2020 এর সিস্টেম
পরীক্ষায় পাস করার জন্য প্রতিটি বিষয়ে আলাদা আলাদা করে 33 মার্ক পেতে হবে । যদি টোটাল মার্কস 165 বা তার বেশি হয় কিন্তু কোন এক বা দুইটি বিষয়ে মার্কস 33 এর কম হয় তাহলে শিক্ষার্থীকে ওই নির্দিষ্ট বিষয়ে বছর বাঁচাও পরীক্ষায় বসতে হবে । বছর বাঁচাও পরীক্ষা সংঘটিত হয় ফলাফল প্রকাশের এক মাসের মাথায়। এই বছরের রেজাল্ট BBM, BBSC, BBSSC এমন হয়েছে, তার মানে হল শিক্ষার্থীকে বছর বাঁচাও পরীক্ষায় বসতে হবে ।
BBM -Bachar Bachao in MATHEMATICS
BBSC -Bachar Bachao in SCIENCE
BBSSC -Bachar Bachao in SOCIAL SCIENCE
যদি দুইটির বেশি পরীক্ষায় 30এর কম মার্কস পায় তাহলে তাকে অকৃতকার্য বলে ধরা হবে এবং পরের বছর সব কয়টি বিষয়ে পরীক্ষা দিতে হবে কন্টিনিউ (Continue Candidate) হিসাবে ।
বছর বাঁচাও পরীক্ষায় শুধুমাত্র লিখিত পরীক্ষার মার্ক গুলো হিসেব করা হবে কিন্তু প্রজেক্ট এর মার্ক আগের মার্কশিট অনুযায়ী হিসেব করা হবে ।
2019 এর সিস্টেম
পরীক্ষায় পাস করার জন্য প্রতিটি বিষয়ে আলাদা আলাদা ভাবে 30 করে মার্কস পতে হবে । যদি সর্বমোট মার্ক 150 বা তার বেশি হয় কিন্তু কোন একটি বিষয়ে মার্কস 30 এর কম হয়, তাহলে সে ওই নির্দিষ্ট বিষয়ে সাপ্লিমেন্টারি (Supplimentary Examination) পরীক্ষা দিতে পারবে। সাপ্লিমেন্টারি পরীক্ষা সংঘটিত হতো পরীক্ষার ফলাফল ঘোষণার এক মাসের মাথায় । কিন্তু যদি দুইটি বিষয়ে 30 এর কম মার্কস পায় , তাহলে তাকে পরের বছর ওই দুইটি বিষয়ে পরীক্ষা দিতে হবে কম্পার্টমেন্টাল ক্যান্ডিডেট (Compertmental Candidate) হিসাবে । দুইয়ের অধিক বিষয়ে 30 এর কম মার্কস পেলে তাকে অকৃতকার্য বলে ধরা হবে এবং পরের বছর সবকয়টা বিষয়ে কন্টিনিউ ক্যান্ডিডেট (Continue Candidate) হিসাবে পরীক্ষা দিতে হবে ।
পুরাতন সিলেবাসের সিস্টেম
পুরাতন সিলেবাস এর গ্রুপ এর মাধ্যমে পরীক্ষা হতো । বাংলা দুটি এবং ইংরেজি মিলে একটি গ্রুপ । পদার্থবিদ্যা, জীববিদ্যা এবং গণিত মিলে একটি গ্রুপ । ভূগোল, ইতিহাস মিলে আরেকটি গ্রুপ । সেখানে প্রতিটি বিষয়ে আলাদা ভাবে পাস মার্ক পাওয়ার প্রয়োজন ছিল না তবে কমপক্ষে 20 মার্ক পেতে হবে । পাস মার্ক ছিল 34 শতাংশ । প্রতিটি গ্রুপে 34 শতাংশ মার্ক পেলে পাস বলে গণ্য করা হতো । কোন গ্রুপের যদি 34 শতাংশ কম নাম্বার হত তাহলে কোন ধরনের পরীক্ষার সুযোগ ছিল না পরের বছর সব কয়টা বিষয় পুনরায় পরীক্ষা দিতে হতো ।
বিস্তারিত দেখুন এই ভিডিওতে ।
No comments:
Post a Comment