SMDN Tutorial

Made Learning Easy with Quality Materials.

Breaking

Sunday, November 27, 2022

Child Development and Pedagogy MCQ Test on Perspective in Development for TET Examination

 বিকাশ বলতে শিশুর গুণগত পরিবর্তনকে বুঝায়, যা বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে চলে । বিকাশ হল নিয়ম অনুযায়ী সুষম এবং ক্রমোন্নত পরিবর্তন অর্থাৎ সর্বদাই এগিয়ে যাওয়া পিছিয়ে যাওয়া নয়। 


 

সুষম বলতে বুঝায় যা আগের থেকে নির্দিষ্ট এবং নিয়ম অনুযায়ী ঘটে, বিকাশগত পরিবর্তনের কারণ বলা যায় শিশু এবং তার পরিবেশের সঙ্গে মিথস্ক্রিয়া। বিকাশ বলছি আমরা দৈহিক বৈশিষ্ট্যের সঙ্গে সঙ্গে অন্যান্য বৈশিষ্ট্য গুলির গুণগত পরিবর্তনকে বুঝি বৃদ্ধি এবং বিকাশ এই দুটি শব্দ দ্বারা সাধারণভাবে একই প্রক্রিয়াকে বুঝালেও শিক্ষা মনোবিজ্ঞানে এই দুটি প্রক্রিয়া পৃথক রূপে গণ্য করা হয় বিকাশ প্রক্রিয়ায় একটি গুরুত্বপূর্ণ অংশ হলো পরিবেশের সঙ্গে সার্থক অভিযোজন । এই অধ্যায় বিকাশের প্রেক্ষিত সমূহ বিষয়ের উপর দশটি MCQ প্রশ্ন রয়েছে ।



No comments:

Post a Comment