ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ এই বছর অর্থাৎ 2021-22 শিক্ষাবর্ষে MCQ, 1 Marks Questions এবং 2 মার্কা Questions দিয়ে দুটি টার্মে পরীক্ষা নেবে । প্রতিটি টার্মের 40 মার্কের পরীক্ষা হবে এবং 10 মাস থাকবে ইন্টার্নাল অ্যাসেসমেন্ট হিসেবে । Term-1 পরীক্ষা হবে 2021 এর ডিসেম্বর মাসে এবং Term-2 এর পরীক্ষা হবে 2022 এর এপ্রিল মাসে । সেই অনুযায়ী সিলেবাসকে দুটো ভাগে ভাগ করা হয়েছে । Term-1 পরীক্ষা হবে নিজের নিজের বিদ্যালয়গুলিতে কিন্তু প্রশ্নপত্র মধ্যশিক্ষা পর্ষদ থেকে আসবে । Term-2 এর পরীক্ষা ফাইনাল পরীক্ষার মতো অন্য সেন্টারে গিয়ে হবে । যদি করোনা পরিস্থিতি ঠিকঠাক না থাকে তাহলে Term-2 পরীক্ষা নাও হতে পারে । এক্ষেত্রে Term-1 পরীক্ষার উপর ভিত্তি করেই রেজাল্ট দেয়া হবে । সে অনুযায়ী সম্পূর্ণ সিলেবাস আপনারা এখান থেকে পেয়ে যাবেন প্রয়োজনে ডাউনলোড করে নেবেন ।
Friday, September 17, 2021
TBSE 2021-22 Reduced Syllabus PDF Download
by
SMDN Tutorial
on
September 17, 2021
in
CLASS 10,
CLASS 11,
CLASS 12A,
CLASS 12C,
CLASS 12S,
CLASS 9,
TBSE
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment