SMDN Tutorial

Made Learning Easy with Quality Materials.

Breaking

Saturday, September 26, 2020

TBSE Bachhar Bachao Examination Date and Application form Fillup for 2020

ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ প্রথমবারের মতো বছর বাঁচার পরীক্ষা নিতে যাচ্ছে আগামী অক্টোবর মাসের 12 তারিখ হইতে । বিগত বছরে সাপ্লিমেন্টারি পরীক্ষা ছিল যাতে কোনো পরীক্ষার্থী একটি বিষয়ে অন্য হলে সে পরীক্ষা দিতে পারবে কিন্তু বর্তমানে বছর বাঁচাও পরীক্ষায় সর্বোচ্চ দুটি ভিন্ন হলে সেই পরীক্ষার্থী পুনরায় পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হওয়ার সুযোগ পায় ।
বছর বাঁচাও পরীক্ষাতে কোন ইচ্ছুক প্রার্থীদের চাইলে তার আগে পরীক্ষার জন্য আবেদনপত্র পূরণ করে বিদ্যালয় জমা করতে হবে আবেদনপত্রের নমুনা নিচে ডাউনলোড করার জন্য দেয়া হল সেটা ডাউনলোড করে, সেটা পূরণ করে সঙ্গে এডমিট কার্ড এবং লাস্ট মার্কশিট সহ পরীক্ষার ফি বিদ্যালয়ে জমা করতে হবে আগামী 3 অক্টোবর 2020 এর মধ্যে । বিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষার আবেদন পত্র সমগ্র আগামী 7 অক্টোবর 2020 এর মধ্যে পর্ষদ অফিসে জমা করতে হবে । আগামী 12 অক্টোবর থেকে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক বছর বাচ্চার পরীক্ষা শুরু হবে পরীক্ষার রুটিন নিচে দেয়া হল দেখে নিন ।

বছর বাঁচাও মাধ্যমিক পরীক্ষার সময়সূচী

বছর বাঁচাও উচ্চমাধ্যমিক পরীক্ষার সময়সূচি

বছর বছর পরীক্ষার আবেদনপত্র ডাউনলোড করুন

বছর বাঁচাও পরীক্ষার রুটিন ডাউনলোড করুন
DOWNLOAD


আরো বিশদ বিবরণ এর জন্য নিচে দেওয়া ভিডিওটি দেখুন


No comments:

Post a Comment