SMDN Tutorial

Made Learning Easy with Quality Materials.

Breaking

Thursday, January 21, 2021

Tripura GK MCQ Question and Answers with Free PDF Download


এই পোস্টের নীচে পিডিএফ ডাউনলোড লিংক দেয়া আছে ।

১. উজ্জয়ন্ত প্রাসাদ কার আমলে তৈরি হয়েছিল?
বীরচন্দ্র কিশোর মানিক্য
রাধা কিশোর মানিক্য
বীরেন্দ্র কিশোর মানিক্য
বীর বিক্রম কিশোর মানিক্য

২. রবীন্দ্রনাথ বিরচিত ঐতিহাসিক উপন্যাস রাজর্ষি তে কোন  হয়ে রয়েছেন কোন মহারাজা ?
রাধা কিশোর মানিক্য 
বীরচন্দ্র মানিক্য 
গোবিন্দমাণিক্য 
নক্ষত্র মানিক্য

৩. ত্রিপুরার কোন রাজা বিক্রমাদিত্য নামে পরিচিত ? 
বীরচন্দ্র মানিক্য 
রাধা কিশোর মানিক্য 
বীরেন্দ্র কিশোর মানিক্য 
বীর বিক্রম কিশোর মানিক্য

৪. ত্রিপুরা ভারত রাষ্ট্রের সঙ্গে একটি পূর্ণ রাজ্য পর্যায়ে উন্নীত হয়েছিল - 
অক্টোবর ১৯৪৯ খ্রিস্টাব্দে
আগস্ট ১৯৫৯ খ্রিস্টাব্দে
 জুলাই ১৯৬৩ খ্রিস্টাব্দ 
জানুয়ারি ১৯৭২ খ্রিস্টাব্দে 

৫. ত্রিপুরা স্বাধীন ভারতের অংশ হয় কবে ?
১৯৪৮ খ্রিস্টাব্দে 
১৯৪৯ খ্রিস্টাব্দে 
১৯৫০ খ্রিস্টাব্দে 
১৯৫১ খ্রিস্টাব্দে

৬. কোন মহারাজা রবীন্দ্রনাথকে ভারত ভাস্কর উপাধি ভূষিত করেছিলেন ?
বীরচন্দ্র মানিক্য 
রাধা কিশোর মানিক্য 
বীরেন্দ্র কিশোর মানিক্য 
বীর বিক্রম কিশোর মানিক্য

৭. ত্রিপুরার দীর্ঘতম পর্বতশ্ণী কোনটি ?
জম্পুই 
শাকানটাং
লঙতরাই
আঠারোমুরা

৮. ত্রিপুরা রাজ্যের বৃহত্তম চা বাগান কোনটি ? 
মনু ভ্যালি 
হিরা ছড়া
মূর্তি ছড়া
ফটিকছড়ি

৯. কার রাজত্বকালে ত্রিপুরেশ্বরী দেবীর মন্দির স্থাপিত হয় ?
ধর্মমাণিক্য 
রত্ন মানিক 
ধন্য মানিক্য 
গোবিন্দমাণিক্য 

১০. ত্রিপুরার কোথায় সর্বপ্রথম গ্যাস ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হয় ?
বড়ো মুড়া
 ডম্বুর
রুখিয়া
রামচন্দ্র ঘাট

উল্লিখিত প্রশ্নগুলো এবং তার উত্তর নিয়ে বিস্তারিত ভাবে আলোচনা করা হয়েছে নিচের ভিডিওতে প্রয়োজনে ভিডিওটি দেখতে পারেন ।

নিম্নে পিডিএফ ডাউনলোড লিংক দেওয়া আছে, সেখান থেকে পিডিএফ ফাইল ডাউনলোড করে নিতে পারবেন।

No comments:

Post a Comment