SMDN Tutorial

Made Learning Easy with Quality Materials.

Breaking

Friday, May 24, 2024

May 24, 2024

ত্রিপুরা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল দেখার Direct Link 2024 । ফলাফল প্রকাশ হচ্ছে 24 মে 2024

ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সচিব এক বিজ্ঞপ্তিতে জানান যে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা 2024 এর ফলাফল ঘোষণা করা হবে আগামী 24 মে 2024 দুপুর 12 ঘটিকায় ।

একইসঙ্গে মাধ্যমিকের পুরাতন সিলেবাস এর রেজাল্ট, মাদ্রাসা আলিম, মাদ্রাসা ফাজিল পরীক্ষার ফলাফল ঘোষণা করা হচ্ছে ।  
CBSE এর অধীনে ত্রিপুরা বিদ্যাজ্যোতি স্কুলের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছিল 

ত্রিপুরা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল সকাল 12 টায় ঘোষণা করা হবে পর্ষদের মিলনায়তনে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এবং 12:30 থেকে শিক্ষার্থীরা ওয়েবসাইটের মাধ্যমে এবং SMS এর মাধ্যমে প্রভিশনাল রেজাল্ট দেখতে পারবেন ।
যেসব ওয়েবসাইট থেকে রেজাল্ট দেখা যাবে সেগুলো হলোঃ 

For Regular Madhyamik / HS New Syllabus Candidate

For Madhyamik/HS Old Syllabus

For Madhyamik / HS Old Syllabus and New Syllabus Candidate 


উপরের লিংকগুলোতে ক্লিক করে আপনারা রেজাল্ট দেখতে পারেন।

শিক্ষার্থীরা SMS করেও রেজাল্ট জানতে পারেন । শুধুমাত্র নতুন সিলেবাস মাধ্যমিক পরীক্ষার ফলাফল জানতে হলে টাইপ করুন TBSE12 তারপর স্পেস দিয়ে রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বার টাইপ করে 7738299899 এই নম্বরে এসএমএস পাঠাতে হবে , তাহলে সঙ্গে সঙ্গে রিপ্লাই আসবে আপনার রেজাল্ট ।মনে রাখবেন রেজিস্ট্রেশন নাম্বার এবং রোল নাম্বার এর মধ্যে কোন স্পেস থাকবে না।
 উদাহরণস্বরূপ কোন শিক্ষার্থীর যদি রেজিস্ট্রেশন নাম্বার হয় 27514 এবং রোল নাম্বার হয় 438211116450 তবে এসএমএস করবে এইভাবে:
TBSE12 27514438211116450
তারপর সেটা পাঠিয়ে দেবে 7738299899 এই নাম্বারে ।
মাধ্যমিকের ক্ষেত্রে লিখতে হবে TBSE10

স্টাডি সংক্রান্ত সমস্ত ধরনের লেটেস্ট নিউজ পাবার জন্য আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন।