GNM , ANM নার্সিং কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। উচ্চমাধ্যমিক উত্তীর্ণ শিক্ষর্থীরা অনলাইনে ভর্তির জন্য আবেদন করতে পারেন। মৌখিক পরীক্ষার মাধ্যমে ভর্তির জন্য মনোনীত করা হবে ।
এ এন এম এর জন্য বয়স হতে হবে 17 বছর থেকে 30 বছর এর মধ্যে । উচ্চমাধ্যমিক উত্তীর্ণ যে কোনো শিক্ষার্থী আবেদন করতে পারবেন এক্ষেত্রে নম্বরের কোনো বাধ্যবাধকতা নেই । এন এম এর ক্ষেত্রে মহিলাদের জন্য সিট সংখ্যা 155.
জিএনএম এর জন্য বয়স হতে হবে 17 থেকে 30 বছরের মধ্যে । উচ্চমাধ্যমিক উত্তীর্ণ শিক্ষার্থীর যাদের ন্যূনতম 40% নাম্বার রয়েছে অথবা এসসি এসটি এর ক্ষেত্রে 35% নাম্বার রয়েছে তারাই কেবল মাত্র আবেদন করতে পারবেন । জিএনএম এর ক্ষেত্রে পুরুষদের জন্য সিট সংখ্যা 50 মহিলাদের জন্য সিট সংখ্যা 50.
অনলাইনে আবেদন করা যাবে 21 আগস্ট 2020 থেকে 4 সেপ্টেম্বর 2020 পর্যন্ত।তারপর 10 সেপ্টেম্বর থেকে 20 সেপ্টেম্বর 2020 পর্যন্ত এডমিট কার্ড ডাউনলোড করা যাবে। মৌখিক পরীক্ষার দিনক্ষণ এখনো ঘোষণা করা হয়নি পরবর্তীতে জানিয়ে দেয়া হবে।
Online Admission Click Hereঅনলাইনে আবেদন করতে হলে নির্দিষ্ট কিছু ডকুমেন্ট আপলোড করতে হবে।
1. উচ্চমাধ্যমিকের মার্কশিট ও সার্টিফিকেট।
2. মাধ্যমিকের এডমিট কার্ড।
3. ত্রিপুরায় বসবাসের প্রমাণপত্র পি.আর.টি.সি.
4.এস সি , এস টি এর ক্ষেত্রে কাস্ট সার্টিফিকেট।
5.দিব্যাঙ্গ দের ক্ষেত্রে ডিজেবল সার্টিফিকেট.
6. পাসপোর্ট সাইজের ছবি ও সিগনেচার।
For More Details, watch this Video.
Educational Notification for admission of AMN & GNM courses in the session 2020
Thanks for this information
ReplyDelete