SMDN Tutorial

Made Learning Easy with Quality Materials.

Breaking

Wednesday, January 20, 2021

Tripura GK 1501-1947AD for All Competitive Examination 2021

ত্রিপুরার যে কোনো চাকরীর পরীক্ষায় ত্রিপুরা GK থেকে 2-3 টা প্রশ্ন এসেছে, এইখানে ত্রিপুরা GK এর সবথেকে হিট টপিক আপনারা পেয়ে যাবেন, পিডিএফ ফাইলটি ডাউনলোড করতে পারবেন নীচে দেওয়া Download লিঙ্ক থেকে । পিডিএফ এ সমস্ত বিষয় আলোচনা করা নেই, বিস্তারিত আলোচনা পাবেন নিচে দেওয়া video তে ।

ত্রিপুরার ইতিহাস জানা যায় রাজমালা গ্রন্থ থেকে, যেটি রচিত হয় ১৪ শতকে । রাজমালায় বর্ণিত রয়েছে ১৮৬ জন রাজার কর্মকথা । ত্রিপুরায় আধুনিক যুগের সূত্রপাত হয় মহারাজা বীর চন্দ্র মানিক্য এর শাসনকাল থেকে অর্থাৎ 1862 খ্রিস্টাব্দ থেকে । তার পর ক্রমান্বয়ে রাধা কিশোর মানিক্য , বীরেন্দ্র কিশোর মানিক্য ও বীর বিক্রম কিশোর মানিক্য শাসন করে গেছেন । স্বাধীন ত্রিপুরা থেকে নামকরন করা হয় পার্বত্য ত্রিপুরা । রাজধানী রাঙামাটি থেকে উদয়পুর, উদয়পুর থেকে পুরাতন আগরতলা, তারপর বর্তমান আগরতলায় স্থানান্তরিত করা হয় , স্থাপন করা হয় ত্রিপুরেশ্বরী মন্দির, কমলা সাগর, নিরমহল, উজ্জয়ন্ত প্রাসাদ, লক্ষ্মী নারায়ণ বাড়ী, কুঞ্জবন, উমাকান্ত একাডেমি ইত্যাদি । রাজা ও রাজপুত্র দের কাহিনী নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেন নাটক মুকুট, বিসর্জন এবং উপন্যাস রাজর্ষি । এইসব বিষয়ের উপর আলোচনা করা আছে ভিডিও তে, এবং পিডিএফ ফাইল থেকে এইসব বিষয় পঠন পাঠন করতে পারেন, যা আপনার পরীক্ষার জন্য একান্ত জরুরি ।



No comments:

Post a Comment