এক নজরে রাষ্ট্রপতি প্রনব মুখোপাধ্যায়
1. জন্ম=11ই ডিসেম্বর.1935
2. জন্মস্থান=মিরাটি.জেলা বীরভূম.পঃবঙ্গ
3. ধর্ম===হিন্দু
4. শিক্ষা=রাষ্ট্রবিজ্ঞান ও ইতিহাসে M.A.এবং L.L.B.(কঃবিঃ)
5. কর্মজীবন শুরু=ডাক ও তার বিভাগের U.D.C.পরে বিধাননগর কলেজে রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক
6. নির্দল প্রার্থীর হয়ে প্রচার করতে গিয়ে রাজনীতিতে প্রবেশ=1969
7. ইন্দিরা গান্ধীর হাত ধরে কংগ্রেসে যোগদান=1969
8. কংগ্রেস দল থেকে প্রথম রাজ্যসভার সদস্য=1969
9. মোট পাঁচবার রাজ্যসভার সদস্য=1969,75,81,93,99.
10. পশ্চিমবঙ্গ থেকে কতবার রাজ্যসভার সদস্য=চারবার(গুজরাট একবার)
11. সর্বপ্রথম কেন্দ্রে শিল্পোন্নয়ন দপ্তরের প্রতি মন্ত্রী হন=1973
12. জাহাজ ও পরিবহন দপ্তরের মন্ত্রী হন=1974
13. কেন্দ্রে অর্থ দপ্তরের রাষ্ট্র মন্ত্রী হন=1974
14. কেন্দ্রে রাজস্ব ও ব্যাঙ্কিং দপ্তরের মন্ত্রী হন=1975
15. কংগ্রেস দলের/AICC-র(All India Congress committee) কোষাধ্যক্ষ/সদস্য হন=1978
16. রাজ্যসভায় কংগ্রেসের দলনেতা হন=1980
17. কেন্দ্রীয় বানিজ্য এবং খনি ও ইস্পাত মন্ত্রী হন=1980
18. কেন্দ্রীয় অর্থ মন্ত্রী হন=1982
19. আন্তর্জাতিক অর্থ ভান্ডারের(IMF) বোর্ড অফ গভর্নরস হন=1982
20. বিশ্ব ব্যাঙ্কের(World Bank) বোর্ড অফ গভর্নরস হন=1982
21. এশীয় উন্নয়ন ব্যাঙ্কের(ADB) বোর্ড অফ গভর্নরস হন=1982
22. আফ্রিকান উন্নয়ন ব্যাঙ্কের(ADB) বোর্ড অফ গভর্নরস হন=1982
23. কেন্দ্রীয় বানিজ্য ও সরবরাহ মন্ত্রী হন=1984
24. G-24 এর সভাপতি নিযুক্ত হন=1984
25. পঃবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি হন তিন বার=1985,2000,2001.
26. রাজীবের সঙ্গে মনোমালিন্যের জন্য নতুন দল রাষ্ট্রীয় সমাজবাদী কংগ্রেস(RSC) গঠন করেন=1986
27. AICC-এর অর্থনৈতিক উপদেষ্টা সেলের সভাপতি হন=1987
28. পুনরায় রাজীবের হাত ধরে কংগ্রেসে যোগদান করেন=1989
29. প্রধানমন্ত্রী নরসিমা রাও কর্তৃক পরিকল্পনা কমিশনের সহ-সভাপতি নিযুক্ত হন=1991
30. কেন্দ্রীয় বানিজ্য মন্ত্রী হন=1993
31. কেন্দ্রীয় বিদেশ মন্ত্রী নিযুক্ত হন দুবার=1995 এবং 2006.
32. SAARC এর মন্ত্রী পরিষদের সম্মেলনের সভাপতি হন=1995
33. AICC(All India Congress Committee)এর সাধারন সম্পাদক হন=1998
34. কংগ্রেসের কেন্দ্রীয় নির্বাচনী সমন্বয় কমিটির সভাপতি হন=1999
35. সর্বপ্রথম চতুর্দশ* লোকসভা নির্বাচনে জয়লাভ করেন=2004.(কেন্দ্র-জঙ্গীপুর,মুর্শিদাবাদ,পঃবঙ্গ)
36. লোকসভায় কংগ্রেসের দলনেতা হন=2004
37. কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী নিযুক্ত হন=2004
38. পুনরায় কেন্দ্রীয় বিদেশ মন্ত্রী নিযুক্ত হন=2006
39. দ্বিতীয়বার পঞ্চদশ* লোকসভা নির্বাচনে জয়লাভ করেন=2009.(কেন্দ্র-জঙ্গীপুর,মুর্শিদাবাদ,পঃবঙ্গ)
40. পুনরায় কেন্দ্রীয় অর্থ মন্ত্রী নিযুক্ত হন=2009
41. পুনরায় G-24 এর সভাপতি নিযুক্ত হন=2009
42. সর্বপ্রথম বাঙালী রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হন=2012(22শে জুলাই)**
43. ত্রয়োদশতম রাষ্ট্রপতি হিসাবে শপত গ্রহন করেন=2012.25শে জুলাই***
44. রাষ্ট্রপতি হিসাবে প্রনববাবুকে শপতবাক্য পাঠ করান=S.H.কাবাডিয়া(সুপ্রীম কোর্টের প্রধান বিচারপতি)
45. কোন রাজনৈতিক জোটের প্রার্থী হিসাবে রাষ্ট্রপতি নির্বাচিত হন=UPA(United Progressive Alliance)
46. NDA জোটের যে প্রার্থীকে পরাজিত করে রাষ্ট্রপতি নির্বাচিত হন=P.A.সাংমা(লোকসভার প্রাক্তন স্পীকার ছিলেন)
47. সরকারের 64বছরের পরিকল্পনা অবলুপ্ত করে NITI আয়োগ গঠনের সাক্ষী হন =2015(জানুয়ারি)
48. সরকারের বাংলা দেশের সঙ্গে ছিটমহল চুক্তি সম্পাদনের জন্য 100তম সংবিধান সংশোধনের সাক্ষী হন=2015(May)
49. সরকারের GST বিল পাস করার জন্য 101তম সংবিধান সংশোধনের সাক্ষী হন=আগষ্ট 2016
50. রাষ্ট্রপতি হিসাবে প্রনববাবু GST বিলে স্বাক্ষর করেন=8ই সেপ্টেম্বর2016
51. সরকারের পাকিস্তানের মাটিতে জঙ্গী নিধনের জন্যে সেদেশের মধ্যে সার্জিক্যাল স্ট্রাইকের সাক্ষী হন =29,Sept,2016
52. সরকারের নোট বাতিল(Demonetisation) সিধান্তের সাক্ষী হন=8ই Nov,2016
53. সরকারের GST আইন কার্যকর করার সাক্ষী হন=1/7/2017
54. রাষ্ট্রপতি হিসাবে প্রনববাবু পাঁচ বছরের মেয়াদ পূর্ণ করেন=24/07/2017
55. রাষ্ট্রপতি হিসাবে প্রনববাবু বেতন পেতেন=1.5 লক্ষ টাকা
56. প্রাক্তন রাষ্ট্রপতি হিসাবে প্রনববাবু পেনশন পাবেন=75 হাজার টাকা.
57. অসুস্থতাসহ হাসপাতালে ভর্তি হন=আগস্ট-2020
58. হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় প্রনববাবুর মৃত্যু=31/08/2020
প্রনববাবুর উপাধি ও সম্মান
1. পৃথিবীর শ্রেষ্ঠ অর্থমন্ত্রী সম্মান=1984
2. ভারতের দ্বিতীয় সর্বোচ্চ অসামরিক সম্মান পদ্মভূষন=2008
3. ভারতের শ্রেষ্ঠ প্রশাসকের সম্মান=2011
4. বিভিন্ন বিষয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাম্মানিক ডক্টরেট উপাধি=8টি(2011-2015)
5. আসাম বিশ্ববিদ্যালয়ের সাম্মানিক ডি.লিট উপাধি=2012
6. বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্মান=2013
7. আইভরি কোস্ট সরকারের গ্রান্ড ক্রস সম্মান=2016
8. আবাইজান রাষ্ট্রের সাম্মানিক নাগরিকত্বের সম্মান=2016
প্রনববাবুর গ্রন্থ সমূহ
1. Midterm Poll
2. Beyond Survival
3. Off the Track
4. Saga of Struggle and Sacrifice
5. Challenges before the Nations
6. A Centenary History of the INC
7. Congress and the Making of the Indian Nation
8. Thought and Reflections
9. The Dramatic decade:The indira Gandhi years
10. Selected Speeches
11. The Turbulent Years
No comments:
Post a Comment