়ে উঠতে পারেন।
  • আপনি শিখবেন কীভাবে উপযুক্ত সময়ে কাগজটি সমাধান করা যায় অর্থাৎ পরীক্ষার সময় আপনি সময় পরিচালনা শিখবেন।
  • এটি আপনার ভুলগুলি সংশোধন করে, তাই আপনি এটিকে সংশোধন করার জন্য পর্যাপ্ত সময় পেতে পারেন এবং এটিতে কাজ করতে পারেন।
পরীক্ষার প্রস্তুতির জন্য প্রার্থীদের জন্য মক টেস্ট দেওয়া জরুরি অর্থাৎ এই মডেল পেপার এবং স্যাম্পল পেপার ব্যবহার করে আপনি পরীক্ষার জন্য অনুশীলন করতে পারেন, প্রস্তুতি নিতে পারেন। আপনি চূড়ান্ত পরীক্ষায় উপস্থিত হওয়ার আগে এগুলি অনুশীলন সেট হিসাবে বিবেচনা করতে পারেন। এই পরীক্ষাগুলির চেষ্টা করার সময়,  আপনার আত্মবিশ্বাস বাড়াতে এবং ভুলগুলি কাটিয়ে উঠতে সহায়তা করে। বিভিন্ন ক্লাসের ত্রিপুরা মডেল প্রশ্ন পত্রের লিঙ্কগুলি এখানে দেওয়া হয়েছে, আপনি ডাউনলোড করে নিন :



Class 10 




Wednesday, September 23, 2020

September 23, 2020

Mental Ability Alphabet and Number Test

ত্রিপুরা ট্যালেন্ট সার্চ পরীক্ষার মেন্টাল এবিলিটি সেকশন থেকে 20 মার্কের প্রশ্ন আসবে । গণিতের ক্ষেত্রে 10 মার্ক এবং বিজ্ঞানের ক্ষেত্রে 10 মার্ক রয়েছে, প্রতিটি থেকে দুটো করে প্রশ্ন থাকবে আজকে এই পেজে তোমরা নাম্বার ও আলফাবেট টেস্ট এর কিছু প্রশ্ন এবং তার উত্তর পেয়ে যাবে ।
বিশদ বিবরণ এর জন্য নিচে দেওয়া ভিডিও দেখে সেখান থেকে শিখতে পারো । 

 Q.1) JAF, JEF, JIF, JOF, ? 

 a) PIG  b) PET  c) JUF  d) POT

 Answer c) JUF

Q.2) WXCD, UVEF, STGH, QRIJ, ?

a) OPKL  b) AYBZ  c) JIRQ  d) LRMS

Answer a) OPKL

Q.3) R S P Q B A H M A C F B A D N O P B A C D
কতগুলি বর্ণ B এর ঠিক পরে রয়েছে কিন্তু D এর পূর্বে নয় ?

a) 1  b) 2  c) 3  d) 4

Answer b) 2

Q.4) ইংরেজি বর্ণমালায় বাম দিক থেকে দশম ও ডান দিক থেকে ষষ্ঠ বর্ণের মধ্যে কতগুলি বর্ণ রয়েছে ?

a) 8  b) 9  c) 10  d) 11

Answer c) 10

প্রতিটি প্রশ্ন ও তার উত্তর নিয়ে আলোচনা নিচের ভিডিও এর মধ্যে পাবেন।

Q.4) ইংরেজি বর্ণমালায় ডান দক থেকে 19 তম ওর ডান দিক থেকে 6 তম বর্ণের মধ্যে কতগুলি বর্ণ রয়েছে ?

a) 12  b) 11  c) 10  d) 9

Answer a) 12


এই ধরনের আরো অনেকগুলো প্রশ্ন ও তার সমাধান ভিডিওটির মধ্যে রয়েছে আপনারা ভিডিও দেখলে আলফাবেট নাম্বার টেস্টের অনেকগুলি প্রশ্নের সমাধান পেয়ে যাবেন ।



Q.5) LONG, LUST, LOVE, LIVE  ইংরেজি অভিধানে প্রথম শব্দ কোনটি ?

a) LONG  b) LUST  c) LOVE  d) LIVE

Answer d) LIVE

Q.6) 713, 361, 458, 932, 724 
যদি প্রত্যেক সংখ্যার প্রথম ও তৃতীয় অঙ্ক অদল বদল করা হয় তাহলে কোনটি যুগ্ম সংখ্যা হবে ?
 
a) 713  b) 361  c) 458  d) 932

Answer c) 458


Q.7) 713, 361, 458, 932, 724 
বৃহত্তম দ্বিতীয় বৃহত্তম সংখ্যার অংক গুলির যোগফল এর অন্তর কত ?
(difference between the sum of the digit of the highest and second highest number is is)
 
a) 7  b) 3  c) 4  d) 1

Answer d) 1

Q.8) 713, 361, 458, 932, 724 
যদি প্রতিটি সংখ্যার অংক গুলিকে নিম্নক্রমে সাজানো হয় তবে বৃহত্তম সংখ্যা কোনটি হবে ?
 
a) 731  b) 247  c) 458  d) উপরের কোনোটিই নয় ।

Answer d) উপরের কোনোটিই নয় (932)

Watch Explanation Video Here

প্রয়োজনীয় আরো অনেকগুলি আলফাবেট এবং নাম্বার টেস্টের প্রশ্ন ও উত্তর বিস্তারিত আলোচনার সঙ্গে পিডিএফ আকারে ডাউনলোড করে নিতে পারেন ।


Watch Video

আরো দেখুন: Mental Ability ANALOGY Test

Thursday, September 10, 2020

September 10, 2020

THE NEW EDUCATION POLICY RULE 2020

UNION CABINET HAS APPROVED THE NEW EDUCATION POLICY RULE 2020.
Education Policy has been changed after 34 years. The remarkable things about the New Education Policy 2020 are as follows:


5-YEARS FUNDAMENTALS
 
1. Nursery at 4 Years Old.

2. Junior KG at 5 Years Old.

3. Senior KG at 6 Years Old.

4. Class 1 at 7 Years Old.

5. Class 2 at 8 Years Old.


3-YEARS PREPARATORY

6. Class 3 at 9 Years Old.

7. Class 4 at 10 Years Old.

8. Class 5 at 11 Years Old.



3-YEARS MIDDLE

9. Class 6 at 12 Years Old.

10. Class 7 at 13 Years Old.

11. Class 8 at 14 Years Old.



4-YEARS SECONDARY

12. Class 9 at 15 Years Old.

13. Class 10 at 16 Years Old.

14. Class 11 at 17 Years Old.

15. Class 12 at 18 Years Old.



IMPORTANT THINGS:


There will be Board Exam in Class 12 only


4 Years of College Degree.

No more Class 10 Board Exam.

M.Phil Degree will also be closed.

For Institutes like JNU, 45 to 50 years old students staying there for many years and pursuing M.Phil. All these debauched leftist ideologues will now be removed from the Institute.

Now students up to Class 5 will be taught in Mother Tongue, Local Language and National Language only. The rest of the subjects, even if they are English, will be taught as a subject.

Students have to take Board Exams in Class 12 only.

Whereas earlier, it was mandatory to take Board Exams in Class 10, which will not happen now.

Examination will be done in the Semester form from Class 9 to 12 standard.

Schooling will be done under the 5 + 3 + 3 + 4 formula. (see table above).


College Degree will be of 3 and 4 years course.

Certificate will be given on the First year of Graduation, Diploma on the Second year, Degree in the Third year.


3 Years Degree is for those students who do not have to take Higher Education. At the same time, students doing Higher Education will have to pursue 4 Years Degree.


Students pursuing 4 Years Degree will be able to do Master's Degree in One Year.


Now, students will not have to pursue M.Phil. Rather MA students will now be able to pursue P.hD directly.

Students will be able to do other courses in between.


Gross enrollment ratio will be 50 percent by 2035 in Higher Education. At the same time, under the new Education Policy Rule 2020, if a student wants to pursue another course in the middle of a course, then, he/she can take a second course by taking a break for a limited time from the first course.


Many reforms have also been made in the Higher Education. Improvements include graded academic, administrative and financial autonomy etc.


Apart from this, e-courses will be started in Regional Languages. Virtual Laboratory will be developed. A National Educational Scientific Forum (NESF) will be started. There are approximately 45 Thousand Colleges in the Country.


Uniform RULES will be applicable for all Government, Private, Deemed Institutions.


According to this New Education Policy Rule 2020, New Academic session can be started and all students and parents need to carefully read this message. 🙏

Sunday, September 6, 2020

September 06, 2020

বন্ধু

"বন্ধু"
=================================
অনেক বছর আগের ঘটনা, একবার এক চাষি তার বাড়ির উঠোনে বসে বিশ্রাম করছিলেন। এমন সময় তার একমাত্র ছেলে ছুটে আসে এবং বাবাকে খবর দেয়, যে রাস্তার ধারের পুকুরে একটি ছেলে ডুবে যাচ্ছে।

শুনে চাষী তৎক্ষণাৎ পুকুরের কাছে পৌঁছায়। গিয়ে দেখে তার ছেলের বয়সী একটি ছেলে জলে হাবুডুবু খাচ্ছে। পোশাক পরিচ্ছদ দেখে কোন শহরের ধনীর দুলাল বলে মনে হচ্ছে।

সাথে বেশ কিছু বন্ধু বান্ধব থাকলেও তারা সাঁতার না জানায় পারে দাঁড়িয়ে বন্ধুর সাহায্যের জন্য চিৎকার করছে। চাষী আর একমুহূর্ত সময় নষ্ট না কোরে জলে ঝাপিয়ে পরে এবং ছেলেটিকে উদ্ধার করেন।

এই ঘটনার দিন দুয়েক পর হঠাৎ একদিন গ্রামের পথে ধুলো উড়িয়ে এক ঘোড়ায় টানা সুসজ্জিত গাড়ি, আগু পিছু অস্ত্রধারী অশ্বারোহী নিয়ে চাষীর বাড়ির সামনে এসে থামলো।

চাষী কিছুটা ভয় পেয়েছিল বৈকি। এরপর গাড়ি থেকে যে ব্যক্তি নেমে এলেন তার ব্যক্তিত্ব তার ঐশ্বর্যের পরিচয় বহন করে কিন্তু তার মুখের স্মিত হাসি চাষীকে কিছুটা আস্বস্ত করেন। তিনি স্মিত হেসে বলেন,

--- "আপনি সেই মহানুভব যিনি আমার একমাত্র ছেলের জীবন বাঁচিয়ে ছিলেন?" কৃষক মৃদু হেসে বললেন,

--- "আজ্ঞে হ্যা।" সেই ব্যক্তি এরপর গরিব চাষীর হাত ধরে অশ্রু সজল চোখে বলেন,

--- "আপনার ঋণ আমি শোধ করতে পারবো না। তবু বলুন আমি আপনার জন্য কি করতে পারি?" চাষী প্রথমে কিছু নিতে রাজি হয় না, শেষ মেষ অনেক অনুরোধের পর বলেন,

--- "দেখুন আমার সেই ক্ষমতা নেই যে আমার ছেলেকে ভালো স্কুলে পড়াই। তাই যদি আপনি ওর একটা ভালো স্কুলে পড়ার ব্যবস্থা করদেন তাহলেই আমি চির কৃতজ্ঞ থাকবো আপনার কাছে।" এই শুনে সেই ভদ্রলোক হেসে বললেন,

--- "ঠিক আছে এই যদি আপনার ইচ্ছা হয় তবে আজ থেকে আপনার ছেলে আমার ছেলের সাথে একসাথে পড়াশুনো করবে, এবং ওকে আমি আমার বাড়িতে রেখে পড়াবো।"

এরপর প্রায় অনেক বছর কেটে গেছে। চাষীর ছেলে আর ধনী দুলালের বন্ধুত্ব সময়ের সাথে আরো গভীর হয়েছে। দুজনেই অত্যন্ত মেধাবী, যদিও দুজনের পছন্দ ছিল সম্পূর্ন আলাদা।ধনীর দুলালের আকর্ষণ রাজনীতি, আর তার বন্ধুর চিকিৎসা বিজ্ঞান।

স্নাতক হবার পর একজন মন দেয় অণুজীব নিয়ে গবেষণায়, আর একজন রাজনীতিতে।গবেষক বন্ধুর একে একটা গবেষণা পত্র যখন চিকিৎসা দুনিয়ায় আলোড়ন ফেলছে। তখন আর এক বন্ধুর নেতৃত্ব দানের ক্ষমতা আকৃষ্ট করছে ইংল্যান্ডের যুব সমাজকে।

এর মধ্যেই সেই রাজনীতিবিদ বন্ধু এক গভীর অসুখে আক্রান্ত হয়। অনেক বড় বড় চিকিৎসক যখন ব্যর্থ হয় ফিরে যায়, তখন সেই গবেষক বন্ধু এগিয়ে আসে।

দিন রাত এক করে নিজের তৈরি ওষুধে চিকিৎসা করতে থাকেন নিজের বন্ধুর। এবং সম্পূর্ন সুস্থ করে তোলেন নিজের প্রাণাধিক প্রিয় বন্ধুকে। কারণ তাকে ছাড়া তো আধুনিক বিশ্বের ইতিহাস লেখাই অসম্পূর্ন থাকতো

জানেন এই দুজন কে? সেই চাষীর ছেলে হলেন বিশ্ববন্দিত বিজ্ঞানী, পেনিলিসিলিনের আবিস্কারক স্যার আলেকজান্ডার ফ্লেমিং। আর তার বন্ধুটি হলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল।

বন্ধুত্বের কোনো শেষ নেই। বন্ধুত্ব, ঈশ্বরের এক অমূল্য সৃষ্টি। ওদের ছাড়া জীবন সত্যিই খুব অসম্পূর্ণ। এই পোস্টটা আমাদের সমস্ত পাঠক বন্ধুদের উৎসর্গ করলাম ।

Tuesday, September 1, 2020

September 01, 2020

স্মরনে রাষ্ট্রপতি প্রনব মুখোপাধ্যায়

স্মরনে
এক নজরে রাষ্ট্রপতি প্রনব মুখোপাধ্যায়

1. জন্ম=11ই ডিসেম্বর.1935
2. জন্মস্থান=মিরাটি.জেলা বীরভূম.পঃবঙ্গ
3. ধর্ম===হিন্দু
4. শিক্ষা=রাষ্ট্রবিজ্ঞান ও ইতিহাসে M.A.এবং L.L.B.(কঃবিঃ)
5. কর্মজীবন শুরু=ডাক ও তার বিভাগের U.D.C.পরে বিধাননগর কলেজে রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক
6. নির্দল প্রার্থীর হয়ে প্রচার করতে গিয়ে রাজনীতিতে প্রবেশ=1969
7. ইন্দিরা গান্ধীর হাত ধরে কংগ্রেসে যোগদান=1969
8. কংগ্রেস দল থেকে প্রথম রাজ্যসভার সদস্য=1969
9. মোট পাঁচবার রাজ্যসভার সদস্য=1969,75,81,93,99.
10. পশ্চিমবঙ্গ থেকে কতবার রাজ্যসভার সদস্য=চারবার(গুজরাট একবার)
11. সর্বপ্রথম কেন্দ্রে শিল্পোন্নয়ন দপ্তরের প্রতি মন্ত্রী হন=1973
12. জাহাজ ও পরিবহন দপ্তরের মন্ত্রী হন=1974
13. কেন্দ্রে অর্থ দপ্তরের রাষ্ট্র মন্ত্রী হন=1974
14. কেন্দ্রে রাজস্ব ও ব্যাঙ্কিং দপ্তরের মন্ত্রী হন=1975
15. কংগ্রেস দলের/AICC-র(All India Congress committee) কোষাধ্যক্ষ/সদস্য হন=1978
16. রাজ্যসভায় কংগ্রেসের দলনেতা হন=1980
17. কেন্দ্রীয় বানিজ্য এবং খনি ও ইস্পাত মন্ত্রী হন=1980
18. কেন্দ্রীয় অর্থ মন্ত্রী হন=1982
19. আন্তর্জাতিক অর্থ ভান্ডারের(IMF) বোর্ড অফ গভর্নরস হন=1982
20. বিশ্ব ব্যাঙ্কের(World Bank) বোর্ড অফ গভর্নরস হন=1982
21. এশীয় উন্নয়ন ব্যাঙ্কের(ADB) বোর্ড অফ গভর্নরস হন=1982
22. আফ্রিকান উন্নয়ন ব্যাঙ্কের(ADB) বোর্ড অফ গভর্নরস হন=1982
23. কেন্দ্রীয় বানিজ্য ও সরবরাহ মন্ত্রী হন=1984
24. G-24 এর সভাপতি নিযুক্ত হন=1984
25. পঃবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি হন তিন বার=1985,2000,2001.
26. রাজীবের সঙ্গে মনোমালিন্যের জন্য নতুন দল রাষ্ট্রীয় সমাজবাদী কংগ্রেস(RSC) গঠন করেন=1986
27. AICC-এর অর্থনৈতিক উপদেষ্টা সেলের সভাপতি হন=1987
28. পুনরায় রাজীবের হাত ধরে কংগ্রেসে যোগদান করেন=1989
29. প্রধানমন্ত্রী নরসিমা রাও কর্তৃক পরিকল্পনা কমিশনের সহ-সভাপতি নিযুক্ত হন=1991
30. কেন্দ্রীয় বানিজ্য মন্ত্রী হন=1993
31. কেন্দ্রীয় বিদেশ মন্ত্রী নিযুক্ত হন দুবার=1995 এবং 2006.
32. SAARC এর মন্ত্রী পরিষদের সম্মেলনের সভাপতি হন=1995
33. AICC(All India Congress Committee)এর সাধারন সম্পাদক হন=1998
34. কংগ্রেসের কেন্দ্রীয় নির্বাচনী সমন্বয় কমিটির সভাপতি হন=1999
35. সর্বপ্রথম চতুর্দশ* লোকসভা নির্বাচনে জয়লাভ করেন=2004.(কেন্দ্র-জঙ্গীপুর,মুর্শিদাবাদ,পঃবঙ্গ)
36. লোকসভায় কংগ্রেসের দলনেতা হন=2004
37. কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী নিযুক্ত হন=2004
38. পুনরায় কেন্দ্রীয় বিদেশ মন্ত্রী নিযুক্ত হন=2006
39. দ্বিতীয়বার পঞ্চদশ* লোকসভা নির্বাচনে জয়লাভ করেন=2009.(কেন্দ্র-জঙ্গীপুর,মুর্শিদাবাদ,পঃবঙ্গ)
40. পুনরায় কেন্দ্রীয় অর্থ মন্ত্রী নিযুক্ত হন=2009
41. পুনরায় G-24 এর সভাপতি নিযুক্ত হন=2009
42. সর্বপ্রথম বাঙালী রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হন=2012(22শে জুলাই)**
43. ত্রয়োদশতম রাষ্ট্রপতি হিসাবে শপত গ্রহন করেন=2012.25শে জুলাই***
44. রাষ্ট্রপতি হিসাবে প্রনববাবুকে শপতবাক্য পাঠ করান=S.H.কাবাডিয়া(সুপ্রীম কোর্টের প্রধান বিচারপতি)
45. কোন রাজনৈতিক জোটের প্রার্থী হিসাবে রাষ্ট্রপতি নির্বাচিত হন=UPA(United Progressive Alliance)
46. NDA জোটের যে প্রার্থীকে পরাজিত করে রাষ্ট্রপতি নির্বাচিত হন=P.A.সাংমা(লোকসভার প্রাক্তন স্পীকার ছিলেন)
47. সরকারের 64বছরের পরিকল্পনা অবলুপ্ত করে NITI আয়োগ গঠনের সাক্ষী হন =2015(জানুয়ারি)
48.  সরকারের বাংলা দেশের সঙ্গে ছিটমহল চুক্তি সম্পাদনের জন্য 100তম সংবিধান সংশোধনের সাক্ষী হন=2015(May)
49. সরকারের GST বিল পাস করার জন্য 101তম সংবিধান সংশোধনের সাক্ষী হন=আগষ্ট 2016
50. রাষ্ট্রপতি হিসাবে প্রনববাবু GST বিলে স্বাক্ষর করেন=8ই সেপ্টেম্বর2016
51. সরকারের পাকিস্তানের মাটিতে জঙ্গী নিধনের জন্যে সেদেশের মধ্যে সার্জিক্যাল স্ট্রাইকের সাক্ষী হন =29,Sept,2016
52. সরকারের নোট বাতিল(Demonetisation) সিধান্তের সাক্ষী হন=8ই Nov,2016
53. সরকারের GST আইন কার্যকর করার সাক্ষী হন=1/7/2017
54. রাষ্ট্রপতি হিসাবে প্রনববাবু পাঁচ বছরের মেয়াদ পূর্ণ করেন=24/07/2017
55. রাষ্ট্রপতি হিসাবে প্রনববাবু বেতন পেতেন=1.5 লক্ষ টাকা
56. প্রাক্তন রাষ্ট্রপতি হিসাবে প্রনববাবু পেনশন পাবেন=75 হাজার টাকা.
57. অসুস্থতাসহ হাসপাতালে ভর্তি হন=আগস্ট-2020
58. হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় প্রনববাবুর মৃত্যু=31/08/2020
প্রনববাবুর উপাধি ও সম্মান
1. পৃথিবীর শ্রেষ্ঠ অর্থমন্ত্রী সম্মান=1984
2. ভারতের দ্বিতীয় সর্বোচ্চ অসামরিক সম্মান পদ্মভূষন=2008
3. ভারতের শ্রেষ্ঠ প্রশাসকের সম্মান=2011
4. বিভিন্ন বিষয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাম্মানিক ডক্টরেট উপাধি=8টি(2011-2015)
5. আসাম বিশ্ববিদ্যালয়ের সাম্মানিক ডি.লিট উপাধি=2012
6. বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্মান=2013
7. আইভরি কোস্ট সরকারের গ্রান্ড ক্রস সম্মান=2016
8. আবাইজান রাষ্ট্রের সাম্মানিক নাগরিকত্বের সম্মান=2016
প্রনববাবুর গ্রন্থ সমূহ
1. Midterm Poll
2. Beyond Survival
3. Off the Track
4. Saga of Struggle and Sacrifice
5. Challenges before the Nations
6. A Centenary History of the INC
7. Congress and the Making of the Indian Nation
8. Thought and Reflections
9. The Dramatic decade:The indira Gandhi years
10. Selected Speeches
11. The Turbulent Years