নিচে Physical Environment: Concept and Nature বিষয়ের উপর ভিত্তি করে টেট পরীক্ষার উপযোগী ৫০টি কঠিন মানের MCQ প্রশ্ন, প্রতিটির সঠিক উত্তর ও বিস্তারিত ব্যাখ্যা-সহ দেওয়া হলো:
Physical Environment: Concept and Nature – ৫০টি MCQ প্রশ্ন (উত্তরসহ ও ব্যাখ্যাসহ)
১. Physical Environment বলতে কী বোঝায়?
ক) শুধুমাত্র জলবায়ু
খ) মানব পরিবেশ
গ) প্রাকৃতিক ও অজৈব উপাদান
ঘ) সামাজিক যোগাযোগ
উত্তর: গ) প্রাকৃতিক ও অজৈব উপাদান
ব্যাখ্যা: Physical Environment হল প্রকৃতির দ্বারা সৃষ্ট সমস্ত অজৈব উপাদান যেমন— মাটি, জল, বায়ু, পর্বত ইত্যাদি।
২. নিচের কোনটি Physical Environment এর অন্তর্গত নয়?
ক) নদী
খ) হিমবাহ
গ) শহর
ঘ) মরুভূমি
উত্তর: গ) শহর
ব্যাখ্যা: শহর মানুষের তৈরি, এটি মানব পরিবেশ।
৩. পৃথিবীর ভূ-আকৃতি গঠনের প্রধান শক্তি কোনটি?
ক) সৌরশক্তি
খ) অন্তর্গত ভূতাত্ত্বিক শক্তি
গ) সমুদ্র স্রোত
ঘ) চৌম্বক ক্ষেত্র
উত্তর: খ) অন্তর্গত ভূতাত্ত্বিক শক্তি
ব্যাখ্যা: অগ্ন্যুৎপাত, ভূকম্পন ইত্যাদি অভ্যন্তরীণ শক্তির ফল।
৪. Lithosphere বলতে কী বোঝায়?
ক) বায়ুর স্তর
খ) জলের স্তর
গ) পৃথিবীর কঠিন পৃষ্ঠ
ঘ) জীবনের স্তর
উত্তর: গ) পৃথিবীর কঠিন পৃষ্ঠ
ব্যাখ্যা: Lithosphere হল ভূত্বক ও ম্যান্টল-এর উপরিভাগ।
৫. Hydrosphere-এর মূল উপাদান কী?
ক) অরণ্য
খ) জল
গ) গ্যাস
ঘ) পাথর
উত্তর: খ) জল
ব্যাখ্যা: পৃথিবীর সমস্ত জলজ অংশ – সমুদ্র, নদী, হ্রদ, বরফ ইত্যাদি।
৬. বায়ুমণ্ডলের সবচেয়ে ঘন স্তর কোনটি?
ক) Mesosphere
খ) Troposphere
গ) Stratosphere
ঘ) Thermosphere
উত্তর: খ) Troposphere
ব্যাখ্যা: এখানে আবহাওয়ার সমস্ত ঘটনা ঘটে।
৭. 'Biosphere' শব্দটি বোঝায়—
ক) মাটি
খ) জল
গ) জীবনের পরিসর
ঘ) বাতাস
উত্তর: গ) জীবনের পরিসর
ব্যাখ্যা: Biosphere হল জল, স্থল ও বায়ু যেখানে প্রাণ আছে।
৮. মরুভূমিতে প্রধানত কোন ধরণের আবহাওয়া দেখা যায়?
ক) আর্দ্র
খ) তুষারপাত
গ) শুষ্ক ও উষ্ণ
ঘ) ক্রান্তীয় বৃষ্টিপাত
উত্তর: গ) শুষ্ক ও উষ্ণ
ব্যাখ্যা: বৃষ্টিপাত অত্যন্ত কম, তাপমাত্রা বেশি।
৯. কোনটি প্রাকৃতিক বিপর্যয় নয়?
ক) ভূমিকম্প
খ) সুনামি
গ) বন অগ্নিকাণ্ড
ঘ) কারখানার বিস্ফোরণ
উত্তর: ঘ) কারখানার বিস্ফোরণ
ব্যাখ্যা: এটি মানুষের তৈরি দুর্ঘটনা।
১০. উষ্ণমণ্ডলীয় জলবায়ুতে দেখা যায়—
ক) শীতপ্রধান অবস্থা
খ) শুষ্ক অবস্থা
গ) অধিক তাপ ও আর্দ্রতা
ঘ) বরফাবৃত পাহাড়
উত্তর: গ) অধিক তাপ ও আর্দ্রতা
ব্যাখ্যা: ক্রান্তীয় অঞ্চলে সারা বছর বেশি গরম ও আর্দ্র পরিবেশ থাকে।
১১. পলি মাটি প্রধানত পাওয়া যায়—
ক) পর্বতে
খ) নদীর উপত্যকায়
গ) মরুভূমিতে
ঘ) আগ্নেয়গিরির পাদদেশে
উত্তর: খ) নদীর উপত্যকায়
ব্যাখ্যা: নদী প্লাবনে পলি জমে উর্বর জমি তৈরি হয়।
১২. পৃথিবীর আবহাওয়া পরিবর্তনের অন্যতম কারণ—
ক) পশুপালন
খ) বনভূমি ধ্বংস
গ) খনিজ আহরণ
ঘ) জলাধার নির্মাণ
উত্তর: খ) বনভূমি ধ্বংস
ব্যাখ্যা: কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ বেড়ে যায়।
১৩. ভূমিকম্প মাপার যন্ত্রের নাম কী?
ক) টেলিস্কোপ
খ) ব্যারোমিটার
গ) সিসমোগ্রাফ
ঘ) এনিমোমিটার
উত্তর: গ) সিসমোগ্রাফ
১৪. নিম্নলিখিত কোনটি জলবায়ু পরিবর্তনের প্রভাব নয়?
ক) সমুদ্রপৃষ্ঠ উচ্চতা বৃদ্ধি
খ) তাপমাত্রা বৃদ্ধি
গ) ভূমিকম্প বৃদ্ধি
ঘ) হিমবাহ গলা
উত্তর: গ) ভূমিকম্প বৃদ্ধি
১৫. কার্বন ফুয়েল ব্যবহারের ফলে বৃদ্ধি পায়—
ক) নাইট্রোজেন
খ) মিথেন
গ) অক্সিজেন
ঘ) গ্রিনহাউস গ্যাস
উত্তর: ঘ) গ্রিনহাউস গ্যাস
১৬. সূর্যরশ্মির প্রতিফলনের হারকে কী বলে?
ক) বিঘ্নতা
খ) আলবেডো
গ) ওজোন
ঘ) ইনফ্রারেড
উত্তর: খ) আলবেডো
১৭. আবহাওয়া ও জলবায়ুর মধ্যে পার্থক্য কীভাবে বোঝা যায়?
ক) সময়কাল দ্বারা
খ) গতি দ্বারা
গ) দিক দ্বারা
ঘ) স্থান দ্বারা
উত্তর: ক) সময়কাল দ্বারা
ব্যাখ্যা: আবহাওয়া স্বল্পমেয়াদি, জলবায়ু দীর্ঘমেয়াদি।
১৮. পৃথিবীর ঘূর্ণনের ফলে সৃষ্টি হয়—
ক) ঋতু পরিবর্তন
খ) দিন ও রাত
গ) কুয়াশা
ঘ) ভূমিকম্প
উত্তর: খ) দিন ও রাত
১৯. পৃথিবীর কক্ষপথ কেমন?
ক) বৃত্তাকার
খ) উপবৃত্তাকার
গ) সোজা রেখা
ঘ) ত্রিভুজাকৃতি
উত্তর: খ) উপবৃত্তাকার
২০. জোয়ার-ভাটার প্রধান কারণ—
ক) সূর্য
খ) মেঘ
গ) চাঁদের আকর্ষণ
ঘ) সমুদ্রস্রোত
উত্তর: গ) চাঁদের আকর্ষন
২১. ভূ-গাঠনিক পরিবর্তনের ফলে গঠিত হয়—
ক) রাস্তা
খ) স্কুল
গ) পাহাড়
ঘ) ভবন
উত্তর: গ) পাহাড়
ব্যাখ্যা: ভূমিকম্প, অগ্ন্যুৎপাত ইত্যাদি প্রাকৃতিক কারণে পাহাড় তৈরি হয়।
২২. পৃথিবীর ভূত্বক গঠিত—
ক) তরল লোহা দিয়ে
খ) কঠিন পাথর দিয়ে
গ) বাষ্প দিয়ে
ঘ) তরল জল দিয়ে
উত্তর: খ) কঠিন পাথর দিয়ে
২৩. Troposphere স্তরে কী ঘটে?
ক) চৌম্বক তরঙ্গ
খ) আবহাওয়ার পরিবর্তন
গ) মহাজাগতিক বিকিরণ
ঘ) ওজোন গঠন
উত্তর: খ) আবহাওয়ার পরিবর্তন
২৪. আবহাওয়া ও জলবায়ুর প্রধান পার্থক্য কী?
ক) মেঘের প্রকারভেদ
খ) উপাদান
গ) সময়কাল
ঘ) অবস্থান
উত্তর: গ) সময়কাল
ব্যাখ্যা: আবহাওয়া স্বল্পমেয়াদি অবস্থা, জলবায়ু দীর্ঘমেয়াদি গড় অবস্থা।
২৫. পৃথিবীর সবচেয়ে বড় হিমবাহ কোনটি?
ক) গাঙ্গোত্রী
খ) সিয়াচেন
গ) ল্যাম্বার্ট
ঘ) কলাহারি
উত্তর: গ) ল্যাম্বার্ট
ব্যাখ্যা: অ্যান্টার্কটিকার ল্যাম্বার্ট হিমবাহ পৃথিবীর বৃহত্তম হিমবাহ।
২৬. কোন গ্যাসটি গ্রিনহাউস প্রভাবের জন্য প্রধানত দায়ী?
ক) অক্সিজেন
খ) কার্বন ডাই-অক্সাইড
গ) হাইড্রোজেন
ঘ) নাইট্রোজেন
উত্তর: খ) কার্বন ডাই-অক্সাইড
ব্যাখ্যা: CO₂ তাপ আটকে রেখে তাপমাত্রা বাড়ায়।
২৭. Lithosphere গঠিত—
ক) তরল পদার্থ দিয়ে
খ) কঠিন শিলা ও খনিজ দিয়ে
গ) গ্যাস দিয়ে
ঘ) জলীয় বাষ্প দিয়ে
উত্তর: খ) কঠিন শিলা ও খনিজ দিয়ে
২৮. জোয়ার-ভাটার প্রধান কারণ কী?
ক) সূর্যের আকর্ষণ
খ) সমুদ্রস্রোত
গ) চাঁদের মহাকর্ষ
ঘ) বাতাসের চাপ
উত্তর: গ) চাঁদের মহাকর্ষ
২৯. কোনটি প্রাকৃতিক বিপর্যয় নয়?
ক) অগ্ন্যুৎপাত
খ) ভূমিকম্প
গ) সুনামি
ঘ) রাসায়নিক বিস্ফোরণ
উত্তর: ঘ) রাসায়নিক বিস্ফোরণ
ব্যাখ্যা: এটি মানুষের তৈরি।
৩০. কোনটি জীবজগতের অংশ নয়?
ক) গাছ
খ) মানুষ
গ) মাটি
ঘ) প্রাণী
উত্তর: গ) মাটি
৩১. পৃথিবীর সবচেয়ে ঘন বায়ুমণ্ডলীয় স্তর—
ক) স্ট্রাটোস্ফিয়ার
খ) ট্রপোস্ফিয়ার
গ) মেসোস্ফিয়ার
ঘ) থার্মোস্ফিয়ার
উত্তর: খ) ট্রপোস্ফিয়ার
৩২. ভূমিকম্পের তীব্রতা মাপা হয়—
ক) বারোমিটার
খ) হাইজ্রোমিটার
গ) সিসমোগ্রাফ
ঘ) রেইনগেজ
উত্তর: গ) সিসমোগ্রাফ
৩৩. বায়ুমণ্ডলের কোন স্তরে ওজোন স্তর অবস্থিত?
ক) ট্রপোস্ফিয়ার
খ) স্ট্রাটোস্ফিয়ার
গ) মেসোস্ফিয়ার
ঘ) এক্সোস্ফিয়ার
উত্তর: খ) স্ট্রাটোস্ফিয়ার
৩৪. কোনটি প্রাকৃতিক সম্পদ নয়?
ক) কয়লা
খ) লোহা
গ) ইলেকট্রিসিটি
ঘ) প্রাকৃতিক গ্যাস
উত্তর: গ) ইলেকট্রিসিটি
ব্যাখ্যা: এটি প্রাকৃতিক উপাদান ব্যবহার করে তৈরি।
৩৫. পৃথিবীর কেন্দ্রে কোন ধাতু বিদ্যমান?
ক) তামা
খ) নিকেল ও লোহা
গ) সোনা
ঘ) দস্তা
উত্তর: খ) নিকেল ও লোহা
৩৬. Biosphere গঠিত হয়—
ক) Lithosphere, Atmosphere, Hydrosphere দিয়ে
খ) কেবল বায়ু দিয়ে
গ) কেবল জল দিয়ে
ঘ) শুধুই ভূমি দিয়ে
উত্তর: ক) Lithosphere, Atmosphere, Hydrosphere দিয়ে
৩৭. নিচের কোনটি স্থলভাগের ক্ষয়ের প্রাকৃতিক কারণ নয়?
ক) বায়ুপ্রবাহ
খ) বৃষ্টিপাত
গ) কৃষিকাজ
ঘ) হিমবাহ
উত্তর: গ) কৃষিকাজ
ব্যাখ্যা: এটি মানুষের কার্যকলাপ।
৩৮. পৃথিবীর ৭১% অঞ্চল ঢাকা—
ক) ভূমি
খ) বরফ
গ) জল
ঘ) খনিজ
উত্তর: গ) জল
৩৯. নিম্নলিখিত কোনটি জলবায়ুর উপাদান নয়?
ক) তাপমাত্রা
খ) বৃষ্টিপাত
গ) বায়ুর চাপ
ঘ) রাস্তা
উত্তর: ঘ) রাস্তা
৪০. বায়ুমণ্ডলের ঘনত্ব সবচেয়ে বেশি—
ক) উপরিভাগে
খ) ১০০ কিমি উচ্চতায়
গ) বায়ুমণ্ডলের উপরের স্তরে
ঘ) সমুদ্রপৃষ্ঠে
উত্তর: ঘ) সমুদ্রপৃষ্ঠে
৪১. নিচের কোনটি গঠনমূলক ভূ-প্রকৃতি?
ক) ভাঙন উপত্যকা
খ) আগ্নেয়গিরি
গ) নদীখাত
ঘ) ভূমিধস
উত্তর: খ) আগ্নেয়গিরি
৪২. 'Continental Drift' তত্ত্বটি কাকে ঘিরে গঠিত?
ক) মহাসাগর
খ) মহাদেশ
গ) নদী
ঘ) হিমবাহ
উত্তর: খ) মহাদেশ
৪৩. আবহাওয়ার পূর্বাভাস জানানো হয়—
ক) ভূমিকম্প মাপার যন্ত্র দিয়ে
খ) স্যাটেলাইট ও রাডার দিয়ে
গ) থার্মোমিটার দিয়ে
ঘ) ব্যারোমিটার দিয়ে
উত্তর: খ) স্যাটেলাইট ও রাডার দিয়ে
৪৪. কোন স্তরটি বিদ্যুৎ পরিবাহী?
ক) স্ট্রাটোস্ফিয়ার
খ) মেসোস্ফিয়ার
গ) আয়নোস্ফিয়ার
ঘ) ট্রপোস্ফিয়ার
উত্তর: গ) আয়নোস্ফিয়ার
৪৫. ভূমিক্ষয় রোধে করণীয়—
ক) জঙ্গল কাটা
খ) পাহাড় কাটা
গ) বাঁধ নির্মাণ
ঘ) বৃক্ষরোপণ
উত্তর: ঘ) বৃক্ষরোপণ
৪৬. পরিবেশ দূষণের অন্যতম প্রধান কারণ—
ক) প্রাণীর সংখ্যা বৃদ্ধি
খ) শিল্পায়ন ও নগরায়ন
গ) কৃষিকাজ
ঘ) খনিজ আহরণ
উত্তর: খ) শিল্পায়ন ও নগরায়ন
৪৭. ভূ-অভ্যন্তরের উত্তাপ উৎপন্ন হয়—
ক) সৌর বিকিরণে
খ) চৌম্বকত্বে
গ) রেডিও-সক্রিয় পদার্থ ক্ষয়ে
ঘ) ভূ-পৃষ্ঠের ঘর্ষণে
উত্তর: গ) রেডিও-সক্রিয় পদার্থ ক্ষয়ে
৪৮. সবচেয়ে পুরোনো ভূতাত্ত্বিক স্তর কোনটি?
ক) সিলুরিয়ান
খ) ডেভোনিয়ান
গ) আর্কিয়ান
ঘ) কার্বনিফেরাস
উত্তর: গ) আর্কিয়ান
৪৯. নিচের কোনটি জলচক্রের একটি ধাপ নয়?
ক) বাষ্পীভবন
খ) ঘনন
গ) নির্গমন
ঘ) অবক্ষেপণ
উত্তর: গ) নির্গমন
৫০. ভূ-পৃষ্ঠে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে—
ক) হিমবাহ
খ) পর্বত
গ) মেঘ
ঘ) সাগর স্রোত
উত্তর: ঘ) সাগর স্রোত
ব্যাখ্যা: উষ্ণ ও শীতল সাগর স্রোত তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করে।
Thanks
ReplyDelete