SMDN Tutorial

Made Learning Easy with Quality Materials.

Breaking

Tuesday, July 14, 2020

Classes 4,5 Mathematics Online Class

চতুর্থ ও পঞ্চম শ্রেণীর বেসিক গণিত অনলাইন ক্লাস আপনারা এই পেজে পাবেন।

সংখ্যা ছক ব্যবহার করে কিভাবে গুন করতে হয় সেটা দেখানো হয়েছে ।


ভগ্নাংশ, ভগ্নাংশের গুণ, ভাগ, যোগ, বিয়োগ ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে।

সহজভাবে সংখ্যা ছক ব্যবহার করে নামতা শেখানো হয়েছে।

বিভিন্ন জ্যামিতিক আকৃতি যেমন ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত, শঙ্কু ইত্যাদি বিস্তারিত আলোচনা করা হয়েছে।

ভাগ নিয়ে পরপর দুটো ক্লাস রয়েছে ।বিস্তারিতভাবে বিষয়টি বুঝিয়ে দেওয়া হয়েছে এবং উদাহরণের সাহায্যে দেখিয়ে দেওয়া হয়েছে ।


কোন সংখ্যার উৎপাদক কি এবং উৎপাদক কিভাবে নির্ণয় করতে হয়, সেটা আলোচনা করা হয়েছে উদাহরণসহ ।

বিভাজ্যতা এবং তার নিয়ম নিয়ে আলোচনা করা হয়েছে । কোন সংখ্যা কত দ্বারা বিভাজ্য খুব সহজে কিভাবে নির্ণয় করা যায়, যাচাই করা যায় সেটা আলোচনা করা হয়েছে ।


পূর্ণসংখ্যা, ভগ্নাংশ এবং তাদের যোগ, বিয়োগ, গুন, ভাগ ইত্যাদি বিষয়ে উদাহরণসহ আলোচনা করা হয়েছে ।




ত্রিপুরা সরকারের বিদ্যালয় শিক্ষা দপ্তরের উদ্যোগে, সমগ্র শিক্ষা অভিযান এর আর্থিক সহায়তায়, দূরদর্শন কেন্দ্র আগরতলায় রেকর্ডকৃত ক্লাস এগুলো।

No comments:

Post a Comment