SMDN Tutorial

Made Learning Easy with Quality Materials.

Tuesday, March 18, 2025

Bangla ধ্বনি ও বর্ণ MCQ for Tripura TET Examination। SMDN TUTORIAL

 ধ্বনি ও বর্ণ থেকে বিভিন্ন পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ 50 টি MCQ 

SMDN Tutorial, Mithun Sir : 9615141075


১. বাংলায় মৌলিক স্বরধ্বনি কয়টি?

ক. ৪

● ৭

গ. ৯

ঘ. ৩০


২. কোন ধ্বনিগুলো উচ্চারণের সময়ে মুখগহ্বরের কোথাও বাধা পায় না?

● স্বরধ্বনি

খ. মৌলিক ধ্বনি

গ. ব্যঞ্জনধ্বনি

ঘ. মৌলিক ধ্বনি


৩. ধ্বনির প্রতীককে বলা হয়—

ক. বাক্য

খ. ভাষা

● বর্ণ

ঘ. শব্দ


৪. ব্যঞ্জনের সঙ্গে কারবর্ণ বা হচিহ্ন না থাকলে কোন ধ্বনি আছে বলে ধরে নেওয়া হয়?

● [অ]

খ. [ক]

গ. [গ]

ঘ. [আ]


৫. ‘ফ’ যুক্তবর্ণটি কোন কোন বর্ণ দিয়ে তৈরি?

ক. ষ ও এ

খ. ঘ ও ণ

● ষ ও ণ

ঘ. ণ ও ষ


৬. স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয়-

● কারবর্ণ

খ. অনুবৰ্ণ

গ. রেফ

ঘ. ফলা


৭. ব্যঞ্জনবর্ণের বিকল্প রূপের নাম

ক. কারবর্ণ

● অনুবৰ্ণ

গ. রেফ

ঘ. ফলা


৮. নিচের কোন জোড়টি যুক্তবর্ণের রূপভেদকে প্রকাশ করে?

● স্বচ্ছ ও অস্বচ্ছ

খ. কার ও ফলা

গ. অস্বচ্ছ ও উন্মুক্ত

ঘ. স্বচ্ছ ও যুক্ত


৯. বাংলা কারবর্ণের সংখ্যা

● ১০

খ. ২১

গ. ২৪

ঘ. ৪২


১০. বাংলা সংখ্যাবর্ণ কয়টি?

● ১০

খ. ২১

গ. ২৪

ঘ. ৪২


১১. ভাষার ক্ষুদ্রতম একককে বলা হয়

● ধ্বনি

খ. শব্দ

গ. রূপ

ঘ. বাক্য


১২. বাংলা ভাষায় মৌলিক ধ্বনি কয়টি?

● ৩৭

খ. ৭১

গ. ২৪

ঘ. ৪২


১৩. বাংলা ভাষায় মৌলিক ব্যঞ্জনধ্বনি কয়টি

● ৩০

খ. ৩১

গ. ২৪

ঘ. ৩২


১৪. মূল বর্ণের পাশাপাশি বাংলা বর্ণমালায় রয়েছে-

ক. অনুবর্ণ

খ. সংখ্যাবর্ণ

গ. যুক্তবর্ণ

● সবগুলোই সঠিক


১৫. কারবর্ণ যুক্ত হয় ব্যঞ্জনবর্ণের-

ক. আগে

খ. নিচে

গ. পরে

● আগে, পরে, নিচে বা উভয় দিকে


১৬. অনুবর্ণ কত প্রকার?

● ৩

খ. ১

গ. ৪

ঘ. ২


১৭. শীতের সময় চাই- ‘সঞ্চয়’ শব্দের যুক্তবর্ণ

● ঞ, চ

খ. এ, ছ

গ. চ, ঞ

ঘ. চ, ছ


১৮. নিচের কোনটি অস্বচ্ছ যুক্তবর্ণ?

ক. ল্ল

● ক্ম

গ. ল্প

ঘ. ক্ক


১৯. কোনগুলো স্বচ্ছ যুক্তবর্ণ?

ক. ক্র, ক্ট, ক্ষ

খ. ন্ট, ন্ট, ষ্ঠ

গ. ড্ড, স্ম, ত্র

● প্ট, জ্ঝ, শ্চ


২০. সংখ্যাবর্ণ নিচের কোনটি?

● ৫

খ. পাঁচ

গ. পঞ্চম

ঘ. ৫ই


২১. বাংলা ভাষার মৌলিক ধ্বনিগুলোকে প্রধানত কয় ভাগে ভাগ করা হয়?

● ২

খ. ১

গ. ৪

ঘ. ৫


২২. ধ্বনি নির্দেশক চিহ্নকে কী বলে?

ক. অক্ষর

খ. বর্ণমালা

● বর্ণ

ঘ. চিহ্ন


২৩. স্বরবর্ণের পূর্ণরূপ কয়টি?

ক. সাতটি

খ. দশটি

গ. নয়টি

● এগারটি


২৪. কোন ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস তাড়িত বাতাস মুখবিবরের কোথাও না কোথাও বাধা পায়?

ক. কণ্ঠ্যধ্বনি

● ব্যঞ্জনধ্বনি

গ. ইংরেজি ধ্বনি

ঘ. স্বরধ্বনি


২৫. যেকোনো ভাষায় ব্যবহৃত বর্ণ সমষ্টিকে সে ভাষার কী বলে?

ক. বর্ণ

● বর্ণমালা

গ. স্বরবর্ণ

ঘ. বর্ণমালা


২৬. বাংলা বর্ণমালায় মোট কতটি সরল বা অসংযুক্ত বর্ণ আছে?

বা, বাংলা বর্ণমালায় মোট কয়টি বর্ণ আছে?

ক. এগারোটি

খ. উনচল্লিশটি

গ. উনপঞ্চাশটি

● পঞ্চাশটি


২৭. বাংলা ভাষায় স্বরধ্বনির সংখ্যা কয়টি?

ক. ১০টি

খ. ১২টি

গ. ১৩টি

● ১১টি


২৮. বাংলা বর্ণমালায় স্বরবর্ণ এর সংখ্যা কতটি?

ক. ১০টি

খ. ১২টি

গ. ১৩টি

● ১১টি


২৯. বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রা, অর্ধমাত্রা ও মাত্রাহীন বর্ণের সংখ্যা যথাক্রমে-

● ৩২, ৮, ১০

খ. ৩২, ৭, ১১

গ. ৩০, ৮, ১২

ঘ. ৩৯, ৮, ১২


৩০. বাংলা ভাষায় মাত্রাহীন বর্ণ কয়টি?

● ১০টি

খ. ১২টি

গ. ১৩টি

ঘ. ১১টি


৩১. বাংলা বর্ণমালায় মাত্রাধীন ব্যঞ্জনবর্ণ কয়টি?

ক. ১০টি

খ. ১২টি

গ. ১৩টি

● ৬টি 


৩২. বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ কতটি?

ক. বত্রিশটি

● আটটি

গ. দশটি

ঘ. ত্রিশটি


৩৩. স্বরবর্ণ সংক্ষিপ্তাকারে ব্যঞ্জনবর্ণের সঙ্গে যুক্ত হলে তাকে কী বলে?

বা, স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কী বলে?

● কারবর্ণ

খ. রেখা

গ. যুক্ত বর্ণ

ঘ. বর্ণমালা


৩৪. কোন স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ নেই?

ক. আ

● অ

গ. ক

ঘ. খ


৩৫. স্বরধ্বনির প্রতীককে বলে-

● স্বরবর্ণ

খ. দ্বিস্বর

গ. সম্বির

ঘ. সান্ধ্যক্ষর


৩৬. ব্যঞ্জনবর্ণের বিকল্প রূপকে কী বলা হয়?

ক. ফলাই

খ. ফলের

গ. ফল

● অনুবর্ণ


৩৭. বাংলা বর্ণমালায় ফলা কয়টি?

ক. আটটি

● ছয়টি

গ. নয়টি

ঘ. দশটি


৩৮. যেসব ব্যঞ্জনবর্ণে স্বরধ্বনি সংযুক্ত হয় না তাকে কী বলে?

ক. অল্পপ্রাণ ধ্বনি

● হসন্ত ধ্বনি

গ. যুক্ত বর্ণ

ঘ. বর্ণমালা


৩৯. কার বর্ণগুলোর কী ব্যবহার নেই?

● স্বতন্তত

খ. একাধিক

গ. দ্বৈত

ঘ. অধিক


৪০. কোনটি মৌলিক স্বরধ্বনি?

● অ 

খ. ঈ

গ. হ

ঘ. চ


৪১. কোন মৌলিক স্বরধ্বনির কোনো লিখিত রূপ নেই?

● এ্যা

খ. ফ্য

গ. দ্য

ঘ. জ


৪২. যেকোনো ভাষায় ব্যবহৃত বর্ণ সমষ্টিকে সে ভাষার কী বলে?

ক. কারবর্ণ

খ. রেখা

গ. যুক্ত বর্ণ

● বর্ণমালা


৪৩. সঠিক সংযুক্ত বর্ণ বিশ্লেষণ কোনটি?

ক. ঞ্জ = ঞ + জ

খ. জ্ঞ = ঙ + জ

● জ্ঞ = জ + জ

ঘ. জ্ঞ = ঞ + চ


৪৪. সংযুক্ত বর্ণের কোন রূপটি সঠিক?

বা, ‘রক্ষা’ বা ‘ক্ষ’ যুক্ত বর্ণটির স্বরূপ কী?

ক. ঙ + গ = ঙ্ঘ

● ক্ + ষ = ক্ষ

গ. ষ + ণ = ষ্ণ

ঘ. ষ্ + ঞ = ষ্ণ


৪৫. সংযুক্ত বর্ণের কোন রূপটি সঠিক?

● ষ + ণ = ষ্ণ

খ. ষ্ + ঞ = ষ্ণ

গ. ঙ + গ = ঙ্ঘ

ঘ. জ্ঞ = ঞ + চ


৪৬. ‘আত্মীয়’ শব্দের যুক্ত ব্যঞ্জনটিতে কোন দুটি বর্ণ সংযুক্ত আছে?

ক. ত্ + ন্

● ত্ + ম

গ. ত + ত

ঘ. ত + চ


৪৭. ‘বিজ্ঞান’ শব্দে ‘জ্ঞ’ কোন বর্ণদ্বয়ের সমন্বয়ে ঘটেছে?

● জ্ + ঞ

খ. ষ + ণ

গ. ঞ + জ

ঘ. ক + ষ


৪৮. অঞ্জনা, খঞ্জনা, মঞ্জুষা শব্দগুলোর 

মধ্যে যুক্তবর্ণটির রূপ কী?

ক. নৃ + জ

● ঞ্ + জ

গ. ঞ + জ

ঘ. ক + ষ


৪৯. ‘উষ্ণ’ শব্দের যুক্তাক্ষরটি কোন কোন বর্ণের সমন্বয়ে গঠিত?

● ষ্+ণ

খ. ঞ্ + জ

গ. ঞ + জ

ঘ. ক + ষ


৫০. ‘হ্ম’-এ যুক্তবর্ণের সঠিক বিশ্লেষণ কোনটি?

● হ্ + ম

খ. ম + হ

গ. ত + ত

ঘ. ত + চ


No comments:

Post a Comment