SMDN Tutorial

Made Learning Easy with Quality Materials.

Breaking

Thursday, July 2, 2020

27_06_2020 Online Classes Video

#27_06_2020
 Online Classes Video Links 👇

Class 4,5
চতুর্থ ও পঞ্চম শ্রেণীর সাধারণ গণিত অনলাইন ক্লাসে আজকে ভাগ কিভাবে করতে হয় সেটা শেখানো হয়েছে ভাগ এর এটা ছিল তৃতীয় ক্লাস আগের দুটো ক্লাস 25 ও 26 জুনের পোস্টগুলিতে পাবেন ।


Class 6
ষষ্ঠ শ্রেণির অনলাইন ক্লাসে আজকে সমাজবিদ্যার একটি অংশ ইতিহাস পড়ানো হয়েছে । ইতিহাসের প্রথম দুটি অধ্যায় আজকে আলোচনা করা হয়েছে। কি , কেন , কিভাবে ও কখন এবং খাদ্য সম্পদ ও তার জীবনকাল এই দুটো অধ্যায় আলোচনা করেছেন শিক্ষিকা শর্মিষ্ঠা রায় । ক্লাস টি প্রচার করা হয়েছিল নিউজ আইকন টিভি চ্যানেলে ।

Science 7
সপ্তম শ্রেণীর বিজ্ঞান অনলাইন ক্লাসে আজকে প্রাণীর পুষ্টি  , পুষ্টির বিভিন্ন পর্যায়ে,  বিভিন্ন পর্যায়ে খাদ্য ও পুষ্টি গুনাগুন ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়েছে ।

Class 8
অষ্টম শ্রেণির বিজ্ঞান অনলাইন ক্লাসে আজকে উদ্ভিদ ও প্রাণী এই অধ্যায়টি পাঠদান করা হয়েছে । জীববিজ্ঞানের সে অংশটি নিচের লিংকে ক্লিক করে আপনি দেখে নিতে পারেন এবং সেখান থেকে কি কি জিনিস শিখতে হবে সেটা শিখে নিতে পারেন ।

Class 10
দশম শ্রেণীর গণিত অনলাইন কাছে আজকে জ্যামিতির একটি অংশ  সদৃশ্যতা বা Similarity বিষয়টি আলোচনা করা হয়েছে । আলোচনা করেছেন শিক্ষিকা সুপ্তা পাল । PB-24 নিউজ চ্যানেলের মাধ্যমে ক্লাস টি প্রচার করা হয়েছিল । এখানে ক্লিক করে আপনার কাজটি দেখে নিতে পারেন ।

Class 12
দ্বাদশ শ্রেণির ইংরেজি অনলাইন ক্লাসে আজকে ইংরেজি গদ্য  Journey to the End of the Earth পড়ানো হয়েছে। নতুন সিলেবাস এর অন্তর্গত সেই অধ্যায়টি নিচের লিংকে ক্লিক করে দেখে নিন ।

প্রতিদিনের লাইভ ক্লাসের আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ।

No comments:

Post a Comment