বিশাল আয়তন এই গোলাকার পৃথিবীর যে অংশটুকু আমরা খালি চোখে দেখতে পাই আপাত দৃষ্টিতে তা সমতল বলেই মনে হয় । সমতল অংশের কোন স্থানের অবস্থান সাধারণত ফিতের সাহায্যে সরলরৈখিক দূরত্ব পরিমাপ করা যায় । আবার সঠিক অবস্থান জ্যামিতিক পদ্ধতিতে সহজেই নির্ণয় করা যায় । গোলক আকৃতির ভূপৃষ্ঠের দুটি স্থানের দূরত্ব কোণের সাহায্যে নির্ণয় করা হয়ে থাকে । কৌণিক দূরত্ব হলো ভূপৃষ্ঠের উপর অবস্থিত যে কোন দুটি স্থান থেকে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত দুটি সরলরেখা টানলে তাদের মধ্যে যে কোণের সৃষ্টি হয় সেই কোণের মাপই হলো স্থান দুটির মধ্যে কোন দূরত্ব ।
Saturday, September 30, 2023
ভূপৃষ্ঠে কোন স্থানের অবস্থান নির্ণয় Geography MCQ Test for TET, STGT Examination
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment