SMDN Tutorial

Made Learning Easy with Quality Materials.

Breaking

Sunday, July 12, 2020

2018 Tripura TET Question pdf Download

Previous Year Question Paper 2018 । Teacher's Recruitment Board of Tripura

টেট ওয়ান পরীক্ষার্থীদের জন্য নির্দেশাবলী :
1.প্রশ্নপত্রে লেখার জন্য এবং OMR উত্তরপত্রের উত্তর চিহ্নিত করতে শুধুমাত্র কালো কালির বল পয়েন্ট কলম ব্যবহার করতে হবে ।

2.এই পরীক্ষার সময়ঃ 2 ঘন্টা 23 মিনিট পরীক্ষায় মোট 150 টি MCQ প্রশ্ন থাকবে।

3.ভুল উত্তরের জন্য কোনো নম্বর কাটা যাবে না ।
5.OMR উত্তরপত্রতে সঠিকভাবে প্রশ্নপত্রের সিরিজ কোড লিখতে হবে ।

6.পরীক্ষার্থীকে রাফ ওয়ার্ক করতে হবে শুধুমাত্র প্রশ্নপত্রে নির্দিষ্ট করা স্থানে ।

7.উত্তর পত্রের উত্তর শুধুমাত্র OMR উত্তরপত্রে চিহ্নিত করতে হবে । উত্তর চিহ্নিত করার বিষয়ে পরীক্ষার্থীকে সর্বোচ্চ সর্তকতা অবলম্বন করতে হবে । প্রশ্নের উত্তর একবার চিহ্নিত হয়ে গেলে কোন অবস্থাতেই তাকে পরিবর্তন বা সংশোধন করা যাবেনা ।

8.কালি মুছনি ইরেজার বা সাদা তরল জাতীয় বস্তুর ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ ।

9.পরীক্ষার্থীদের মনে রাখতে হবে যে প্রশ্নপত্রের ভাগ I, IV এবং V এর প্রশ্নগুলি দ্বিভাষিক (ইংরেজি ও বাংলা) । এক্ষেত্রে ভাষা মাধ্যম বা সংস্করণে কোন ধরনের অসঙ্গতি অথবা বুঝার অসুবিধা উপলব্ধ হলে পরীক্ষার্থীরা ইংরেজি সংস্করণকেই প্রকৃত শুদ্ধ বলে গণ্য করবেন ।
 
2018 TET 1 Question

টেট টু পরীক্ষার্থীদের জন্য নির্দেশাবলী :
1.প্রশ্নপত্রে লেখার জন্য এবং OMR উত্তরপত্রের উত্তর চিহ্নিত করতে শুধুমাত্র কালো কালির বল পয়েন্ট কলম ব্যবহার করতে হবে ।

2.এই পরীক্ষার সময়ঃ 2 ঘন্টা 23 মিনিট পরীক্ষায় মোট 150 টি MCQ প্রশ্ন থাকবে।

3.ভুল উত্তরের জন্য কোনো নম্বর কাটা যাবে না ।
5.পরীক্ষার্থীকে প্রশ্ন নম্বর 91 থেকে 150 এর উত্তর করতে হবে Part-IV (গণিত এবং বিজ্ঞান বিভাগ) অথবা Part-V (সমাজবিদ্যা বিভাগ) এর মধ্য থেকে যে কোন একটি বিভাগ থেকে ।

6.OMR উত্তরপত্রতে সঠিকভাবে প্রশ্নপত্রের সিরিজ কোড লিখতে হবে ।

7.পরীক্ষার্থীকে রাফ ওয়ার্ক করতে হবে শুধুমাত্র প্রশ্নপত্রে নির্দিষ্ট করা স্থানে ।

8.উত্তর পত্রের উত্তর শুধুমাত্র OMR উত্তরপত্রে চিহ্নিত করতে হবে । উত্তর চিহ্নিত করার বিষয়ে পরীক্ষার্থীকে সর্বোচ্চ সর্তকতা অবলম্বন করতে হবে । প্রশ্নের উত্তর একবার চিহ্নিত হয়ে গেলে কোন অবস্থাতেই তাকে পরিবর্তন বা সংশোধন করা যাবেনা ।

9.কালি মুছনি ইরেজার বা সাদা তরল জাতীয় বস্তুর ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ ।

10.পরীক্ষার্থীদের মনে রাখতে হবে যে প্রশ্নপত্রের ভাগ I, IV এবং V এর প্রশ্নগুলি দ্বিভাষিক (ইংরেজি ও বাংলা) । এক্ষেত্রে ভাষা মাধ্যম বা সংস্করণে কোন ধরনের অসঙ্গতি অথবা বুঝার অসুবিধা উপলব্ধ হলে পরীক্ষার্থীরা ইংরেজি সংস্করণকেই প্রকৃত শুদ্ধ বলে গণ্য করবেন ।

2018 TET 2 Question

No comments:

Post a Comment