MCQ Test on Learning & Memory
এখানে শিখন ও স্মৃতি এর উপর অতি গুরুত্বপূর্ণ 20 টি MCQ প্রশ্ন দেয়া হলো ।
শিখন হল দক্ষতা বা জ্ঞান অর্জন, এবং স্মৃতি হল আপনি যা অর্জন করেছেন তার প্রকাশ । আরেকটি পার্থক্য হল গতি যার সাথে দুটি জিনিস ঘটে। আপনি যদি ধীরে ধীরে এবং পরিশ্রমের সাথে নতুন দক্ষতা বা জ্ঞান অর্জন করেন, সেটাই শেখা । যদি অধিগ্রহণ তাত্ক্ষণিকভাবে ঘটে তবে এটি একটি স্মৃতি তৈরি করছে।
যদি আপনার কাছে পর্যাপ্ত নোটস না থাকে তাহলে আমাদের কাছ থেকে নোটস নিতে পারেন, TRBT এর সর্বশেষ সিলেবাস অনুযায়ী প্রত্যেকটি টপিকের উপর বিশদ আলোচনার ভিত্তিতে নোট তৈরি করা আছে। আমাদের অনলাইন স্টোরে দেখতে পারেন https://smdn-tutorial.myinstamojo.com/
প্রয়োজনে whatsapp এর মাধ্যমে যোগাযোগ করেও নোটস কালেক্ট করতে পারেন ।
WhatsApp : 9615141075
নিচে দেওয়া লিংকে ক্লিক করে আপনি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন ।
No comments:
Post a Comment