STATE Code
Asssam : AS
Arunachal Pradesh : AR
Manipur : MN
Meghalaya : ML
Mizoram : MZ
Nagaland : NL
Sikkim : SK
Tripura : TR
Longest in North Eastern State of India
Longest State : Arunachal Pradesh
Longest District : Dibang (AR)
Longest River Island : Majuli (AS)
Longest Zoo : Assam State Zoo
Longest Lake : Loktak Lake (MN)
Longest River Bridge : Kaliabhomora (AS)
Biggest in North Eastern State of India
Biggest Railway Station : Guwahati Railway Station (AS)
Biggest Airport : Lokapriya Gopinath Bordaloi International Airport (AS)
Biggest River : Brahmaputra (AS)
Biggest National Park : Namdhapha National Park (AR)
Biggest Wildlife Sanctuary : Dibang (AR)
Biggest Monastery : Tawang Monastery (AR)
Biggest Village : Barobasti (NL)
Biggest Open Market : Barbazar (ML)
Biggest Cathedral : Catholic Cathedral (NL)
Smallest in North Eastern State of India
Smallest State : Sikkim
Smallest National Park : Keibul Lamjao (MN)
Smallest Wildlife Sanctuary : Siju (ML)
Smallest District : Bishnupur (MN)
Smallest River Island : Umananda (AS)
Oldest in North Eastern State of India
Oldest Refinary : Digboi (AS)
Oldest Church : Nongsawlia Presbyterian Church (ML)
Highest in North Eastern State of India
Highest Peak : Kangte (AR)
Highest Rainfall : Mawsynram (ML)
Highest Dense State : Assam
**Multiple-Choice Quiz: Longest and Biggest in North Eastern State of India**
1. Which state is recognized as the longest in North Eastern India?
a) Assam
b) Arunachal Pradesh
c) Manipur
d) Nagaland
2. What is the longest district in Arunachal Pradesh?
a) Tawang
b) Dibang
c) Itanagar
d) Papum Pare
3. Which river island holds the title of the longest in North Eastern India?
a) Majuli
b) Umananda
c) Sivsagar
d) Dibrugarh
4. Which zoo is identified as the longest in this region?
a) Assam State Zoo
b) Guwahati Zoo
c) Rajiv Gandhi Zoo
d) Itanagar Zoo
5. What is the longest lake in North Eastern India?
a) Loktak Lake
b) Chilika Lake
c) Beas Lake
d) Wular Lake
6. Which river bridge is the longest in North Eastern India?
a) Dhola-Sadiya Bridge
b) Kaliabhomora Bridge
c) Brahmaputra Bridge
d) Guwahati Bridge
7. Which railway station is the biggest in North Eastern India?
a) Dimapur Railway Station
b) Agartala Railway Station
c) Guwahati Railway Station
d) Silchar Railway Station
8. What is recognized as the biggest airport in North Eastern India?
a) Imphal International Airport
b) Lokapriya Gopinath Bordaloi International Airport
c) Bagdogra Airport
d) Agartala Airport
9. Which natural feature is cited as the biggest river in North Eastern India?
a) Godavari
b) Ganga
c) Brahmaputra
d) Indus
10. What is the biggest national park located in North Eastern India?
a) Kaziranga National Park
b) Namdhapha National Park
c) Manas National Park
d) Keibul Lamjao National Park
11. What is the smallest state in the North Eastern region of India?
A) Mizoram
B) Sikkim
C) Tripura
D) Nagaland
12. Which of the following is the smallest national park in North Eastern India?
A) Kaziranga
B) Keibul Lamjao
C) Manas
D) Neora Valley
13. Identify the smallest wildlife sanctuary listed in the text.
A) Namdapha
B) Nokrek
C) Siju
D) Sangsang
14. Which district holds the title for the smallest district in North Eastern India?
A) East Khasi Hills
B) Bishnupur
C) West Siang
D) Ri Bhoi
15. What is the smallest river island mentioned in the text?
A) Majuli
B) Manikaran
C) Bhakra
D) Umananda
16. Where is the oldest refinery located in North Eastern India?
A) Numaligarh
B) Digboi
C) Boko
D) Guwahati
17. Which of the following is recognized as the oldest church in the North Eastern states?
A) St. John's Church
B) Nongsawlia Presbyterian Church
C) Holy Cross Church
D) St. Joseph's Church
18. What is the highest peak in the North Eastern region of India?
A) Kangte
B) Khawthlung
C) Saramati
D) Phawngpui
19. Which location is known for receiving the highest rainfall in North Eastern India?
A) Cherrapunji
B) Mawsynram
C) Shillong
D) Itanagar
20. Which state is noted as the highest dense state in the North Eastern region of India?
A) Manipur
B) Meghalaya
C) Assam
D) Arunachal Pradesh
**Answers:**
1. b) Arunachal Pradesh
2. b) Dibang
3. a) Majuli
4. a) Assam State Zoo
5. a) Loktak Lake
6. b) Kaliabhomora Bridge
7. c) Guwahati Railway Station
8. b) Lokapriya Gopinath Bordaloi International Airport
9. c) Brahmaputra
10. b) Namdhapha National Park
11. B) Sikkim
12. B) Keibul Lamjao
13. C) Siju
14. B) Bishnupur
15. D) Umananda
16. B) Digboi
17. B) Nongsawlia Presbyterian Church
18. A) Kangte
19. B) Mawsynram
20. C) Assam
উপরে উল্লেখিত 20 টি ছাড়া ভারতের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলিকে কেন্দ্র করে আরো 50 টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর দেওয়া হল, যেগুলি শিক্ষক নিয়োগ বা অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় সহায়ক হতে পারে। প্রশ্নগুলি তৈরি করেছেন মিঠুন স্যার।
ভারতের উত্তর-পূর্বাঞ্চল সংক্রান্ত ৫০ টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর (MCQ):
1. ভারতের উত্তর-পূর্বাঞ্চলের মোট কয়টি রাজ্য রয়েছে?
ক) ৫টি
খ) ৬টি
গ) ৭টি
ঘ) ৮টি
উত্তরঃ ঘ) ৮টি
2. "সেভেন সিস্টার্স" বলে কোন রাজ্যগুলোকে বোঝানো হয়?
ক) উত্তর-পূর্ব ভারতের ৮টি রাজ্য
খ) ৭টি রাজ্য ব্যতীত সিকিম
গ) ৭টি পাহাড়ি রাজ্য
ঘ) শুধুমাত্র আসাম ও মেঘালয়
উত্তরঃ খ) ৭টি রাজ্য ব্যতীত সিকিম
3. নিচের কোন রাজ্যটি উত্তর-পূর্বাঞ্চলের অন্তর্গত নয়?
ক) মিজোরাম
খ) ত্রিপুরা
গ) সিকিম
ঘ) নাগাল্যান্ড
উত্তরঃ গ) সিকিম
4. উত্তর-পূর্ব ভারতের সবচেয়ে বড় রাজ্য কোনটি (আয়তনের ভিত্তিতে)?
ক) মেঘালয়
খ) আসাম
গ) অরুণাচল প্রদেশ
ঘ) মনিপুর
উত্তরঃ গ) অরুণাচল প্রদেশ
5. উত্তর-পূর্ব ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য কোনটি?
ক) আসাম
খ) ত্রিপুরা
গ) নাগাল্যান্ড
ঘ) মেঘালয়
উত্তরঃ ক) আসাম
6. 'হর্নবিল উৎসব' কোন রাজ্যে পালিত হয়?
ক) আসাম
খ) নাগাল্যান্ড
গ) মনিপুর
ঘ) মিজোরাম
উত্তরঃ খ) নাগাল্যান্ড
7. ‘বামু রাজ্য’ নামে পরিচিত রাজ্য কোনটি?
ক) মেঘালয়
খ) মনিপুর
গ) ত্রিপুরা
ঘ) মিজোরাম
উত্তরঃ গ) ত্রিপুরা
8. উত্তর-পূর্ব ভারতের একমাত্র বাণিজ্যিক তেল শোধনাগার কোথায় অবস্থিত?
ক) গৌহাটি
খ) ডিগবয়
গ) শিলচর
ঘ) ডিব্রুগড়
উত্তরঃ খ) ডিগবয়
9. নিচের কোন নদীটি আসামের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে?
ক) গোদাবরী
খ) গঙ্গা
গ) ব্রহ্মপুত্র
ঘ) যমুনা
উত্তরঃ গ) ব্রহ্মপুত্র
10. উত্তর-পূর্বাঞ্চলের কোন রাজ্যকে "অরুণোদয়ের ভূমি" বলা হয়?
ক) আসাম
খ) অরুণাচল প্রদেশ
গ) মেঘালয়
ঘ) মনিপুর
উত্তরঃ খ) অরুণাচল প্রদেশ
11. মেঘালয় রাজ্যের রাজধানী কোনটি?
ক) আইজল
খ) শিলং
গ) ইমফল
ঘ) গ্যাংটক
উত্তরঃ খ) শিলং
12. মনিপুর রাজ্যের বিখ্যাত লোকনৃত্যের নাম কী?
ক) ভাঙ্গরা
খ) মোহিনীআট্টম
গ) রাস লীলা
ঘ) ওডিসি
উত্তরঃ গ) রাস লীলা
13. “জুম চাষ” উত্তর-পূর্ব ভারতের কোন অঞ্চলে প্রচলিত?
ক) সমতল ভূমি
খ) পাহাড়ি অঞ্চল
গ) উপত্যকা অঞ্চল
ঘ) সমুদ্রতট
উত্তরঃ খ) পাহাড়ি অঞ্চল
14. ভারতের কোন উত্তর-পূর্ব রাজ্য “সেভেন সিস্টার্স”-এর বড় বোন নামে পরিচিত?
ক) আসাম
খ) নাগাল্যান্ড
গ) ত্রিপুরা
ঘ) মেঘালয়
উত্তরঃ ক) আসাম
15. উত্তর-পূর্ব ভারতের কোন রাজ্যে হানড্লুম এবং বাঁশের শিল্প প্রসিদ্ধ?
ক) ত্রিপুরা
খ) অরুণাচল প্রদেশ
গ) মিজোরাম
ঘ) সবগুলোই
উত্তরঃ ঘ) সবগুলোই
16. নিচের কোনটি উত্তর-পূর্বাঞ্চলের একটি ঐতিহ্যবাহী উৎসব?
ক) বিহু
খ) ওনাম
গ) পংগাল
ঘ) পুইলাম
উত্তরঃ ক) বিহু
17. ত্রিপুরা রাজ্যের প্রধান জনগোষ্ঠী কোনটি?
ক) বোরো
খ) ত্রিপুরি জনজাতি
গ) নাগা
ঘ) খাসি
উত্তরঃ খ) ত্রিপুরি জনজাতি
18. 'আইজল' কোন রাজ্যের রাজধানী?
ক) মনিপুর
খ) মিজোরাম
গ) নাগাল্যান্ড
ঘ) মেঘালয়
উত্তরঃ খ) মিজোরাম
19. ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সবচেয়ে কম জনসংখ্যার রাজ্য কোনটি?
ক) নাগাল্যান্ড
খ) সিকিম
গ) অরুণাচল প্রদেশ
ঘ) মিজোরাম
উত্তরঃ গ) অরুণাচল প্রদেশ
20. নিচের কোনটি আসামের একটি বিখ্যাত বন্যপ্রাণী অভয়ারণ্য?
ক) সুন্দরবন
খ) কাজিরাঙ্গা
গ) পেরিয়ার
ঘ) বান্দিপুর
উত্তরঃ খ) কাজিরাঙ্গা
21. “ডমসা” কোন রাজ্যের একটি নৃত্য রূপ?
ক) মিজোরাম
খ) অরুণাচল প্রদেশ
গ) ত্রিপুরা
ঘ) নাগাল্যান্ড
উত্তরঃ খ) অরুণাচল প্রদেশ
22. কোন রাজ্যকে ‘মেঘের বাসস্থান’ বলা হয়?
ক) মেঘালয়
খ) মিজোরাম
গ) আসাম
ঘ) নাগাল্যান্ড
উত্তরঃ ক) মেঘালয়
23. নিচের কোনটি উত্তর-পূর্ব ভারতের একটি সীমান্তবর্তী রাজ্য?
ক) মেঘালয়
খ) ত্রিপুরা
গ) নাগাল্যান্ড
ঘ) সবগুলোই
উত্তরঃ ঘ) সবগুলোই
24. 'বাম্বু ডান্স' কোন রাজ্যের ঐতিহ্যবাহী নৃত্য?
ক) মিজোরাম
খ) আসাম
গ) ত্রিপুরা
ঘ) মনিপুর
উত্তরঃ ক) মিজোরাম
25. ‘লোকটাক’ হ্রদ কোথায় অবস্থিত?
ক) মেঘালয়
খ) মনিপুর
গ) নাগাল্যান্ড
ঘ) আসাম
উত্তরঃ খ) মনিপুর
26. “হানড্লুম সিটি” নামে কোন শহর পরিচিত?
ক) আইজল
খ) শিলচর
গ) ইমফল
ঘ) শিলং
উত্তরঃ গ) ইমফল
27. উত্তর-পূর্ব ভারত কোন নদীর অববাহিকায় গঠিত?
ক) সিন্ধু
খ) ব্রহ্মপুত্র
গ) গঙ্গা
ঘ) যমুনা
উত্তরঃ খ) ব্রহ্মপুত্র
28. নাগাল্যান্ড রাজ্যে প্রধানত কোন জনগোষ্ঠীর বাস?
ক) বোরো
খ) নাগা
গ) খাসি
ঘ) গারো
উত্তরঃ খ) নাগা
29. উত্তর-পূর্বাঞ্চলের একমাত্র রাজ্য যেখানে সন্ন্যাসিনী প্রধানমন্ত্রী হয়েছিলেন –
ক) আসাম
খ) ত্রিপুরা
গ) মিজোরাম
ঘ) কেউ নয়
উত্তরঃ ঘ) কেউ নয়
30. “সিকিম” রাজ্য উত্তর-পূর্ব ভারতের অন্যান্য রাজ্যগুলোর সাথে কীভাবে যুক্ত?
ক) জাতিগত
খ) সাংস্কৃতিক
গ) ভৌগোলিক
ঘ) শুধুমাত্র রাজনৈতিক
উত্তরঃ গ) ভৌগোলিক
31. কোন রাজ্যটি “অর্কিড রাজ্য” নামে পরিচিত?
ক) অরুণাচল প্রদেশ
খ) মেঘালয়
গ) মনিপুর
ঘ) ত্রিপুরা
উত্তরঃ ক) অরুণাচল প্রদেশ
32. 'নামদাফা ন্যাশনাল পার্ক' কোন রাজ্যে অবস্থিত?
ক) আসাম
খ) অরুণাচল প্রদেশ
গ) মিজোরাম
ঘ) নাগাল্যান্ড
উত্তরঃ খ) অরুণাচল প্রদেশ
33. খাসি ও গারো জনগোষ্ঠী প্রধানত কোথায় বাস করে?
ক) নাগাল্যান্ড
খ) মেঘালয়
গ) মনিপুর
ঘ) আসাম
উত্তরঃ খ) মেঘালয়
**34. “নর্থ ইস্টার্ন কাউন্সিল” (NEC) গঠিত হয়েছিল –
ক) ১৯৫৫ সালে
খ) ১৯৭১ সালে
গ) ১৯৭২ সালে
ঘ) ১৯৮৫ সালে
উত্তরঃ গ) ১৯৭২ সালে
35. “নর্থ-ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে”-র সদর দফতর কোথায়?
ক) গৌহাটি
খ) দার্জিলিং
গ) শিলচর
ঘ) মালিগাঁও
উত্তরঃ ঘ) মালিগাঁও
36. “ব্রহ্মপুত্র” নদী কোথা থেকে উৎসারিত হয়েছে?
ক) হিমালয়
খ) মানস সরোবর
গ) তিব্বত
ঘ) নেপাল
উত্তরঃ গ) তিব্বত
37. উত্তর-পূর্ব ভারতের সবচেয়ে উঁচু পর্বত শৃঙ্গ কোনটি?
ক) কানচেনজঙ্ঘা
খ) ডোডা বেটা
গ) নামচে বারওয়া
ঘ) গুন্তি
উত্তরঃ ক) কানচেনজঙ্ঘা
38. উত্তর-পূর্ব ভারতের 'চা শিল্পের রাজধানী' বলা হয় কোন শহরকে?
ক) শিলচর
খ) ডিব্রুগড়
গ) গৌহাটি
ঘ) জোড়হাট
উত্তরঃ খ) ডিব্রুগড়
39. “চেরাপুঞ্জি” কোন রাজ্যে অবস্থিত?
ক) মেঘালয়
খ) আসাম
গ) নাগাল্যান্ড
ঘ) মিজোরাম
উত্তরঃ ক) মেঘালয়
40. “বিশ্বনাথ চারিয়ালি” কোন রাজ্যের একটি প্রসিদ্ধ স্থান?
ক) ত্রিপুরা
খ) আসাম
গ) মনিপুর
ঘ) মিজোরাম
উত্তরঃ খ) আসাম
41. নিচের কোনটি উত্তর-পূর্ব ভারতের প্রধান ভাষাগুলোর মধ্যে পড়ে?
ক) মৈথিলি
খ) কোঙ্কণী
গ) অসমীয়া
ঘ) মারাঠি
উত্তরঃ গ) অসমীয়া
42. উত্তর-পূর্ব ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি উপজাতীয় ভাষা ব্যবহৃত হয়?
ক) নাগাল্যান্ড
খ) মিজোরাম
গ) অরুণাচল প্রদেশ
ঘ) মনিপুর
উত্তরঃ গ) অরুণাচল প্রদেশ
43. ভারতের কোন উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য বাংলাদেশ, মায়ানমার ও চীন—এই তিন দেশের সীমানা ভাগ করে না ?
ক) মেঘালয়
খ) ত্রিপুরা
গ) অরুণাচল প্রদেশ
ঘ) আসাম
উত্তরঃ গ) অরুণাচল প্রদেশ
44. “বারাক উপত্যকা” কোন রাজ্যের অন্তর্গত?
ক) মিজোরাম
খ) আসাম
গ) ত্রিপুরা
ঘ) মনিপুর
উত্তরঃ খ) আসাম
45. নিচের কোনটি উত্তর-পূর্ব ভারতের জনজাতি নয়?
ক) বোরো
খ) মিজো
গ) খাসি
ঘ) গোঁন্ড
উত্তরঃ ঘ) গোঁন্ড
46. মিজোরামের সরকারী ভাষা কোনটি?
ক) ইংরেজি
খ) মিজো
গ) হিন্দি
ঘ) উভয় ক ও খ
উত্তরঃ ঘ) উভয় ক ও খ
47. উত্তর-পূর্ব ভারতের কোন রাজ্যটি প্রথমে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে গঠিত হয়েছিল এবং পরে রাজ্যে পরিণত হয়?
ক) মিজোরাম
খ) নাগাল্যান্ড
গ) মনিপুর
ঘ) ত্রিপুরা
উত্তরঃ ক) মিজোরাম
48. “সার্ভে অব ইন্ডিয়া” সংস্থা কোন রাজ্যে অবস্থিত “গিয়োডেটিক সেন্টার” পরিচালনা করে?
ক) আসাম
খ) মেঘালয়
গ) নাগাল্যান্ড
ঘ) অরুণাচল প্রদেশ
উত্তরঃ খ) মেঘালয়
49. মিজোরামের প্রথাগত আইন প্রণয়নের কাজ কোন সংস্থা করে?
ক) মিজো সংসদ
খ) জিলা পরিষদ
গ) লাল কাউন্সিল
ঘ) গণ পরিষদ
উত্তরঃ গ) লাল কাউন্সিল
50. ভারতের উত্তর-পূর্বাঞ্চলে রেল সংযোগ সর্বপ্রথম কোন শহরের সাথে স্থাপিত হয়?
ক) গৌহাটি
খ) শিলচর
গ) ডিব্রুগড়
ঘ) আইজল
উত্তরঃ ক) গৌহাটি
No comments:
Post a Comment