উত্তর : বেতলিংসিব, জম্পুই পাহাড়ের শৃঙ্গ ।
প্রশ্ন : রবীন্দ্রনাথের রাজর্ষি উপন্যাসে ত্রিপুরার কোন নদীর কথা উল্লেখ করা আছে ?
উত্তর : গোমতী নদী।
প্রশ্ন : ত্রিপুরার একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্রটির নাম কি ?
উত্তর : ডম্বুর, গোমতী নদীতে অবস্থিত।
প্রশ্ন : ত্রিপুরা রাজ্যের প্রথম বালিকা বিদ্যালয় কোনটি ?
উত্তর :মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়।
প্রশ্ন : ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ কবে স্থাপিত হয় ?
উত্তর :১৯৭৬ খ্রিস্টাব্দে ।
প্রশ্ন : রাজ্যের প্রথম চা বাগিচা কোনটি ?
উত্তর : হীরাছড়া।
প্রশ্ন : ত্রিপুরার কোন নৃপতি ত্রিপুরাসুন্দরী মন্দির নির্মাণ করেন ?
উত্তর : ধন্যমানিক্য ।
প্রশ্ন : ত্রিপুরা রাজ্য কখন পূর্ণ রাজ্যে উন্নীত হয় ?
উত্তর : ২১ জানুয়ারি ১৯৭২ ।
এমন প্রয়োজনীয় ও পরীক্ষার জন্য গুরুত্বপুর্ণ প্রশ্ন ও উত্তর নিচের ভিডিও তে আলোচনা করা হয়েছে ।
প্রায় ৪৫০+ প্রশ্ন ও উত্তর সম্বলিত পিডিএফ ফাইলটি নিচের লিংকে ক্লিক করে আপনি ফ্রিতে ডাউনলোড করে নিতে পারেন ।
No comments:
Post a Comment