SMDN Tutorial

Made Learning Easy with Quality Materials.

Breaking

Thursday, July 30, 2020

কি কি‌ নতুন নিয়ম এলো শিক্ষাক্ষেত্রে

• কি কি‌ নতুন নিয়ম এলো শিক্ষাক্ষেত্রে ;-
মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের নাম বদলে হলো কেন্দ্রীয় শিক্ষা দপ্তর এবং ৩৪ বছর পর আবার নতুন করে শিক্ষানীতি গঠন হলো । উল্লেখযোগ্য কিছু শিক্ষানীতি তুলে ধরলাম - 

১) পঞ্চম শ্রেণী পর্যন্ত নিজ নিজ রাজ্যে নিজস্ব মাতৃভাষায় শিক্ষাগ্রহণ করতে হবে ‌। চাইলে ছাত্ররা নিজস্ব মতামতের ভিত্তিতে তা অষ্টম (৮) শ্রেণি পর্যন্ত করতে পারে ।

২) নবম(৯) শ্রেণি থেকে দ্বাদশ(১২)শ্রেণি পর্যন্ত চারবছরে আটটি সেমেস্টার দিতে হবে । অর্থাৎ মাধ্যমিকের কোনো ভ্যালু থাকলো না আর ।

৩) এবার থেকে কলেজে ৪ বছরের অনার্স কোর্স করতে হবে ।

৪) উচ্চশিক্ষায় এমফিল উঠে যাচ্ছে ।

৫) স্নাতকোত্তর যে কোনো ক্ষেত্রেই পার্মানেন্টলি একবছর/দুবছর করে দেওয়ার পরিকল্পনা ।

৬) এবার থেকে ছাত্র ছাত্রীরা নিজেদের পছন্দের বিষয়ের কম্বিনেশন রাখতে পারবে একাদশ(১১) শ্রেণি থেকেই । যেমন, কেউ চাইলে পদার্থবিদ্যা(Physics) বা কেমিষ্ট্রির (Chemistry) এর সাথে Fashion Designing নিয়েও পড়তে পারে ।
৭) নবম(৯) শ্রেণি থেকেই ছাত্র‌ছাত্রীরা নিজেদের পছন্দের বিষয় চয়েস করতে পারবে ।

উল্লেখ্য, ২০২৫ সালের মধ্যে সারা ভারতবর্ষের প্রত্যেকটি ছাত্র ছাত্রীদের মধ্যে প্রাথমিক শিক্ষা পৌঁছে দেওয়া হবে বলে জানান কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ।।

© সংগৃহীত

1 comment:

  1. A great job has done by the Central Govt. The new Education Policy-2020 will surely play a key role in making BHARAT a great nation .

    =>> Goutam Dhar. TIC , N.S.Vidyaniketan (Pry.Sec.), Agartala .

    ReplyDelete