GRAMIN DAK SEVAK RECRUITMENT, INDIA POST
India Post GDS Recruitment 2022 - Notification, Vacancy, Apply Online
গ্রামীণ ডাক সেবক পদে ৩৮,৯২৬ জনকে নিচ্ছে ভারতীয় ডাক বিভাগের বিভিন্ন রিজিয়নে। নিয়োগ হবে ব্রাঞ্চ পোস্ট মাস্টার, অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার ও ডাক সেবক পদে। ত্রিপুরা থেকেও আবেদনের সুযোগ রয়েছে ।
পশ্চিমবঙ্গ সার্কেলে: মোট শূন্যপদ ১,৯৬৩টি।
অসমে: মোট শূন্যপদ ১,১৪৩টি।
নর্থ-ইস্ট: মোট শূন্যপদ ৫৫১টি। ওড়িশায়: মোট শূন্যপদ ৩,০৬৬টি। এছাড়া বাকি ৩২২০৩টি শূন্যপদ রয়েছে অন্ধ্রপ্রদেশ, বিহার, ছত্রিশগড়, দিল্লি, হরিয়ানা, গুজরাট, তেলেঙ্গানা সহ দেশের অন্যান্য ১৯টি সার্কেলে।
ম্যাথমেটিক্স এবং ইংলিশ মূল বা ঐচ্ছিক বিষয়ে হিসেবে নিয়ে মাধ্যমিক/ সমতুল পাশ প্রার্থীরা যে রিজিয়নের জন্য আবেদন করবেন সেখানকার স্থানীয় ভাষার জ্ঞান থাকলে আবেদন করতে পারেন। প্রার্থীরা সাইকেল চালাতে জানতে হবে।
এছাড়া প্রার্থীর অন্য সূত্র থেকে আয়ের উৎস থাকতে হবে। তবে যাঁদের অন্য সূত্র থেকে আয়ের উৎস নেই তাঁদের ক্ষেত্রে নিয়োগের ৩০ দিনের মধ্যে অন্য সূত্র থেকে আয়ের প্রমাণপত্র দাখিল করতে হবে।
বয়স হতে হবে ৫-৬-২০২২ তারিখের হিসেবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে।
মূল মাইনে ব্রাঞ্চ পোস্ট মাস্টার পদের ক্ষেত্রে মাসে ১২,০০০ টাকা
এবং অ্যাসিস্ট্যান্ট পোস্ট মাস্টার/ ডাক সেবক পদের ক্ষেত্রে মাসে ১০,০০০ টাকা।
প্রার্থীবাছাই হবে শিক্ষাগত যোগ্যতায় পাওয়া নম্বরের ভিত্তিতে। এতে সফলদের হবে নথিপত্র যাচাই। তখন যাবতীয় প্রমাণপত্রের মূল ও সেগুলির ১ কপি জেরক্স সঙ্গে নিয়ে যাবেন। তবে উচ্চ শিক্ষাগত যোগ্যতার প্রার্থীরা অতিরিক্ত সুবিধা পাবেন না। বাছাই প্রক্রিয়া শেষ হবে ১৫ নভেম্বরের মধ্যে।
আবেদন করবেন অনলাইনে https://indiapostgdsonline.gov.in ওয়েবসাইটের মাধ্যমে, ৫ জুনের মধ্যে। আবেদনের ফি বাবদ দিতে হবে ১০০ টাকা। ফি জমা দেবেন অনলাইনে বা কোনও হেড পোস্ট অফিসের মাধ্যমে। মহিলা, ট্রান্স-উইমেন, তফশিলিদের এই ফি দিতে হবে না। অতিরিক্ত ফি প্রার্থীকেই বহন করতে হবে। এবার সিস্টেম জেনারেটেড এপ্লিকেশন ফর্মের প্রিন্ট নিয়ে নিজের কাছে রাখবেন। পরে প্রয়োজন হবে। আরও বিস্তারিত জানতে পারবেন ওপরে বলা ওয়েবসাইটে/ পিডিএফে।
Apply Online : Click Here
Download Notification : Click Here
Download Centre wise Post Details : Click Here
Name of the Post: India Post Circle GDS Onine Form 2022
Post Date: 02-05-2022
Total Vacancy: 38926
India Post Circle
GDS Vacancy 2022
Application Fee
• For UR/ OBC/ EWS Male: Rs. 100/-
• Female, SC/ST candidates & PwD Candidates: Nil
• Payment Mode: Credit/ Debit Cards & Net Banking
Important Dates
• Starting Date to Registration & Payment of Fee: 02-05-2022
• Last Date for Registration & Payment of Fee: 05-06-2022
Age Limit as on 05-06-2022
• Minimum Age: 18 Years
• Maximum Age: 40 Years
• Age relaxation is applicable to SC/ ST/ OBC/ PWD/ EWS Candidates as per rules
Qualification
• Candidates should posses 10th Class, Compulsory knowledge of Local Language.
• Basic Computer Knowledge.
Vacancy Details
Gramin Dak Sevak (GDS)
State Wise Total Vacancy
Andhra Pradesh 1716
Assam 1143
Bihar 990
Chhattisgarh 1253
Delhi 60
Gujarat 1901
Haryana 921
Himachala Pradesh 1007
Jammu & Kashmir 265
Jharkhand 610
Karnataka 2410
Kerala 2203
Madhya Pradesh 4074
Maharashtra 3026
Punjab 969
Rajasthan 2890
Tamil Nadu 4810
Telangana 1226
Uttar Pradesh 2519
Uttarakhand 353
West Bengal 1963
Tripura - UR-55 OBC-2 SC-22 ST-27 EWS-3 PWD-A-0 B-0 C-0 DE-0
No comments:
Post a Comment