SMDN Tutorial

Made Learning Easy with Quality Materials.

Breaking

Saturday, February 22, 2025

History TET 2 MCQ Test সিন্ধু সভ্যতা @ SMDN Tutorial

Tripura TET 2 পরীক্ষার ইতিহাসের সিন্ধু সভ্যতা Important MCQ MOCK TEST 
 সিন্ধু সভ্যতার অনুসন্ধানের সূত্রপাত ঘটেছিল খ্রিস্টীয় ১৮ শতকের প্রথম দিকে । ১৯২১ খ্রিস্টাব্দে জন মার্শালের তত্ত্বাবধানে মহেঞ্জোদারো ও হরপ্পা খনন কাজ শুরু হয় । হরপ্পা আবিষ্কার করেন প্রশ্নতত্ত্ববিদ দয়ারাম সাহানি । ১৯২২ খ্রিস্টাব্দের দিকে প্রত্নতত্ত্ববিদ রাখালদাস বন্দ্যোপাধ্যায় সিন্ধু নদীর পশ্চিম তীরে মহেঞ্জোদারো স্তুপ কে প্রত্নতাত্ত্বিক স্থল হিসেবে সুনিশ্চিত ভাবে ঘোষণা দেন । ওয়াই ডি শর্মা ১৯৫৩ সালের রোপার আবিষ্কার করেন । সেই খনন কার্যের মাধ্যমে উল্লেখযোগ্য যে সকল স্থান পাওয়া গেছে সেগুলি হল পাকিস্তানের হরপ্পা, গনেরীওয়ালা, মহেঞ্জোদারো এবং ভারতের ধোলাভিরা, কালিবঙ্গান, রাখিগড়ি, রোপার, লোথাল ইত্যাদি । সেইসব বিষয়ের উপর অতি গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া হল । সে পরীক্ষায় অংশগ্রহণ করে আপনি আপনার প্রস্তুতি যাচাই করে নিতে পারেন ।

যদি আপনার কাছে পর্যাপ্ত নোটস না থাকে তাহলে আমাদের কাছ থেকে নোটস নিতে পারেন, TRBT এর সর্বশেষ সিলেবাস অনুযায়ী প্রত্যেকটি টপিকের উপর বিশদ আলোচনার ভিত্তিতে নোট তৈরি করা আছে। আমাদের অনলাইন স্টোরে দেখতে পারেন https://smdn-tutorial.myinstamojo.com/

নিচে দেওয়া লিংকে ক্লিক করে আপনি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন ।

No comments:

Post a Comment