Ans : পাঠ পরিকল্পনা বলতে বোঝায় শিক্ষকের সুবিধার জন্য শিক্ষক কর্তৃক বা প্রতিষ্ঠান কর্তৃক প্রণয়ন করা এমন এক ধরনের পরিকল্পনা যাতে উল্লেখ থাকে শিক্ষার্থীদের কি শিখতে হবে, কি শেখাতে হবে, নির্ধারিত লক্ষ্য অর্জনের উপায় অর্থাৎ শিক্ষার্থীদের কে শিক্ষক কোন পন্থা, পদ্ধতি ও কৌশল ব্যবহার করে শিক্ষাদান করবেন ইত্যাদি ।
Q: গঠনমূলক মূল্যায়ন কি ?
Ans : সাধারণত একটি একক, কোর্স বা নির্দেশনা মূলক প্রোগ্রাম চলাকালীন শিক্ষার্থীদের পারদর্শীতাকে সামঞ্জস্যপূর্ণভাবে অ্যাসেসমেন্ট করা বোঝায় অর্থাৎ শ্রেণিকক্ষে বিষয়বস্তু আলোচনার সময় যে ধরনের মূল্যায়ন করা হয় সেটাই গঠনমূলক মূল্যায়ন।
গঠনমূলক মূল্যায়ন এর সাহায্যে শিক্ষক-শিক্ষার্থীদের ধারণা গঠন হয়েছে কিনা এবং শিক্ষার্থীদের অগ্রগতি সম্পর্কে জানতে পারেন ।
Q: গণিত শিক্ষনে প্রতিপাদন পদ্ধতি কি ?
Ans : যে পদ্ধতিতে শিক্ষক-শিক্ষিকা শ্রেণিকক্ষে পাঠদান কার্যে স্থিরীকৃত বিষয়বস্তুকে যথার্থ শিক্ষণ প্রদীপন এর সাহায্যে শিক্ষার্থীদের পূর্ব জ্ঞান এর উপর ভিত্তি করে প্রয়োজন উপযোগী পরীক্ষা, উদাহরণ ও বাস্তব অবস্থার আলোচনা অনুসারে উপস্থাপন করেন তাকে বলা হয় প্রতিপাদন পদ্ধতি ।
Q: প্রাথমিক স্তরে গণিত শিখনের উদ্দেশ্য গুলি লেখ ।
Ans : 1. গণিতে শিশুর জ্ঞান ভান্ডার সমৃদ্ধ করা, যাতে শিশুর চিন্তাশক্তিও যৌক্তিক ক্ষমতা বিকাশ ঘটে ।
2. গণিতের শিশুকে কৌতুহলী অনুসন্ধিৎসু করে তোলা, যাতে তার গবেষণামূলক মনন তৈরি হয় । ভবিষ্যতে গাণিতিক সত্য অনুসন্ধানের উৎসাহী হতে পারে।
3. দৈনন্দিন জীবনে ও পেশাগত প্রয়োজনে গণিতের ব্যবহারিক দিকে শিশুকে সক্ষম করে তোলা, যাতে সে গণিত এর মাধ্যমে বাস্তব সমস্যার সমাধান করতে পারে ।
Q: স্তম্ভ চিত্র কি ?
Ans : স্তম্ভ চিত্র হলো এমন একটি চিত্র যে কোন শ্রেনীভুক্ত উপাত্তকে (Data) প্রকাশ করে । এতে উচ্চতা বা দৈর্ঘ্য এর মান আনুপাতিক হারে আয়তক্ষেত্রাকার স্তম্ভে থাকে ।
Q: মধ্যক কি ?
Ans : মধ্যক হল এমন একটি সাংখ্যমান যা মানের উর্ধ্বক্রম বা নিম্নক্রম অনুসারে সাজানো বন্টনের স্কোরগুলি দুই ভাগে ভাগ করে ।
Q: গণিতের চারটি প্রকৃতি লিখ ।
Ans : 1. গণিত হলো একটি বিজ্ঞান যেখানে স্থান, সংখ্যা, মাত্রা ও পরিমাপ নিয়ে আলোচনা করা হয়।
2. ব্যক্তির ইচ্ছা, আবেগ, আকাঙ্ক্ষা ইত্যাদি দ্বারা প্রভাবিত হয় না।
3. গণিতের ভিত্তি হলো নির্ভুলতা, নিশ্চয়তা ও প্রয়োগধর্মী ।
4. গণিত হলো সুসংবদ্ধ, যুক্তিভিত্তিক এবং এর ভাষা দ্ব্যর্থহীন ।
Q: নির্মিতিবাদ এর সংজ্ঞা লিখ ।
Ans: নির্মিতিবাদ হলো নিষ্ক্রিয়ভাবে তথ্য গ্রহনের পরিবর্তে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থী নিজেই বিষয়গত তাৎপর্য ও জ্ঞান নির্মাণে অগ্রসর করার কৌশল । এতে শিক্ষার্থীদের পূর্বজ্ঞান এর ভিত্তিতে শিখন শুরু হয় । এই প্রক্রিয়ায় শিক্ষকের কাজ হল শিক্ষার্থীদের সৃজনাত্মক চিন্তাধারার বিকাশের সুযোগ করে দিয়ে শিক্ষার্থীকে আরো উদ্যমী ও স্বনির্ভর করে তোলা।
Q: বিষমতার পরিমাপ গুলি কি কি ?
Ans : রাশিবিজ্ঞানে বিষমতার পরিমাপ 5 ধরনের ।
1. প্রসার (Range)
2. গড় বিচ্যুতি (Mean Deviation)
3. আদর্শ বিচ্যুতি (Standard Deviation)
4. চতুর্থাংশ বিচ্যুতি (Quertile Deviation)
5. ভেদাংক (Variance)
Q: পরিসংখ্যান এর দুটি বৈশিষ্ট্য লিখ ।
Ans : 1. পরিসংখ্যান এর প্রধান বৈশিষ্ট্য হচ্ছে একের অধিক বিপুল পরিমাণে সংখ্যা সংগ্রহ করা, বিশ্লেষণ করা, প্রয়োগ করা এবং সর্বশেষ ফলাফল প্রণয়ন করা ।
2. পরিসংখ্যানের প্রতিটি উপাত্তকে(Data) সংখ্যা দ্বারা প্রকাশ করা হয় ।
Q: চলক কি ? চলক এর প্রকারভেদ লিখ ।
Ans: গণিতের চলক বা চলরাশি বলতে এমন একটি রাশিকে বোঝায়, যার মান কোন গাণিতিক সংখ্যা বা পরীক্ষণ এর প্রেক্ষাপটে অজ্ঞান ও অপরিবর্তনশীল এবং এটি কোনো প্রদত্ত সেটের বিভিন্ন মান গ্রহণ করতে পারে ।
চলক দুই প্রকার ।
1. গুণবাচক চলক (Quality Variable)
2. সংখ্যাবাচক চলক (Numeric Variable)
No comments:
Post a Comment