SMDN Tutorial

Made Learning Easy with Quality Materials.

Breaking

Saturday, November 1, 2025

NMMSS National Means cum Merit Scholarship Exam 2025 Guidelines


জাতীয় আয়-ভিত্তিক মেধা বৃত্তি পরীক্ষা (NATIONAL MEANS-CUM-MERIT SCHOLARSHIP EXAMINATION)
যোগ্যতা (Eligibility)
 ১. ত্রিপুরা রাজ্যের সরকারী, সরকার-অনুদানপ্রাপ্ত ও স্থানীয় সংস্থার অধীন বিদ্যালয়ে অধ্যয়নরত অষ্টম শ্রেণির সকল নিয়মিত শিক্ষার্থী, যাদের পিতামাতার বার্ষিক আয় ₹৩,৫০,০০০/- এর বেশি নয় অর্থাৎ মাসিক আয় ₹ ২৯,১৬৬/- টাকা বা তার কম তারা এই পরীক্ষায় অংশগ্রহণের যোগ্য।
২. যেসব শিক্ষার্থীর পরিবার বিপিএল (BPL), অন্ত্যোদয় (AAY), অ্যাড-হক বা এনএফএসএ (NFSA) রেশন কার্ডের অধিকারী, তাদের আবেদনকালে আয় সনদ জমা দেওয়ার প্রয়োজন নেই। শুধুমাত্র এপিএল (APL) রেশন কার্ডধারী শিক্ষার্থীদেরই আয় সনদ জমা দিতে হবে।
৩. কেন্দ্রীয় বিদ্যালয় (Kendriya Vidyalaya) এবং জওহর নবোদয় বিদ্যালয় (Jawahar Navodaya Vidyalaya)-এর শিক্ষার্থীরা এই বৃত্তির জন্য যোগ্য নন। একইভাবে, যেসব শিক্ষার্থী কেন্দ্র বা রাজ্য সরকারের আবাসিক বিদ্যালয়ে অধ্যয়ন করে যেখানে আবাসন, খাদ্য ও থাকার সুবিধা দেওয়া হয়, অথবা বেসরকারি বিদ্যালয়ে পড়াশোনা করে, তারা এই বৃত্তির জন্য যোগ্য নন।

পরীক্ষা ফি (Exam Fee)
 এই পরীক্ষার জন্য কোনো পরীক্ষার ফি প্রয়োজন নেই।

পরীক্ষার ধরন (Pattern of Examination)
 ১. পরীক্ষা বহু নির্বাচনী প্রশ্ন (MCQ) পদ্ধতিতে নেওয়া হবে এবং মূল্যায়ন ওএমআর শীট (OMR Sheet) এর মাধ্যমে করা হবে।
২. পরীক্ষাটি দুইটি ভাগে বিভক্ত থাকবে:
 a. মানসিক দক্ষতা পরীক্ষা (Mental Ability Test - MAT)
 b. শিক্ষাগত দক্ষতা পরীক্ষা (Scholastic Aptitude Test - SAT)
৩. MAT পরীক্ষায় মোট ৯০টি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে, যা যুক্তি, বিশ্লেষণ এবং সমালোচনামূলক চিন্তার দক্ষতা যাচাই করবে।
 SAT পরীক্ষায় মোট ৯০টি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে, যা বিজ্ঞান, সমাজবিজ্ঞান এবং গণিত বিষয় থেকে থাকবে।
৪. শিক্ষার্থীদের MAT ও SAT উভয় পরীক্ষায় অন্তত ৪০% নম্বর পেতে হবে এবং দুটি পরীক্ষার মোট যোগফলই চূড়ান্ত নম্বর হিসেবে গণ্য হবে। SC/ST শিক্ষার্থীদের ক্ষেত্রে এই ন্যূনতম যোগ্যতা ৩২%।
৫. শিক্ষার্থীরা অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদন ও প্রবেশপত্র (Admit Card) ডাউনলোড করতে পারবে।

পরীক্ষার মাধ্যম (Medium of Examination)
 জাতীয় আয়-ভিত্তিক মেধা বৃত্তি (NMMSS) পরীক্ষাটি ইংরেজি এবং বাংলা — উভয় ভাষায় অনুষ্ঠিত হবে।

বৃত্তি প্রদান পদ্ধতি (Disbursement of Scholarship)
 ১. মেধার ভিত্তিতে নির্বাচিত শিক্ষার্থীদের National Scholarship Portal (NSP) — https://scholarships.gov.in-এ নিবন্ধন করতে হবে বৃত্তি পাওয়ার জন্য।
২. মোট ৩৫১ জন শিক্ষার্থী মেধা তালিকার ভিত্তিতে বৃত্তির জন্য নির্বাচিত হবে। প্রত্যেক শিক্ষার্থী প্রতি মাসে ₹১০০০/- করে, বছরে ₹১২,০০০/- করে মোট ৪ বছর পর্যন্ত এই বৃত্তি পাবে।
 বৃত্তি চালিয়ে যেতে হলে শিক্ষার্থীদের নবম থেকে দশম এবং একাদশ থেকে দ্বাদশ শ্রেণিতে প্রথম প্রচেষ্টায় উত্তীর্ণ হতে হবে।
৩. বৃত্তি চালিয়ে যেতে হলে শিক্ষার্থীকে দশম শ্রেণিতে ন্যূনতম ৬০% নম্বর (SC/ST শিক্ষার্থীদের জন্য ৫% ছাড়) পেতে হবে।


বৃত্তি (Scholarship)
১. ফলাফল প্রকাশের পর মেধা তালিকার ভিত্তিতে প্রথম ৩৫১ জন শিক্ষার্থীকে ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল (NSP)-এ নিবন্ধন করতে হবে।
NSP পোর্টালে নিবন্ধনের তারিখ পরবর্তীতে ওয়েবসাইটে (https://tripuratalentsearch.com) প্রকাশ করা হবে।

২. ফর্ম দেরিতে জমা দেওয়া বা অসম্পূর্ণ আবেদনপত্রের কারণে কোনো শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে না পারলে, তার জন্য SCERT কোনোভাবেই দায়ী থাকবে না।

৩. নিবন্ধিত শিক্ষার্থীদের প্রতি বছর ₹১২,০০০/- হারে মোট ৪ বছর পর্যন্ত বৃত্তি প্রদান করা হবে এবং অর্থ সরাসরি তাদের ব্যাংক একাউন্টে জমা হবে।
বৃত্তি নবীকরণের জন্য শিক্ষার্থীদের সাধারণ ও ওবিসি (General/OBC) শ্রেণিতে ৬০% নম্বর এবং এসসি/এসটি (SC/ST) শ্রেণিতে ৫৫% নম্বর পেতে হবে দশম শ্রেণির পরীক্ষায়।



NATIONAL MEANS-CUM-MERIT SCHOLARSHIP EXAMINATION Guidelines 

Eligibility

1. All regular students whose parental income is not more than Rs.3,50,000/- per annum studying in class – VIII in Government, Government aided & local body Schools of Tripura will be eligible to appear in the Examination.

2. All Below Poverty line (BPL), Antyoday (AAY), Ad-hoc & NFSA ration card holder Students are not required to submit Income certificate at the time of application.Only Above Poverty Line (APL) ration card holder students will have to submit income certificate at the time of application.

3. The students studying in “Kendriya Vidyalayas and Jawahar Navodaya Vidyalayas” are not entitled to get scholarship under this scheme. Similarly, those students studying in Residential schools run by the Centre/State Government Institution where facilities like boarding, lodging & fooding are provided and students studying in private schools are also not eligible for the scholarship under the scheme.

Exam Fee

Examination fee is not required

Pattern of Examination

1. Examination will be taken through Multiple Choice Questions (MCQ) and evaluation Process will be OMR sheet based.

2. Examination may consist of two test: a.Mental Ability Test(MAT) b.Scholastic Aptitude Test(SAT)

3. The Mental Ability Test shall consist of 90 multiple choice questions covering verbal and non verbal abilities like reasoning and critical thinking and Scholastic Aptitude Test shall consist of 90 multiple choice questions covering subjects namely, Science, Social studies and Mathematics.

4. The Students must pass both the test i.e. MAT and SAT with at least 40% marks and in aggregate taken together for these two test will be calculated for Total marks. For the SC/ST Students, this cut off will be 32%.

5. Student will apply through the online portal and also download their admit card through online.

Medium of Examination

Medium of National Means cum Merit Scholarship Scheme (NMMSS) Examination will be in English and Bengali Languages.

Disbursement of Scholarship

1. The selected students on the basis of merit must register on National Scholarship Portal (NSP) namely https://scholarships.gov.in/ for getting the scholarship.

2. 351 students, for National Means cum Merit Scholarship Scheme (NMMSS) Examination, as per merit list will be given a scholarship @ Rs.12000/- per annum @ Rs.1000/- per month for 4 years provided that for continuing the scholarship in class X and XII , the awardees should get clear promotion from class IX to class X and from class XI to class XII in the first attempt.

3. The awardees must obtain a minimum of 60% marks in class X examination (relaxable by 5% for SC/ST students) for continuation of the scholarship at higher secondary stage.

Scholarship: 

First Top 351 Ranks according to merit list after publication of the result will have to register on National Scholarship Portal (NSP). Date for registration in NSP Portal will be notified later on in the website : https://tripuratalentsearch.com.
The SCERT will not be responsible if any student is not permitted to appear for the Examination due to late submission of forms or incomplete application forms.
The registered students will be given scholarship@Rs.12000/-per year for 4 year as per norms to their bank accounts.(For renewing the Scholarship 60% mark for General /OBC and 55% mark for SC/ST in Class X)

Download PDF : Click Here

No comments:

Post a Comment