SMDN Tutorial

Made Learning Easy with Quality Materials.

Thursday, December 3, 2020

Bengali Module 6 ত্রিপুরা_শিল্প সমম্বিত শিখন Quiz Answer

Bengali Module 6
ত্রিপুরা_শিল্প সমম্বিত শিখন
03/12/2020 থেকে 15/12/2020
100% Correct Answers of the Bengali Quiz of this Module
👇👇👇

অনলাইনে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে দীক্ষা মোবাইল অ্যাপ এর মাধ্যমে । প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ এর এই কর্মসূচি অব্যাহত থাকবে ৩ মাস ।নভেম্বর ২০২০ থাকে বাংলা মাধ্যমে SCERT এর উদ্যোগে এই কর্মসূচি শুরু হয়েছে এবং চলবে জানুয়ারি ২০২১ পর্যন্ত । প্রতি মাসে ৬ টা করে মোট ১৮ টা মডিউল এ ট্রেনিং প্রোগ্রাম সম্পূর্ণ হবে । প্রতিটি মডিউল শেষ করার পর কুইজ টেস্ট দিতে হয়। প্রতিটি কোর্স সফলভাবে সম্পূর্ণ করার পর শংসাপত্র বা certificate প্রদান করা হয়। সম্পূর্ণ কর্মসূচি শেষ করার পর পুনরায় একটা সামগ্রিক শংসাপত্র প্রদান করা হবে ।

আজকে আপনি ডিসেম্বর এর ৩ তারিখ শুরু হাওয়া Bengali Module 6 ত্রিপুরা_শিল্প সমম্বিত শিখন এর মূল্যায়নের জন্য নির্ধারিত ৫ টি প্রশ্ন এর সঠিক উত্তর জানতে পারবেন ।

No comments:

Post a Comment