History MCQ Mock Test on দিল্লির সুলতানগন ও সুলতানির রাজনৈতিক ইতিহাস
গজনীর শাসক গিয়াস উদ্দিন মোহাম্মদ ঘুরী ছিলেন একজন উচ্চাকাঙ্খী ও যুদ্ধাবিলাসী শাসক । তার জীবনের অন্যতম প্রধান লক্ষ্য হলো ভারতে তুর্কি আধিপত্য প্রতিষ্ঠা করা । দিল্লিতে দাস বংশ, খলজি বংশ, তুঘলক বংশ প্রভৃতি বংশ শাসন করেন । ইতিহাসের এই অংশে গুরুত্বপূর্ণ ৪০ টি প্রশ্ন এখানে দেওয়া হলো যেগুলি টেট পরীক্ষার জন্য আপনার প্রস্তুতিতে সহায়ক হবে ।
History MCQ Mock Test on দিল্লির সুলতানগন ও সুলতানির রাজনৈতিক ইতিহাস
History MCQ Mock Test on দিল্লির সুলতানগন ও সুলতানির রাজনৈতিক ইতিহাস
Total Questions: 40
you'll have 60 second to answer each question.
Quiz Result
Total Questions:
Attempt:
Correct:
Wrong:
Percentage:
Quiz Answers
1. তরাইনের প্রথম যুদ্ধ হয়েছিল
1191 খ্রিস্টাব্দে
2. দিল্লিতে স্বাধীন সুলতান বংশের সূচনা করেন
মোঃ ঘুরি
3. কুতুবউদ্দিন আইবক প্রতিষ্ঠিত বংশের নাম
দাস বংশ
4. দিল্লির সুলতানি শাসনের প্রকৃত প্রতিষ্ঠাতা হলেন
ইলতুৎমিস
5. কুতুব মিনারের নির্মাণকার্য শেষ হয় কার আমলে ?
ইলতুৎমিস
6. তরাইনের দ্বিতীয় যুদ্ধ কার কার মধ্যে হয়েছিল
মোহাম্মদ ঘুরি ও পৃথ্বীরাজ চৌহান
7. ভারতের তুর্কি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ?
কুতুবউদ্দিন আইবক
8. দিল্লির সুলতানি আমলে "মালিক" উপাধি ধারণ করেন
কুতুবউদ্দিন আইবক
9. ইলতুৎমিস এর প্রকৃত নাম
শামসুদ্দিন ইলতুৎমিস
10. গিয়াসউদ্দিন বলবন আর কি নামে পরিচিত ?
উলুঘ খা
11. ইলতুৎমিস কত খ্রিস্টাব্দে দিল্লির সিংহাসনে বসেন ?
১২১১
12. সুলতানা রাজিয়া এর পিতা হলেন
ইলতুৎমিস
13. দিল্লি সুলতানীর একমাত্র নারী সুলতান হলেন
রাজিয়া
14. সুলতানি যুগের আকবর বলা হয়
ফিরোজ শাহ তুঘলককে
15. সুলতানা রাজিয়া দিল্লির সিংহাসনে শাসন করেছিলেন
তিন বছর
16. গিয়াসউদ্দিন বলবনের প্রকৃত নাম ছিল
বাহাউদ্দিন
17. দিল্লির সুলতানের শাসনের সূচনা হয়
১২০৬ খ্রিস্টাব্দে
18. সুলতানা রাজিয়ার জীবনীকার হলেন
মিনহাজ ই সিরাজ
19. সুলতানি যুগের ইতিহাস গুলি যে ভাষায় রচিত হয়েছিল
পারসি
20. মুসলমানদের প্রার্থনা গৃহকে বলা হয়
মসজিদ
21. ভারতে কোন সুলতান সর্বপ্রথম দেশের অর্থনৈতিক সংস্কারের দিকে নজর দেন
আলাউদ্দিন খলজি
22. কার শাসনকালে মোঙ্গলরা সাত-আট বার ভারত আক্রমণ করেছিল ?
আলাউদ্দিন খলজি
23. সুলতানি আমাদের উচ্চপদস্থ ক্রীতদাসদের বলা হত
বন্দেগান
24. সুলতানি সাম্রাজ্যের সর্বশেষ সুলতান হলেন
ইব্রাহিম লোদী
25. কুতুবউদ্দিন আইবক কার কৃতদাস ছিলেন ?
মোঃ ঘুরি
26. রাজবংশের পতন হয় কত খ্রিস্টাব্দে ?
১২৯০
27. আলাউদ্দিন এর রাজস্ব দপ্তরটি হল
দেওয়ান ই মুস্তাকরাজ
28. আমির খসরু কোন সুলতানের সভা কবি ছিলেন ?
আলাউদ্দিন খলজি
29. ভারতের তোতাপাখি হলেন
আমির খসরু
30. "ভারতের সাজি" নামে পরিচিত
আমির হাসান
31. "তুজুক ই তৈমুরী" কার আত্মজীবনী ?
তৈমুর লং
32. মোহাম্মদ ঘুরির প্রকৃত নাম ছিল
মুইজ উদ্দিন
33. "আইবক" কথার অর্থ হল
দাস
34. তৈমুর লং ভারতে আসেন
১৩৯৮ খ্রিস্টাব্দে
35. দিল্লির কোন সুলতান "চল্লিশ চক্র" গঠন করেন ?
ইলতুৎমিস
36. চেঙ্গিস খা কবে ভারত আক্রমন করেন ?
১২২২ খ্রিস্টাব্দে
37. কোন সুলতান সর্বপ্রথম দাক্ষিণাত্য জয় করেন ?
আলাউদ্দিন খলজি
38. তৈমুর লং কোন সুলতানের আমলে ভারত আক্রমন করেছিলেন ?
নাসির উদ্দিন মাহমুদ শাহ
39. খলজি বংশের প্রতিষ্ঠা হয়
১২৯০ খ্রিস্টাব্দে
40. খলজি বংশের শেষ সুলতান ছিলেন
কুতুব উদ্দিন মোবারক
No comments:
Post a Comment