ত্রিপুরা : ভূপ্রকৃতি, নদ-নদী, জলবায়ু, মৃত্তিকা, স্বাভাবিক উদ্ভিদ, কৃষি, শিল্প, পরিবহন ও যোগাযোগ MCQ Test
ত্রিপুরা : ভূপ্রকৃতি, নদ-নদী, জলবায়ু, মৃত্তিকা, স্বাভাবিক উদ্ভিদ, কৃষি, শিল্প, পরিবহন ও যোগাযোগ MCQ Test
Total Questions: 20
you'll have 60 second to answer each question.
Quiz Result
Total Questions:
Attempt:
Correct:
Wrong:
Percentage:
Quiz Answers
1. ভারতের কোন দিকে ত্রিপুরা রাজ্য অবস্হিত ?
উত্তর পূর্ব দিকে
2. ত্রিপুরা কবে পূর্ণ রাজ্যের মর্যাদা পায় ?
২১ জানুয়ারি ১৯৭২
3. ত্রিপুরার দীর্ঘতম পর্বত শ্রেণীটি হলো
আঠারোমুড়া
4. টিলভূমির পাদদেশের সংকীর্ণ উর্বর জমিকে বলে
লুঙ্গাজমি
5. ত্রিপুরার সর্বোচ্চ পর্বত শৃঙ্গ হলো
বেতলিং শিব
6. ত্রিপুরার দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ হলো
শাকান
7. ত্রিপুরার দীর্ঘতম নদীটি হল
মনু নদী
8. ডম্বুর জলপ্রপাত অবস্থিত
গোমতী নদীর উপর
9. ত্রিপুরার ক্ষুদ্রতম নদীটি হল
হাওড়া
10. বাংলাদেশ ও ত্রিপুরার সীমান্ত বরাবর প্রবাহিত নদীটি হলো
ফেনী
11. রাইমা ও সুরমা এই দুটি উপনদীর মিলিত প্রবাহ
গোমতী
12. ত্রিপুরা রাজ্যের উপর দিয়ে কোন বিশেষ অক্ষরেখাটি প্রসারিত হয়েছে ?
কর্কটক্রান্তি রেখা
13. ত্রিপুরার জলবায়ু কি প্রকৃতির ?
ক্রান্তীয় মৌসুমী জলবায়ু
14. ত্রিপুরার পাহাড় এবং টিলাভূমিতে যে মৃত্তিকা পাওয়া যায়
ল্যাটেরাইট মৃত্তিকা
15. ত্রিপুরার প্রধান ফসল হলো
ধান
16. ত্রিপুরা স্থানান্তরিত কৃষি কাজ কি নামে পরিচিত ?
জুম
17. ত্রিপুরার উপজাতি ভাষায় জুমের ফসল পাহারা দেওয়ার জন্য তৈরি ঘর
গাইরিং
18. ত্রিপুরায় মোট অভয়ারণ্যের সংখ্যা কত ?
4
19. ত্রিপুরা রাজ্যের সর্ববৃহৎ অভয়ারণ্য হলো
গোমতী
20. ত্রিপুরার একটি লুপ্ত প্রায় প্রাণী হলো
বাইসন
No comments:
Post a Comment